এবার পর্নের বিরুদ্ধে সোচ্চার দাদা গুগল

নানা রকম খবর ই দেখতেছি গত মাস কয়েক ধরে। একজন গুগল স্টাফ যখন ঘোষনা দিলেন এবার পর্নের বিরুদ্ধে নামবে গুগল অনেকেই অনেক কিছু ভেবে বসছে। আমি শুরুতে বিশ্বাস করি নি খবর টা, কত রকম গুজব ই শোনা যায়।বিশ্বাস করলাম সয়ং ম্যাটকাট যখন বললেন। ম্যাট কাট গুগলের ওয়েব স্প্যাম টিমের বর্তমান লিডার।

আমি শুরুতে ভাবলাম সবরকম পর্ন সাইট সার্চ রেজাল্ট থেকে দেখানো বন্ধ করে দেবে গুগল।সুধু আমি না, ভেবেছেন অনেকেই। বেশ কটি অফিশিয়াল আর বিশাল পর্ন পোর্টাল ও এই খবর শুনে নড়েচড়ে বসে। তারা নিজেদের প্রাইভেসী পলিসি তে পরিবর্তন ও আনতে শুরু করেন।

কিন্তু আমার মাথায় আসে অন্য একটা কথা। পর্ন এর একটা বিশাল কালেকশন তো গুগল নিজেই। গুগলের ব্লগস্পটে এরকম লাখ লাখ সাইট আছে যার মুল থিম অস্লীল ছবি বা আর্টিকেল। তাহলে আমাদের তো উচিত গুগলের দিকেই শুরুতে আঙ্গুল তোলা। এ নিয়ে দুলাইন লিখবো ও ভাবছিলাম। কিন্তু নাহ, গুগল আমার থেকে আসলেই অনেক বেশী স্মার্ট । এবার গুগল শুরুতে পরিষ্কার করবে নিজেকে।

জী, গুগলের ব্লগস্পটে আর রাখা হবে না এ ধরনের পর্ন সাইট। আমি একটু ভুল বললাম, রাখা হবে না, তা না, পাবলিকালী রাখা হবে না। থাকবে, কিন্তু প্রাইভেট, পাবলিক আর সেগুলো ব্রাউজ করতে পারবে না।

গুগলের সোসাল প্রডাক্ট সাপোর্ট ম্যানেজার জেসিকা পেলেজিও জানালেন ““This week, we announced a change to Blogger’s por-n policy. We’ve had a ton of feedback, in particular about the introduction of a retroactive change (some people have had accounts for 10+ years), but also about the negative impact on individuals who post sexually explicit content to express their identities,”

মানে গুগল অনেক দিন ধরেই এ ধরনের সাইটের বিরুদ্ধে নেগেটিভ ফিডব্যাক পেয়ে আসতেছে , এমন কারো বিরুদ্ধে যারা প্রায় ১০ বছর ধরে ব্লগার ব্যাবহার করছেন । ব্যাবস্থা সবার বিরুদ্ধেই নেয়া হবে।

এর আগে ২০১৩ তে বেশ পপুলার এরকম বেশ কিছু সাইট গুগল ডিরেক্ট ব্যান করে দেয়। এতে খানিক টা ক্লিন হলেও অনেক দিন ধরে তৈরী করা সাইটের সব ডাটা হারিয়ে ক্ষেপে যান অনেকেই। তাই এবার এ ব্যাবস্থা, আপনার সাইট, আপনি দেখেন, আর কেউ দেখবে না। এতে আরেক টা সুযোগ ও থাকবে, ওয়েব মাস্টার রা চাইলে তাদের সাইটের সব ডাটা নিজেদের কাছে রাখতে পারবেন। অন্যখানে মুভ করার সুযোগ ও পাবেন।(এটাচঃ কিভাবে কোন ক্ষতি না করে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মুভ করতে পারবেন)

আমার মতামতঃ আমি বা আমরা যতই বলি না কেনো, পর্ন ইন্টারনেট ব্যাবস্থার একটা অংশ হয়ে গেছে। না হইলে এ ধরনের সাইট গুলো এত হিট কিভাবে পাইতো ? কারা এর ভিজিটর ? আপনার আমার মত ই কেউ। কিন্তু গুগল একটু হলেও ব্যাবস্থা নিচ্ছে এটা অফকোর্স ভালো উদ্দ্যোগ।

একটু কথাঃ এধরনের নিচু মানষীকতার সাইট গুলোর কারনেই গুগলে আজকে আমরা মা,বোন,আপু,খালা লিখে সার্চ দিতে পারি না। ম্যাক্সিমাম ব্লগারে থাকে এই সাইট আর কন্টেন্ট গুলো। থামবে আশা করতেছি এবার।

সৌজন্যেঃ Fajlami.com

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks a lot google

ভাল একটি উদ্যোগ নিয়েছে গুগোল , যারা ব্লগার ব্যবহার করে তাদের ড্যাশবোর্ডে কয়েকদিন আগেই এই নোটিফিকেশন এসেছে।

vaiya amar tuner id ta suddenly TT ban kore dise 🙁 keu amake ektu please help korun. Ami top tuner er vitore achi, tt desk e janiyechi but kono lav hoy nai 🙁

Good job

good jobs Google

ভালো খবর। ধন্যবাদ।

খুব ভাল হবে । আগে ব্লগার সাইট গুলো বন্ধ করা উচিত ।

ভাই আমি আজকে খেয়াল করলাম গুগলডটকম এ পর্নো জিনিসপাতি সার্চ দিলে আহেনা, কিন্তু আমরা কি সহজে ছাইড়া দিমু :p গুগলডটকমডটবিডি তে যাইয়া সার্চ দিয়া কয়ডা ভিডু জিনিসপাতি নামায় লাইলাম 😀

যাইহোক ডটবিডিতে সার্চ দিলে অহনো আহে।

মুর মথ লুল পাবলিক থাকলে জলদি কিছু নামায় রাখেন, ভবিষ্যৎ সম্বল :p