কম ইন্টারনেট স্পিড এর জন্য “বাংলা রেডিও ২৪”

Bangla Radio 24

কাজ করতে করতে আমাদের সবারই ইচ্ছা করে গান শুনতে । কিন্তু কম ইন্টারনেট স্পিড এর জন্য আমাদের ইচ্ছা থাকলেও উপায় থাকে না রেডিও শুনার। তাই সবার জন্য নতুন একটা ইন্টারনেট রেডিও চালু করলাম "বাংলা রেডিও ২৪" । আশা করি আপনাদের ভালো লাগবে ।

আপনি যদি ফায়ারফক্স এ গান শুনেন তাহলে আপনাকে মিডিয়া প্লেয়ারের প্লাগিন ইন্সটল করতে হবে । আপনাদের প্লাগিন ইন্সটল না থাকলে নিচের ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করুন এবং ফায়ারফক্স নতুন করে চালু করুন।

FireFox Plugin

আর রেডিও শুনার জন্য ভিজিট করুন

বাংলা রেডিও ২৪

Level 0

আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকক্ষণ শুনলাম। ঠিক বলেছেন, খুব কম স্পীডেও ভালো কাজ করে। মজিলাতে লোড হতে দেরী হলেও ইন্টারনেট এক্সপ্লোরার-৮ এ খুব দ্রুত লোড হয়। পুরোপুরি লোড হওয়ার বেশ অনেকটা আগ থেকেই কাজ করা শুরু করে।

    ধন্যবাদ রিপন । আসলে সাইটটি ফ্লাশ এ করা । তাই ফ্লাশ অংশ লোড হতে একটু টাইম লাগে । কিন্তু গান খুব তারাতারি লোড হবে ফ্লাশ লোড হবার আগেই ।

Level 0

মেহেদী ভাই ধন্যবাদ। তবে আমার মনে হয় লোড হতে প্রয়োজনের তুলনায় একটু বেশী সময় নেয়, ব্যাপারটা দেখবেন।

    আমার মনে হয় আপনার পিসির সমস্যা । কারন আমি ৪-৫ kb তে টেস্ট করেছি । ভালো চলে ।

মেহেদী ভাই আপনার চ্যানেলটি SkyTouch net player এ যুক্ত করে দিলাম। SkyTouch net player একটি অনলাইন রেডিও/টিভি প্লেয়ার এবং রেডিও রেকর্ডার। যার মাধ্যমে আপনি দেশ বিদেশের অনেক গুলে রেডিও এবং টিভি চ্যানেল উপভোগ করতে পরবেন এবং মজার সব গেম ও খেলতে পরবেন

Download link : http://www.skytouch-software.com/index.php?option=com_jdownloads&Itemid=69&task=view.download&catid=4&cid=7

    ধন্যবাদ আকাশ ।

    স্কাইটাচ নেট প্লেয়ারে চ্যানেলটি যুক্ত করার জন্য মিন্টু ভাই, অশেষ ধন্যবাদ। কালই ভেবেছিলাম, চ্যানেলটি যদি স্কাইটাচ-এ থাকতো। আর মোবাইল ভার্সন বের করছেন কবে। তারিখটি টেকটিউনস্- এ আগাম জানিয়ে দিন।

    ধন্যবাদ আপনাদের । আমি আজকে ডেস্কটপ ভার্সন চালু করেছি । আশা করি সাইট থেকে আপনারা ডাউনলোড করে নিবেন । আর মোবাইলের জন্য আশা করি চালু করবো তারাতারি ।

    আনেক গুলো কাজ জমা হয়ে আছে তার পরও আশাকরছি খুব শিঘ্র মোবাইল ও নতুন ডেস্কটপ ভার্সন মুক্ত করব। আর অবশ্যই কিছু চমক থাকছে।

যাই হোক, Bitrate ৮০ Kb/s হলেও মন্দ না । চালিয়ে যান ।

    আমি বিট রেট পরে বৃদ্ধি করবো । আপাতত সবার জন্য কম স্পিড দেয়া আছে ।