Instagram এ আপলোড করুন এবার আপনার কম্পিউটার থেকেই

আসসালামুআলাইকুম,

হ্যালো সুপ্রিয় টেকটিউনস পাঠকগণ আপনারা সবাই কেমন আছে আসাকরি অনেক ভালো। শিরোনাম দেখেই হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কি বিষয়ে টিউন করতে  যাচ্ছি। হ্যা আমার টিউনের আলোচ্য বিষয় হলো Instagram। অনেকেই Instagram ব্যবহার করেন কারণ এতে রয়েছে অনেক মজার মজার সব ফিচার যেমন: Instagram এ্যপের সাহায্যে ফটোতে বিভিন্ন সব ইফেক্ট ব্যবহার করা যায় এছাড়াও Instagram এ ছবি আপলোড দিলে তা ফেসবুক, টুইটার সহ বেশ জনপ্রিয় সব সোস্যার মিডিয়াতে অটো শেয়ার করা যায়।

তাই Instagram সবার কাছেই বেশ প্রিয় কিন্তু দুঃখজনক হল এহা কম্পিউটার ব্যবহারকারিদের জন্য নয় অর্থাৎ আপনি কম্পিউটার ব্রাউজার থেকে Instagram এ ছবি আপলোড করতে পারছেনা এহা কেবল মাত্র Android ব্যবহারকারিদের জন্য আর তাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এটা একটি ছোট্ট ও মজার ট্রিক্স যার মাধ্যমে আপনি সহজেই আপনার কম্পিউটার ব্রাউজার থেকে Instagram এর ছবি আপলোড করতে পারবেন।

এটা Firefox, Chrome দুটো ব্রাউজারেই কাজ করবে।

Chrome ব্যবহারকারিদের জন্যঃ-

প্রথমেই আপনাকে একটা ছোট্ট Browser Extension Install দিতে হবে। নিচের লিংটি থেকে Install দিন।

Extension Link

তারপর Extension Install হয়ে গেল ব্রাউজারটা Android মোডে নিয়ে আসুন ব্যাস এবার আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে http://www.instagram.com visit করুন দেখবেন সেখানে আপলোড দেওয়া অপশন চলে এসছে।

Firefox ব্যবহারকারিদের জন্যও ঠিক একই পদ্ধতি  ব্যবহার করতে হবে। আসাকরি বুঝতে পারবেন।

Extension Link

বিঃদ্র এই ট্রিক টি অত্যান্ত ছোট ও কাজের কিন্তু অনেককেই জানতনা। বুঝতে সমস্যা হলে েটিউমেন্টে জানাবেন। আর যারা ভিডিও টিউটোরিয়ার পছন্দ করেন তাদের জন্য নিচে ইউটিউব লিংক দেওয়া হয়েছে। দয়া করে কেউ বাজে টিউমেন্ট করবেননা  একটা কথা মাথায় রাখবেন, বিষয়টা আপনার জানা থাকতে পারে কিন্তু অনেকেই জানেনা।

Level 0

আমি টেক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার অভিজ্ঞতা বলতে কম্পিউটার হার্ডওয়ার, মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছুটা জ্ঞান অর্জন করেছি এবং আরো ভালেভাবে জানার চেষ্টা করছি আসাকরি এর মধ্য থেকে আপনাদেরকে ভালো ভালো আর্টিকেল উপহার দিতে পারবো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস