একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম-এ সার্ভিস ইনোভেশন ফান্ড এর আওতায় উদ্ভাবনী প্রস্তাব আহবান করা হয়েছে । আপনিও অংশ নিন । আপনার বহুদিনের লালিত স্বপ্ন / আইডিয়া বাস্তবায়ন করুন ।

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো। ভালো থাকাটাই সবসময়রে প্রত্যাশা । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাধ্যমে  প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর উদ্যোগে নতুন নতুন আইডিয়া বাস্তবায়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে ।

২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার “রূপকল্প-২০২১” ঘোঘণা করেছে। এ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন “একসেস টু ইনফরমেশন (এটুআই)” প্রোগ্রাম দেশব্যাপী নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে । দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীসহ সর্বসাধারণ যাতে সহজে, দ্রুত এবং স্বল্প ব্যয়ে সরকারী ও বেসরকারী সেবাসমূহ গ্রহণ করতে পারে  সে লক্ষ্যে “সার্ভিস ইনোভেশন ফান্ড” গঠন করা হয়। এ ফান্ডের মাধ্যমে সারাদেশের যে কোন ব্যক্তি/যে কোন প্রতিষ্ঠান আইসিটি সংশ্লিষ্ট তাদের বিভিন্ন আইডিয়া বাস্তবায়ন করার সুযোগ পেতে পারেন। এ প্রেক্ষিতে সর্বসাধারণের নিকট হতে নতুন নতুন আইডিয়া সম্বলিত প্রকল্প/ প্রস্তাব আহবান করা যাচ্ছে।

যে সব বিষয়ে আইডিয়া সাবমিট করা যাবে-

(ক) দরিদ্র বান্ধব সেবা প্রদান ব্যবস্থা,

(খ) সেবা বিকেন্দ্রীকরণ,

(গ) নারীর ক্ষমতায়ন,

(ঘ) গ্রামীন উন্নয়ন,
(ঙ) পরিবেশ বান্ধব প্রযুক্তি,

(চ) স্বল্প মূল্যের প্রযুক্তি,

(ছ) তথ্যে প্রবেশাধিকার,
(জ) বাংলা ভাষা সহায়ক সফটওয়্যার।
সার্ভিস ইনোভেশন ফান্ড থেকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে যারা অগ্রাধিকার পাবেন-

(ক) সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান,

(খ) গবেষক,

(গ) উন্নয়ন কর্মী,

(ঘ) ছাত্র/ছাত্রী
প্রস্তাবিত প্রকল্পে যে বিষয়গুলো বিবেচ্য-

(ক) সেবা গ্রহণে জনগণের সময় (Time),  (খ) সেবা গ্রহণে জনগনের খরচ (Cost),
(গ) সেবা গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গমনের (Visit) সংখ্যা কমাবে কিবা।
আবেদন করতে হবে http://www.a2i.pmo.gov.bd এ ওয়েব সাইটের মাধ্যমে ।

 

আবেদন করতে চাইলে এখানে ক্লিক করুন ।

 

ইতিপূর্বে আবেদন করে থাকলে নতুন আইডিয়া দিয়ে পুনরায় আবেদন করা যাবে।

আবেদন করার শেষ সময় ৩০ অক্টোবর ২০১৪খ্রিঃ।

সূত্রঃ  এটুআই প্রোগ্রাম,  প্রধানমন্ত্রীর কার্যালয় ।

 

 

সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

আমার ব্লগ      ।।       ফেসবুক পেজ      ।।      ফেসবুকে আমি    ।।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এ মন্তব্য করার কিছু নাই । কারন পূর্বে যে সব কার্যক্রম হাতে নেয়া হয়েছে তার কোন প্রোয়োগ বর্তমানে চালু নাই বললেই চলে প্রায়।

এখানে নিয়োগ করা হয়েছে প্রায় সব অদক্ষ জন বল। এরাই পারে না কম্পিউটার পরিচালনা করতে । আপনি বাংলাদেশ ঘুরে দেখেন দেশের সর্বজায়গায় প্রায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। শুধু আছে একটা দুইটা কম্পিউটার সচল। সেটাও থাকতো না আছে শুধু মাত্র জন্ম নিবন্ধণ বিতরণ জন্য কারণ এর মধ্যে কিছু বানিজ্য আছে। আর অতিরিক্ত টাকা না দিলে আপনাকে ঘুরতে ঘুরতে মাথা নষ্ট । তাই বলি নতুন চিন্তা না করে আগে যেগুলো ছিলো সেটা সচল করলে চলবে।

আইডিয়া দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন- আপনার আইডিয়া নিয়ে কোন কোম্পানীকে দিয়ে কাজটি করিয়ে সেটার ক্রেডিট তারা নিবে না।