ব্লগস্পটে যেভাবে .Co.CC ডোমেইন সেট করবেন(স্বস্ছ স্ক্রিনসট সহ বিস্তারিত)

ব্লগস্পটে কো.সিসি ডোমাইন নেওয়ার পর বিভিন্ন সমস্যা হয় যেমন:যারা আগে আপনার ব্লগস্পট এড্রেস ব্যবহার করেছিল তারা সেই এড্রেস এই যায়।এরকম বিভিন্ন সমস্যা থেকে মুক্ত পাবার জন্যই আমার এই টিউন।এই টিউন এ আমি আপনাদের দেখবো কিভাবে ব্লগস্পটে কো.সিসি ডোমাইন সেট করা যায় এবং মনে রাখবেন আমার এই নিয়মে আপনারা আগের ভিসিটরদের কো.সিসি তে redirect করা হবে মানে ব্লগস্পট থেকে সেটা redirect হবে কো.সিসি ডোমাইনে।
তো নিচে দেখুন:

প্রথমে কো.সিসি তে সাইন ইন করুন

এবার আপনার ডোমাইনে এ যেয়ে সেট আপ এ ক্লিক করুন

এবার যোন রেকোর্ড এ ক্লিক করুন এবং Host,TLD,Type এর জায়গায় নিজের মতো লিখুন তবে Value এর জায়গায় ghs.google.com লিখতে ভুলবেন না

এবার আপনার ব্লগস্পট একাউন্ট এ গিয়ে লোগ ইন করুন

তারপর Setting এর Publishing এ গিয়ে কোস্টম ডোমাইন এ ক্লিক করুন

এবার Switch to advance setting এ ক্লিক করুন

দেন Your Domain এর জায়গায় কো.সিসি ডোমাইনটি লিখুন নিচের ছবির মতো

এবার ৪৮ ঘন্টা মানে ২ দিন পর আপনার ডোমাইন টি এক্টিভ হবে।

আগের টিউন এ কেউ কেনো জানি কমেন্ট করেন নাই।তবে এবার কিন্তু ভুলবেন না।

_________________________________________________________________________________________

একনজরে আমার সকল ওয়েবসাইট:
আয়ের বিভিন্ন উপায়
পিসি গেম ডাওনলোড ফ্রি

Bye Bye

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 495 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার blog spot এ ট্রাই করব। দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনাকে

Level 0

try করে দেখবো তো। ধন্যবাদ

Level 0

রাফসান ভাই, সহমত তবু ও সংগ্রহে রাখলাম,,,,,,,,ধন্যবাদ।

সবাই এই লিংক এ গেলে কিছু বুঝতে পারবেন http://domain.co.cc/blogger/blogger.php

    স্বপন আমি এখান থেকেই কপি করেছি।আসলে অনেকেই আপনার মত এই লিন্কে যায় না।এটা তাদেরই জন্য।ধইন্যা

রাফসান ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ ।

প্রিয়তে রাখলাম।