ব্রডব্যন্ড লাইন ব্যবহার করেও ফেক ip ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

টেকটিউনসসসে এটা আমার ২য় টিউন। এখন আপনারদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো, কিভাবে আপনার রিয়েল ip ঠিক রেখে আপনি আরো ফেক ip ব্যবহার করবেন। শুধু ফেক ip ই না। আপনি ব্যবহার করতে পারবেন আমেরিকা, লন্ডন, নেদারল্যান্ড এর ip।

 

আমরা সাধারণত অনেকে ব্রডব্যান্ড ব্যবহার করে থাকি। আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে এমন সব সাইটে রেজিস্ট্রেশন করতে হয় যে, সে গুলোতে শুধুমাত্র একটি ip দিয়ে একটি বার রেজিস্ট্রেশন হয়। কিন্তু আপনি আপনার ip দিয়ে সেই সাইটে রেজিস্ট্রেশন করা না সত্যেও কিছু কিছু ক্ষেত্রে এর রকম দেখায়।(This ip is already used) সে ক্ষেত্রে আপনার কিছু করার নেই। কিন্তু আপনাকে সেই সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। আর করতে হলে ip পরিবর্তণ করতে হবে। আর পরিবর্তণ করতে হলে সেই যেতে হবে তাদের কাছে। যাদের কাছ থেকে আপনি আপনার ইন্টারনেট লাইন টি নিয়েছেন। তো এসব কতো জামেলার তাই না।

তো আপনাকে আর সেই জামেলা আর পোহাতে হবে না। এই জামেলা থেকে মুক্তি পেতে হলে নিচের ভিডিও টি এখনই দেখে নিন।

 

আমার ট্রিকটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাথে লাইক, কমান্ট আর শেয়ার করতে ভুলবেন না।

সবাইকে আমার ট্রিকসটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি মিনহাজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস