Internet Download Manager এর Download Complete/Failed এর জন্য আমার তৈরি করা ২টি টোন (সকল ভার্সনের জন্য)

আসসালামু-আলাইকুম।

Internet Download Manager ব্যবহার করেন না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। আজকে আমি Internet Download Manager এর Download Complete/Failed এর জন্য আমার তৈরি করা ২টি টোন নিয়ে এসেছি। আসলে এটা কথা দিয়ে ও মিউজিক দিয়ে করা টোন এবং ১/২ সেকেন্ডের বেশি নয়।

এই খান থেকে zip ডাউনলোড করুন এবং Extract করুন -

ডাউনলোড (১.৪ এমবি)

 

যেভাবে টোন সেট করবেন

১# প্রথমে IDM ওপেন করে অপশনে যান এবং তারপর Sound ট্যাবে যান নিচের মত।

২# দেখবেন Download complete & Download failed ঘর দুটি আনটিক দেওয়া। Download complete ঘরে টিক দিন দেখবেন নতুন একটা উইন্ডো আসবে। সেখানে Download complete এর টোন টা সিলেক্ট করে দিন। একই ভাবে Download failed এর টাও সিলেক্ট করুন।

আজকেই মত এখানেই শেষ।

ধন্যবাদ

Level 0

আমি এম,এইচ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এম,এইচ সজিব। যে কিনা বাংলাদেশি পণ্ডিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টিউনটি বুঝতে পারছি।কিন্তু এইটা করে কি কোনো উপকার হবে।কিছু মনে করবেন না আমি জানি না বলে আপনাকে বললাম।

    @jahid husain: ডাউনলোড হয়ে গেলে বা Failed হলে জানতে পারবেন, কম্পিউটার থেকে দূরে থাকলে।

আপনার মত ফালতু একটা টোন দিয়েছেন । 1 MB ই বাঁশ । 😛 এটা একটা টোন হলো ??? আপনি নিজে ভয়েস রেকর্ড করে দিলেও এর চেয়ে ভালো হতো । 😀 lol