গ্রামিণফোন সিমে ৮৯ টাকায় ১ জিবি ইন্টারনেট।

আচ্ছালামুআলাইকুম।
আশা করি সবাই অাল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও অাল্লাহর রহমতে ভালো আছি।

আজকের টিউন টা করছি তাদের জন্য যারা গ্রামিণফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু কোন প্রকার অফার পায় না তাদের জন্য এক সুবর্ন সুযোগ। মাত্র ৮৯ টাকায় ১ জিবি ইন্টারনেট।

সৌজন্যেঃ

http://www.thebdblog24.com

তাহলে চলুন দেখে নিন মাত্র ৮৯ টাকায় কিভাবে ১ জিবি ইন্টারনেট নিতে পারবেনঃ

১) ১ জিবি গ্রামিণফোন ইন্টারনেটের দাম ৮৯ টাকা +SD+SC+Vat যার জন্য আপনাকে অবশ্যই ৮৯ টাকা + Sd+Sc+ Vat সহ যত টাকা হয় সেই পরিমান টাকা সিমে রাখতে হবে।
২) গ্রামিণফোন ১ জিবি ইন্টারনেট প্যাকটি কিনতে ডায়াল করুন *5000*202#
৩) ১ জিবি ইন্টারনেটের অফার টির মেয়াদ সাত (৭) দিন।
৪) অফারটি পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত চলবে।
৫) অফারটি সকল প্রিপেইড ও টিউনপেইড গ্রাহক রা পাবেন এবং সর্বোচ্চ (১০) দশ বার এই প্যাকটি ক্রয় করতে পারবেন।
৬) ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1*2#
৭) এই অফার টি শুধু মাত্র প্রত্যেক সপ্তাহের শুক্র বার ও শনি বার এ এক্টিভ করা যাবে। সপ্তাহের অন্য কোন দিন এই অফারটি এক্টিভ করতে পারবেন না।

যার প্রেক্ষিতে শুক্র বারের হিসাব অনুযায়ী আজই আপনারা প্যাকটি এক্টিভ করতে পারবেন। তাহলে আর দেরি করছেন কেন জলদি করুন না হলে হাতছাড়া হয়ে যাবে।

কোন প্রকার সমস্যার মুখোমুখি হলে টিউমেন্ট বক্সে জানাবেন।
আমাকে ফেসবুকে ও পেতে পারেন Mahmudul Hasan Manik

আমার সাইট থেকে একটু সময় নিয়ে ঘুরে আসতে পারেন http://www.thebdblog24.com

চাইলে দৈনন্দিন প্রয়োজনের সব রকম টিউটোরিয়াল পেতে পারেন আমার টিউটোরিয়াল কেন্দ্রে

ধন্যবাদ টিউন টি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বড় আমি পোষ্ট করতে পারছি না
Sorry 198.143.44.17, your request cannot be proceeded.
For security reason, it was blocked and logged.

[NinjaFirewall]

If you think that was a mistake, please contact the
webmaster and enclose the following incident ID:

[ #4637305 ]
এই প্রবলেম কি করব