যেভাবে খুলবেন Dogecoin Wallet

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

কিভাবে ডগেকয়েন ওয়ালেট খুলবেন

Dogecoin কি?

Dogecoin একটি নতুন মজা, এবং ডিজিটাল মুদ্রার দ্রুত বর্ধনশীল ফর্ম. ডিজিটাল মুদ্রার এই ফর্ম "crypto currency" বলা হয়

Bitcoin ব্যতিত বেশ কয়েকটি crypto currency মুদ্রা চালু হয়েছে তার মধ্য একটি হচ্ছে Dogecoin।  বিট কয়েনের জনপ্রিয়তার মত Dogecoin এখনো অনেকটা পিছিয়ে আছে। হয়ত আগামী কয়েক বছরের মধ্যই জনপ্রিয়তার দিকে যাবে।

Dogecoin কয়েন আয়কে কনভাট করে Bitcoin এ- রুপান্তর কিংবা ওয়ালেটে প্রেরন করতে পারবেন।

অথবা কোন কনভার্ট না করে ডগি কয়েন ওয়ালেটে সংরক্ষণ করতে পারবেন। বর্তমানে 1 Doge = 0.0034 USD. সুতরাং বুঝা যাচ্ছে বিট কয়েন মূল্য হইতে  পিছিয়ে আছে।

কিভাবে ডগেকয়েন ওয়ালেট খুলবেন

প্রথমে আপনার একটি Dogecoin ওয়ালেট ঠিকানা লাগবে যেখানে আপনার Dogecoin আয়সমূহ উক্ত সাইটে জমা হবে।

প্রয়োজনে সেখান হইতে কনভার্ট কিংবা উইথড্রসহ যাবতীয় ট্রানজেকশন করতে পারবেন।

আসলে কাজটা হল বিটকয়েন সাইটের ওয়ালেট কয়েনবেইজ ঠিকানার মতই একটি আইডি। উল্লেখ্য Dogecoin আয়সমূহ কোনভাবেই

বিটকয়েন ওয়ালেটে জমা হবেনা কিংবা সেন্ড করা যাবে না।

সুতরাং এর নিজস্ব একটি ওয়ালেট ওপেন করতে হবে। এবং Dogecoin সাইটে কাজ করার পূর্বশর্ত হল Dogecoin ওয়ালেট ঠিকানা।

Dogecoin সাইটের বেশ কয়েকটি ওয়ালেট ঠিকানা আছে।

তার মধ্য জনপ্রিয় হল Dogechaininfo তাহলে এবার দেখিয়ে দিই কিভাবে একটি ওয়ালেট ওপেন করবেন?

 

প্রথমে প্রবেশ করুন এখানে

নিচের মত চিত্র আসবে সেখানে Create Wallet এ-ক্লিক করুন

 

একটি চিত্র আসবে। সেখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড ইনপুট করে Create Wallet এ-ক্লিক করুন।

এই অ্যাড্রেসটা অন্য কোথাও সংরক্ষন করে রাখুন। হারিয়ে গেলে কিন্তু মহা সমস্যা!

 

সতর্কতা:

অপেন ওয়ালেট এ ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড্রেস দিবে সেইটা আপনাকে নোট করে রাখতে হবে। এইটা যদি না থাকে তাহলে আপান আপনার ওয়ালেটে আর লগেন বা ডুকতে পারবেন না।

আপনার মেইলে Dogecoin ওয়ালেটে লগইন করার একটি লিংক যাবে। সুতরাং পাসওয়ার্ডসহ সেটি আপনার ডায়েরী, ইমেইল কিংবা অন্য কোথাও সংরক্ষন করে রাখুন। হারিয়ে গেলে কিন্তু মহা সমস্যা! কোনভাবেই রিকভার করতে পারবেন না। তাছাড়া Dogecoin সাইট ও ওয়ালেটে লগিন করতেও কাজে লাগবে।

 

ব্যাস এবার আপনার Dogecoin ওয়ালেট লগিন করলে নিম্নরুপ চিত্র আসবে। সেখানে আপনার যাবতীয় ট্রানজেকশন জমা ও হিষ্টরি দেখতে পাবেন। ডগিকয়েন ওয়ালেট হইতে আপনার ৩৪ বর্ণের সংখ্যা/ঠিকানাটি নোট প্যাডে/ওয়ার্ডপ্যাডে কপি করে নিন। পরবর্তী ধাপে কাজে লাগাতে হবে।

 

প্রথমে লগেন এ ক্লিক করুন

তারপর আপনার মেইন যেই অ্যাড্রেস টা দিবে সেইটা ‍দিয়ে আপনাকে আপনার ওয়ালেট অপেন করতে হবে।

 

আপনার Dogecoin ওয়ালেট  নিম্নরুপ চিত্র আসবে। সেখানে আপনার যাবতীয় ট্রানজেকশন জমা ও হিষ্টরি দেখতে পাবেন।

বিটকয়েন সাইট থেকে ১০০% পেমেন্ট পাবেন এমন তিনটি সাইট।

কিভাবে Dogecoin ইনকাম করবেন ?

ব্যাস ওয়ালেট তো ওপেন করলেন! এবার ডগি কয়েন ইনকাম করবেন কিভাবে দেখে নিন। ডগি কয়েন সাইটে আয় করার অনেকগুলো সাইট আছে তার মধ্য জনপ্রিয় সাইট হল ডগিকয়েন.ইন। তাহলে সাইনআপ করতে ক্লিক করুন এখানে

১। নিচের মত চিত্র আসবে। সেখানে Email Address, Password, Dogecoin Address টাইপ করে Signup বাটনে ক্লিক করলেই হবে। এবং আপনার মেইলটি চেক করুন। অতপর লগইন করুন।

dogecoin signup 2018

Dogecoin Address এ- আপনার ডগিকয়েন ওয়ালেটের ৩৪ বর্ণের সংখ্যাটি ইনপুট করতে হবে। যাহা প্রথমদিকে ওপের করেছিলেন

এখানে কাজের কৌশল হুবহু বিটকয়েন ইন সাইটের মতই। প্রতি ১ ঘন্টাতে ক্যাপচা পূরন করতে হবে। এবং প্রতি সোমবারে অটোমেটিক পে করে। সুতরাং আর নতুন করে বলার কিছুই নাই। এবার নিজেই যাবতীয় কাজ করতে পারবেন।

ধন্যবাদ

ওয়েব সাইটের বাউন্স রেট কমানোর উপায় কি?

Level 1

আমি মোঃ জুবায়ের মাহমুদ। , Bestearnidea.com, Narsingdi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস