বাড়িয়ে নিন আপনার ইন্টারনেট স্পীড!! গ্রামাঞ্চলেও!! যারা থ্রিজির ছোঁয়া পাই নাই!!

টাইটেল দেখেই বুঝে গেছেন কি বলতে চাচ্ছি। মোদ্দা কোথায় আসি। আমাদের অনেকের বাড়ি গ্রামাঞ্চলে হওয়ায় এখনও থ্রিজির ছোঁয়া পাই নাই। অনেক এলাকায় থ্রিজি থাকলেও পুরোপুরি থ্রিজির স্বাদ পায় না,মানে স্পীড অনেক কম। অনেকেই আছে যারা ঘরের মধ্যে থিজি পান না অথচ বাড়ির ছাদে থ্রিজি পান।

যিনারা এইসব প্রবলেম ফেস করছেন এবং কম্পিউটারে ঘরের মধ্যে ইন্টারনেট চালাতে অনেক প্রবলেমের মধ্যে আছেন শুধুমাত্র তাদের জন্যই মূলত আজকের টিউন।

আপনার টুজি গতিকে থ্রিজি  এবং কম গতিসম্পন্ন থ্রিজিকে বেশি গতি দিতে বানিয়ে নিন একটি স্পীড ইনক্রিজার।এই স্পীড ইনক্রিজার বানাতে বেশি কিছু লাগবে না।

এই স্পীড ইনক্রিজার বানাতে কোকাকোলা বা স্পীড অথবা অন্যান্য সাধারণ পানীয়র তিনটি খালি ক্যান দরকার। দুইটা ছোট কাগজের টুকরা এবং একটুখানি আঠা।এবং এগুলো কাটার জন্য একটা কাঁচি দরকার।

স্পীড ইনক্রিজার তৈরি করার পর তাতে মডেম লাগিয়ে ঘরের মধ্যে অথবা ঘরের বাইরে টাঙ্গিয়ে দিন।মডেমসহ পুরো জিনিসটা একটু ফাঁকা জায়গায় রাখার চেষ্টা করবেন।

অবশ্যই খেয়াল রাখবেন-খালি ক্যানগুলোর ভেতরটা যেন নতুনের মত দেখায়।মানে ভেতরটা যেন চকচকে থাকে।

ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে,দেখে নিন।

Level 0

আমি মোঃ রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভিডিও টিউটোরিয়াল না দিয়ে কষ্ট করে লিখে দিলেয় পারেন
এখানে অনেকেই লিমিটেড নেট ইউস করে।

    ভাই লিখেও তো দিয়েছি।যেকোন জিনিস পড়ার চাইতে দেখে শেখাই বেশি বেটার।আর হা যখন আনলিমিটেড ইউজ করবেন তখন দেখে দিয়েন।

kono upokar hobe bola mona hoina. sudu sudu somay nosto korlan bhai.
amon faltu post na korai valo.

    ভাই কি দেখে আপনি ফালতু পোস্ট মনে করলেন?
    আমি নিজে এইটা ইউজ করি।এবং আমার ক্ষেত্রে ভালো কাজ করে।
    মনে হয় আপনি ট্রাই না করেই ফালতু পোস্ট বললেন।

লগ ইন করতে বাধ্য করালেন ভাই… আপনি যা দেখালেন তা কোন ভাবেই নেটওয়ার্ক বাড়ানোর বা ভাল নেটওয়ার্ক পাবার সাথে কোন সম্পরক নাই। আপনার যে নেটওয়ার্ক বেরেছে তা কিন্তু দেখান নি। ভাল নেটওয়ার্ক পেতে হলে অবশ্যই উপযুক্ত হার্ডওয়্যার থাকতে হয়।। এখানে আপনি শুধু আপনার ভিডিও মার্কেটিং করেছেন মাত্র। আর হাঁ আমি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এ বিষয়ে বিস্তারিত তর্ক করতে চাইলে বলতে পারেন আমি আপনাকে আর ভাল ভাবে বুঝাতে পারব।

হুঃম টিউনার সাহেব টিউন করেছেন নিজের ভিড়িও মার্কেটিং করার জন্য তা বোঝাই যাচ্ছে। তাইদো না লিখে ভিড়িও রাখছে। অাসলেই ফাউল পোষ্ট