দেখে নিন কোন কোন সফটওয়্যার আপনার পিসিতে মেগাবাইট কাটতেছে। তাদের ইন্টারনেট এক্সেস বন্ধ করুন এবং বর্তমান ডাটার আপলোড – ডাউনলোড গতি দেখে নিন মাত্র 4.5 MB এর সফটওয়্যারের সাহায্যে।

বিমমিল্লাহির রাহমানীর রাহীম

প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের আগ্রহের কারণে আজকেই আমি ৩ টি টিউন লিখে ফেললাম। শিরোনাম দেখে হয়তো বিষয়বস্তু বুঝে গেছেন।

আমাদের মাঝের অনেকেই এখনোও ব্রডব্যন্ড ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। আমি নিজেও এর ব্যতিক্রম নই। আমাদেরকে লিমিটেড ডাটা প্যাক কিনে ইন্টারনেট চালাতে হয়। যার ফলে আমাদের প্রতিটি মেগাবাইটের হিসেব রাখতে হয়। পিসিতে ডাটা কানেক্ট দিলেই দেখা যায় যে অনবরত মেগাবাইট কাটছে। কোথা থেকে কোন সফটওয়্যার কাটছে তা আমাদের অজানা থাকে। একটার আপডেট বন্ধ করলে দেখা যায় আরেকটা ডাটা কাটা শুরু করে দিয়েছে। অনেক সময় ফায়ার ওয়ালের বাইরের সফটওয়্যারও ডাটা এক্সেস করে। ফলে খুব তাড়াতাড়িই আমাদের লিমিটেড মেগাবাইট ইন্তেকাল করে থাকে।

আজ আপনাদের মাঝে শেয়ার করবো দারুন একটি সফটওয়্যার। নাম Cucusoft Net Guard .  সাইজ মাত্র ৪.১ মেগাবাইট। পোর্টেবল না হওয়ার যথা নিয়মেই সফটওয়্যারটি ইন্সটল করতে হবে। আগে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি।

Download Now \\ netguard.rar - 4.1 MB

 

এর কাজ হচ্ছে আপনার পিসির মনিটরের ডান কোনার নিচে আপলোড ও ডাউনলোড স্প্রিড দেখাবে। এর উপরে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটি পুরোপুরি ভাবে চালু হবে। নিচের মতো দেখাবে :

এখানে আপনার পিসির নেটের কবে কত টুকু ডাটা ব্যবহার করেছেন তা ছক আকারে দেখাবে। এবার উপরের Net Monitor ট্যাবে ক্লিক করলে নিচের মতো আসবে।

 

এখানে দেখতে পাবেন আপনার পিসিতে কোন কোন সফটওয়্যার ইন্টারনেট এক্সেস করতেছে। কে কতটুকু ডাটা রিসিভ এবং কত টুকু ডাটা সেন্ড করেছে, বর্তমান ডাটা আদান- প্রদানের গতি ইত্যাদি তথ্য। এবার আপনি যে সফটওয়্যারের ডাটা এক্সেস বন্ধ করতে চান, তার উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করুন। সেখান থেকে Kill এ ক্লিক করুন। ব্যস, সেই সফটওয়্যারের ডাটা এক্সেস বন্ধ। এখান থেকে আপনার অনাকাংখিত সফটওয়্যারগুলোকে Kill করে আপনার মূল্যবান ডাটা সাশ্রয় করুন।

উপরের আরো ট্যাবগুলো এডভান্স লেভেলের। সেখানে না যাওয়াই ভালো। এখানে আইপি এড্রেস, পিড, পোর্ট ইত্যাদি তথ্য দেখাবে। শেষের Statements ট্যাব থেকে আপনার ডাটা ব্যবহারের সকল তথ্য পিডিএফ আকারে পিসিতে সংরক্ষণ করতে পারবেন।

