আপনার ব্লগে GOOGLE ADSENSE approve করিয়ে মাসে ১০০০০ ডলারের চেয়েও বেশি আয় করুন

আপনি যদি গুগল ব্লগস্পট ব্লগার তৈরি করে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি Google Adsense কে আপনার ব্লগে approve করান আর নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করুন। Google Adsense কে খুব তাড়াতাড়ি আপনার ব্লগে approve করানোর জন্য নীচে দেওয়া তথ্যগুলো ভালো করুন এবং তারপর সেগুলো আপনার ব্লগে apply করুন।

১. ব্লগস্পট ব্লগার-এ Adsense approve করানোর জন্য প্রথমে আপনার ব্লগের জন্য একটি ভালো ব্লগার theme সিলেক্ট করে সেটিকে আপনার ব্লগে install করুন। কিছু কিছু theme তো adsense ready ও হয়ে থাকে, আপনি just গুগল-এ গিয়ে সার্চ করুন "adsense ready blogger theme" ওখান থেকে ডেমো দেখে যে কোনো একটি theme select করে চটপট আপনার ব্লগে install করে ফেলুন। যদি আপনি না জেনে থাকেন কিভাবে blogger theme install করতে হয়, তাহলে আমাদের "google blogger part-1" ও "google blogger part-2" এই দুটো টিউন দেখতে পারেন। কিছু ভালো ব্লগার theme -এর সাইট দিয়ে দিলাম। একবার গিয়ে দেখুন। আপনার ভালো লাগবেই।

Blogger Templates

https://weblyb.com

https://btemplates.com/

২. কম করে আপনার ব্লগে ৩০-৪০ টা টিউন থাকতে হবে। এবং আপনার ব্লগের ১০, ০০০ view complete হওয়ার পর Adsense -এর জন্য apply করুন। মনে রাখবেন ১০০০০ বার দেখা না হওয়া পর্যন্ত adsense -এর জন্য apply করবেন না, কারন এতে আপনার adsense reject হয়ে যেতে পারে। তাই "কর্ম করে যান ফল আপনার কাছে এসে ধরা দেবে" অর্থাৎ প্রতিদিন আপনার ব্লগে টিউন লিখতে থাকুন।

৩.  ব্লগ কিন্তু কোনো jobs -এর থেকে কম নয়। কারন এখানে আপনাকে একদিনের কাজের ভিত্তিতে টাকা দেওয়া হয় না, আপনাকে regular ব্লগে active থাকতে হবে এবং টিউন লিখতে হবে তাহলে দেখবেন automatic google-এর algorithm আপনার সাইট বা ব্লগকে search engine -এ উপরে তুলে ধরবে। যার ফলে আপনার ব্লগের page views বাড়বে।

৪. Adsense approve করানোর জন্য আপনাকে এই ৫ টি page অবশ্যই আপানার ব্লগে থাকতে হবে। এগুলি হলঃ- privacy policy(https://www.privacypolicygenerator.info/), terms and conditions(https://www.termsandconditionsgenerator.com/), Disclaimer(https://www.disclaimergenerator.net/), cookie policy(https://www.cookiepolicygenerator.com/generator), contact us(https://www.123formbuilder.com/), about us(আপনার ওয়েবসাইট সম্পর্কে লিখুন). নীচে দেওয়া ছবির স্টেপ অনুযায়ী করুন।

নীচে শুধু privacy policy তা দেখানো হলোঃ

ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর ডান পাশের ঘরগুলিতে প্রথমে আপনার কোম্পানির নাম (ওয়েবসাইট নাম), আপনার ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট URL দেওয়ার পর পরের পেজের সব ঘরগুলিতে "yes" -এ টিক দিয়ে next বাটন-এ ক্লিক করুন। পরের পেজে আপনার আপনার দেশকে সিলেক্ট করে আপনার email id দিয়ে "generate my privacy policy" -তে ক্লিক করুন। এবার আপনি "html" -এ গিয়ে সবটাকে কপি করে আপনার ব্লগের "privacy policy" পেজে গিয়ে "html" বাটন-এ ক্লিক করে যা আছে সেগুলো সব ডিলিট করে কপি করা "html" টা পেস্ট করে দিন ওখানে। ব্যস কাজ শেষ। এবার পেজটি "published" করে দিন। এরকমভাবে সব পেজ গুল তৈরি করে published করে দিন। এই সব পেজ গুলো আপনার ব্লগের "header/ footer menu-তে যোগ করে দিন।

 

৫. যখন আপনি google adsense -এর জন্য apply করবেন, তখন সঙ্গে সঙ্গেই google কিন্তু আপনাকে approval দিয়ে দেয় না adsense -এর জন্য। এই সময় google company আপনার ব্লগকে ভালো করে মনিটর করবে। এবং তারা দেখবে আপনার ব্লগে কোনো ভুল আছে কিনা এবং যদি আপনার ব্লগ google adsense -এর সব নিয়ম সঠিকভাবে মেনে চলে তাহলে আপনি সহজেই adsense -এর approval পেয়ে যাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে আপনার ব্লগে তাহলে আপনার ব্লগকে reject করা হবে। এবং কোথায় আপনি ভুল করেছেন সেটা আপনাকে ঠিক করার জন্য বলবে।

বিঃ দ্রঃ - এখানে কোনো affiliate link ব্যবহার করা হয়নি। readers দের সুবিধার জন্য কিছু লিঙ্ক দেওয়া হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে এবং কিছু জানার থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করবেন।

Level 0

আমি south gossip। , kolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস