চরম অফার!!! স্পীড ১ Mbps, ২৫ জিবি, মেয়াদ ৩০ দিন, এত কম টাকায়!! নেবেন নাকি?

আমি কি আপনাকে বলে দেব, কিভাবে ১০৫০ টাকায় ১ Mbps স্পীডে ২৫ জিবি ইন্টারনেট ডাটা উপভোগ করবেন, যার মেয়াদ হবে ৩০ দিন।

স্বপ্ন নয়, আপনি সত্যিই এটা উপভোগ করতে পারবেন, আর সেটা দিচ্ছে আমাদের রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি টেলিটক। টেলিটক ৩জি ইউজার যারা আছেন, তারা এখনই এই অফার লুফে নিতে পারেন। আর যারা অন্য ইউজার যারা আছেন তারাও ১ mbps স্পীডে ২৫ জিবি সাড়া মাস জুড়ে ব্যবহারের জন্য ছুটে আসতে পারেন।

কি করতে হবে আপনাকেঃ প্রথমে ১০৫০ টাকা + ১৫% ভ্যাট সহ মোট ১২০৭.৫ টাকা রিচার্জ করুন।

মেসেজ অপশনে যেয়ে টাইপ করুন D17 আর পাঠিয়ে দিন 111 এই নাম্বারে।

ব্যাস, চালু হয়ে গেলো আপনার ১ mbps স্পীডে ২৫ জিবি সাড়া মাস জুড়ে।

বিঃ দ্রঃ অনেকেই হয়ত ইন্টারনেট ঘাটাঘাটি করে বলবেন," ভুয়া পোষ্ট, মিছা কতা, এইডাতো ২৫৬ kbps  স্পীড"। হ্যা আপনার জন্যেই বলছি, আমি নিজে এটা ব্যবহার করছি এবং আমি ১ mbps স্পীড পাচ্ছি। সত্যিকার অর্থে টেলিটক এর (২৫৬ kbps, ৫১২ kbps, ১ mbps = ১ mbps)

টেলিটক সত্যিকার অর্থে ২৫৬ এবং ৫১২ kbps স্পীডে কোন লিমিট ক্যাপ লাগায়নি। এটা ওরা জেনেশুনেও করতে পারে। অথবা যোগ্য দায়িত্বশীল লোকের অভাবে বা তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারনে হয়ে থাকতে পারে। ঘটনা যাই ঘটুক আমরা ২৫৬ kbps =১ mbps পাচ্ছি এটাই আসল কথা।

সুতরাং উপভোগ করুন ১ mbps স্পীডে ২৫ জিবি সাড়া মাস জুড়ে।

নিচে মেসেজ আর ডাউনলোড স্পীডের স্ক্রীন শট দিলাম।

        SMS

 Download speed

 download speed with zoom to see better

ভালো থাকুন, এবং উপভোগ করুন high speed internet.

আমার পেজটা একটু ঘুরে দেখার দাওয়াত রইলো।

আমাকে স্কাইপিতে পাবেনঃ  rasalmahfuj

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

কথা সত্যি আমি নিজেও এই প্যাক টি ব্যবহার করি

    Level 0

    @G2: thanks to share experience

Level 0

এইসব ভূয়া নিউজ কই পান ! গত ছয মাস ধরে এই প্যাকেজ আমি চালাই! কখনো তো ১এমবি স্পীড পাই না। তবে ৫১২ কেবিপিস স্পীড পাওয়া যায়। ১এমবি কখনো সম্ভব না ! ২৫৬ কখনো ১এমবি হতে পারে না। টেলিটকের একটাই সুবিধা ২৫৬ কেবি নিলে ৫১২ কেবি এবং ৫১২ নিলে ১এমবি পাওয়া যায়।

    Level 0

    @Tuhin: please, you are welcome to see the practical. just call me in general working hour

    Level 0

    @Tuhin: ভাই আমি আপনার শাথে একমত। কারন আমি ৫১২ যখন ব্যাবহার করতাম তখন ১ mbps পেতাম আর এখন ২৫৬ এ ৫১২ kbps পাই.।

সব টাই সত্য কিন্তু টাকা আরো কম লাগে মানে ৭২০ টাকা মাত্র ভেট সহ।
স্পিড সেটা বলে বুঝানো জাবেনা ১ এমবি স্থির থাকে আমি তাই পাই

