যাদের ল্যাপটপে ওয়াইফাই নাই তারা ইন্টারনেট চালাতে সমস্যা ভুগছেন! (নিয়ে নিন সমাধান) এবার আপনিও পারবেন Android ফোন দিয়ে PC তে ইন্টারনেট ব্যবহার করতে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আমি অনেক ল্যাপটপে সেটআপ দিয়ে দেখি তাদের ল্যাপটপ ওয়াইফাই সাপোর্ট না, কিন্তু তারা চায় ওয়াফাই দিয়ে নেট চালাতে Android ফোন দিয়ে এই সফট এবং Apps দিয়ে আপনি ওয়াফাই ছাড়া ল্যাপটপে Android ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যিনি ল্যাপটপে ওয়াইফাই ছিল না তিনি এখন এই নিয়মে নেট চালায় এভাবে যাদের ওয়াইফাই চলে না বা নষ্ট তাদের জন্য অনেক কাজের আজকের টিউনটি।

তাহলে আসুন শুরু করা যাক আজকের টিউন টি।

প্রথমে এখান থেকে আপনার ল্যাপটপ এর জন্য এবং আপনার Android মোবাইলের জন্য Apps টি ডাউনলোড করে নিন।


তারপর চালু করুন।

আপনার মডেলটি অনুযায়ী সিলেক্ট করে Ok ক্লক করুন।

এবার Skip USB লেখা আসলে আপনার সেটটি কেবল এর সাহায্যে পিসির সাথে সংযুক্ত করুন ।


এবার আপনার উপরের থেকে ডাউনলোড করার Android ফোন এর জন্য apps টি চালু করুন। নিচের মত করে নিন।

তারপর পিসির টা চালু করুন । নিচের মত Connect দিয়ে ইন্টারনেট চালান কোন প্রকার সমস্যা ছাড়া।

ভাল লাগলে টিউমেন্ট করবেন।

আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই

হোসাইন ভাই মিডিয়া ফায়ার এর লিংক নষ্ট ঠিক করেন File Blocked for Violation… ধন্যবাদ এই পোস্টের জন্য

    @হাবিবুর রহমান: আমি এই মাত্র দেখলাম লিংক ঠিক আছে হাবিব @ তোমার ডাউনলোড করতে কোন সমস্যা হচ্ছে দেখে নাও @ ধন্যবাদ টিউমেন্ট এর জন্য @ সাথে থাকুন।

      @হোছাইন আহম্মদ: হোসাইন ভাই আপনার পিসি সফটওয়ার এর লিংক টা ঠিক আছে কিন্তু এন্ড্রইড এর লিংকটা তে এমন মেসেজ আসে, দেখেন একটু প্লিজ .
      File Blocked for Violation.

      The file you requested has been blocked for a violation of our Terms of Service.

      Still have questions, or think we’ve made a mistake? Please contact support for further assistance.

সুন্দর টিউন তবে মোবাইল প্রোগ্রামটা ডাউনলোড করা গেলনা।

vaiv Android link kaj kore na…

আমার তো কাজ করছে বুঝলাম না সমস্যা কি!! তবুও 4shared.com শেয়ারে আপলোড করে দিলাম @ ধন্যবাদ সবাইকে টিউমেন্ট এর জন্য http://www.4shared.com/rar/ZuW80L1jba/PdaNet_Plus_Apk_413_Full_Versi.html?

Level 3

এমন কোন সফটওয়্যার আছে যেটা দিয়ে ওয়াইফাইয়ের স্পিড কন্ট্রোল করা যায়।আমি ল্যাপটপের নেট শেয়ার করি।

android এর লিঙ্ক টাতে problem ঃ The file you requested has been blocked for a violation

আপনার টিউনস অনেক ভালো লাগছে আরো অনেক অনেক টিউনস আশা করছি। হোছাইন ভাইয়া টেকটিউনস এ কিভাবে টিউনস পোষ্ট করবো একটু বলবেন

ধন্যবাদ ভাই

ভাল টিউন করেছেন। কিন্তু এত কিছু করা লাগে না। সকল এন্ড্রয়েড এর সাথে এরকম ডিফল্ট সিস্টেম দেয়া আছে। সেটা করার জন্য মোবাইলটি USB এর মাধ্যমে পিসি/ল্যাপটপে লাগাতে হবে। তারপর Setting > More > Tethering & portable hotspot > এখানে USB tethering টা মার্ক করে দিলেই মোবাইলের ইন্টারনেট পিসি/ল্যাপটপে ব্যবহার করা যায়।

    @অনিক সরকার: হ্যাঁ বুঝলাম:D কিছু কিছু Android এ এই সিস্টেম নেই তখন কি করবেন @ তখন এই সিস্টেম টা কাজে দিবে @ জেনে রাখুন হয়ত কোন এক সময় কাজে দিবে। @ ধন্যবাদ টিউমেন্ট এর জন্য।

ভাই আমার ল্যাপটপে কিভাবে আমি বুঝব আমার ওয়াইভাই আছে। তাছাড়া (এইচ পি প্যাভিলিয়ন জি সিরিজ) এর ল্যাপটপের কি ওয়াইফাই ড্রাইভার সেটআপ দেওয়া লাগবে। আর যদি লাগে সফটওয়্যারটা থাকলে আমাকে দিবেন প্লিজ।

ল্যাপটপ- এইচ পি প্যাভিলিয়ন জি সিরিজ

নতুন ও মৌলিক কিছু দেয়ার চেস্টা করুন,
এই নিয়ে অনেক পোস্ট আছে,,,
http://www.techtunes.io/android/tune-id/247899

http://www.techtunes.io/android/tune-id/189307

http://www.techtunes.io/android/tune-id/172833

কিভাবে এন্ড্রয়েডে ডুয়েল বুটেবল উইন্ডোজ ইন্সটল করা যায়, এই নিয়ে পোস্ট করা গেলে ব্যাপক উপকার হয়।

যারা ল্যাপটপে উইন্ডোজ দেয়ার পর দেখলেন ওয়াইফাই কাজ করেনা, তারা মডেল অনুযায়ী গুগুল সার্চ করে ওয়াইফাই ড্রাইবার ইন্সটল দেন, কাজ করবে,,

Level 2

XP তে কাজ করবে ?????

xp তে হয়না কেন?