শেষ কথা

লেখায় কোন প্রকার ভূল থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর টিউন উপহার দিতে উৎসাহ প্রদান করবে।  আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। ৩-৪ ঘন্টা একটানা লিখার পর কপি পেস্ট করলে পুরো পরিশ্রমটাই বৃথা যায়। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুকে আমি

Level 2

আমি আতিকুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 289 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারণ একজন । প্রযুক্তিকে ভালবাসি, এর জন্য সব কিছুই করতে পারি । জীবনের লক্ষ্য হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছি । জানি না কতটুকু সফল হবো । তবুও সারা দিন রাত চলে আমার লক্ষ্য অর্জনের অবিরন্ত প্রচেষ্ঠা । হয়তো একদিন হবে সফল , নয়তো বিফল । তবুও যতদিন থাকবো, প্রযুক্তিকে ভালোবাসবো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই।

ভাই চুরের কাজ চুরি করা । এখানে অনেক ফোরম সাইটের আডমিন আসে । তারা ত আর আপনার মত ট্যালেন্ট না । তাই তারা আপনাদের মত টিউনারদের লেখা কপি করে নিজের আসন টা ঠিক রাখে । এই আর কি । আর আমার কাজ pdf বানিয়ে সংরক্ষন করা । ব্যাপারটা বুজাইতে পারলাম কি ।

    ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য । টিউন চুরি করলেও টিউনের উৎস দিলও মনে কিছুটা শান্তি আসে । তবে হ্যা আপনি পিডিএফ বানিয়ে সংরক্ষণ করেন জেনে খুশি হলাম । আমিও পিডিও বানিয়ে লেখা সংরক্ষণ করি ।

Level 2

আমি নেটের স্পিড টেস্টের জন্য NetSpeedmonitor সফটয়্যার ব্যবহার করি, তবে আপনারটাও খারাপ না। দেখি ব্যবহার করে।আসুন কপিপোস্ট এর বিরুদ্বে আন্দোলন গড়ে তুলি। কপি পোস্ট কে ঘ্রীনা করি।

    ধন্যবাদ আপনার মতামতের জন্য । এটা ব্যবহার করে দেখতে পারেন । একের ভেতরে অনেক ফাংশন পাবেন । তবে কপি পেস্ট আইন বাংলাদেশে জোরালো করা দরকার

Level 0

hmmm…….

কাজের সফটওয়্যার…………

thanks for sharing……..

Level 0

ভাল রকমের ইনফেকটেড ফাইল… ইনন্সটল করার সাথে সাথে এ্যাডওয়্যার ইনন্সটল হয়ে যায়। ব্রাউজারের অবস্থা ১২ টা। কেউ ডাউনলোড করে বিপদে পড়বেন না…

    আমি তো অনেক দিন যাবৎ ব্যবহার করি । আমার তো কোন সমস্যাই করে না । আপনার অন্য কোন সফটওয়্যার ক্ষতি করে থাকতে পারে ।

thanks ,aro kichoo nia techtunes er sathei thakon

বলার কোন অপেক্ষেই আর রাখে না যে এটি খুব কাজের একটা টিউন। সফটওয়্যার টা কয়েকদিন ব্যবহার করেলই বুঝতে পারবো যে প্রকৃত পক্ষে এটা কতটুকু কাজ করে আশাকরি ভালোই কাজ করবে। আর ভাই পিসিকে ফাস্ট করার যদি কোন ভাল সফটয়্যার থেকে থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করবেন। কারন এটা আমাদের কমন একটা প্রবলেম।

    আরেকটি বিয়ষ আমি যখন মাউস এর রাইট বাটন ক্লিক করে kill অপশন ক্লিক করি তখন আমার status টা stopped না হয়ে ওই সফটওয়্যার টা ওখান থেকে ডিলিট হয়ে যায় বা চলে যায় এই বিষয়টা কেমন একটু জানাবেন।

      এটা কিল করলে আপনার পিসির সেই সফটওয়্যারটির ইন্টারনেট এক্সেস একবারে বন্ধ হয়ে যায় । ফলে লিস্টে থাকে রা