    Level 0

    @মানিক: are u enjoying 25 gb in tk 720? and how? and please share

    Level 0

    @মানিক: মানিক ভাই, এই প্যাকেজ টির দাম ৭২০ টাকা মাত্র? তাহলে টিউনার যে বললেন ১২০৭.৫ টাকা লাগবে?
    ৭২০ টাকা হলে তো খুব ই ভালো। 🙂

Manik bai amio 720 takai 1mbps teletalk connection calai

    Level 0

    @asadislam.asad: are u enjoying 25 gb in tk 720? and how? and please share

টেলিটক সিম 2G থাকা অবস্থায় 2G প্যাক ( যেমনঃ ৬০০ টাকা দিয়ে ২৫ জিবি ) কেনার পর সিম 3G করে ফেললেও 1Mbps স্পীড পাওয়া যায় ।।

    Level 0

    @সালমান: ৩জি আমি একবার করলাম। তার পরের মাসে কি হবে? কিভাবে একটা সিম সাড়া বছর ২জি থেকে ৩জি করব জানালে সবাই উপকৃত হবে।

      @Rasel: করবেন, সমস্যা নাই তো, তাও আবার ফ্রি 😀

      @Rasel:Y2G লিখে 555 এ মেসেজ পাঠালে সিম Youth 2G হয়ে যাবে, আবার Y3G লিখে 555 এ পাঠালে Youth 3G হয়ে যাবে,

      2G তে মাইগ্রেট করা ফ্রি, 3G তে মাইগ্রেট করলে আগে ২০ টাকা লাগতো, যদিও কিছুদিন আগে টেলিটকের ফেসবুক পেজে বলা হয়েছে 3G তে মাইগ্রেট করাও বর্তমানে ফ্রি ।

Level 0

ভ্যাটসহ উক্ত টাকা কাটবে।

৬০০ টাকায় তো ২৫ জিবি পাওয়া যায় 2g সিমে ৷

    @Mohammed Imran Miah: 25 GB কেনার পর SIM 3G তে কনভার্ট করবেন ( ফ্রি , type 3G and send to 555 ) তাহলেই পাবেন । 🙂

      @সালমান:

      ভাই ৬০০টকা টাকার ঐ পেকেজ কিনার নিয়মটা বলবেন plz

        @রাকিব হাসান: প্রথমে সিমকে 2G করুন ( type 2G and send message to 666 ) , এবার টাইপ করুন D6 এবং পাঠান 111 এই নাম্বারে ।
        এরপর সিমকে 3G করুন, type Y3G and send to 555 🙂

      @সালমান: ভাই এটাতে কি ফেয়ার ইউসেজ পলিসি আছে? মানে ২৫ জিবি শেষ হবার পরেও কি ইন্টারনেট চলবে নাকি চলবে না। যদি চলে স্পীড কতো জানালে উপকৃত হতাম…

ভাই আমার কি দুখের কথা যে আমার এলাকাই সরবচ্চ স্পিদ ৫ কেবি কি দুখী বাহে

    Level 0

    @Jahid Hasan: আপনার জন্য আমার এই টিউন টি কাজে লাগতে পারে। ভালো করে পরে চেষ্টা করে দেখতে পারেন।
    https://www.techtunes.io/internet/tune-id/250522

আমার এলাকায় থ্রী জি নাই আমি ৩জি তে কনভারট করলে কি ভাল স্পীদ পাবো ?

    @মাহফুজুর রহমান জয় ।: না ।

    Level 0

    @মাহফুজুর রহমান জয় ।: আপনার জন্য আমার এই টিউন টি কাজে লাগতে পারে। ভালো করে পরে চেষ্টা করে দেখতে পারেন।
    https://www.techtunes.io/internet/tune-id/250522

আমি নিজে এই প্যাকেজ ব্যবহার করতাম! স্পীড অনেক সময় উঠানামা করে তার মানে এই না য আপনি 1mbps পাইতেসেন! আমিও এমন অবাক হয়ে যেতাম যে এত স্পীড!!!

না ।

টাইম শেষ হওযার আগে জদি আবার কোন প্যাকেজ কেনা হয় ডেটা কি পরের প্যাকেজের সাথে যোগ হবে

Level 0

@ মানিক একটা আস্ত চিটার । কারন সে এটার পরবর্তী টিইনে কমেন্ট করেছে যে “আমি প্রতারিত ” অথচ সে এখানে নিজেই সত্য স্বীকার করেছে । আসলেই মানিক মিথ্যাবাদি ।