গুগলের বিকল্প ৫টি সেরা সার্চ ইঞ্জিন

বর্তমানে সবাই জানে যে গুগল আপনার তথ্য সরাসরি সংরক্ষণ করছে ও বিক্রি করে দিচ্ছে। এটি কিছু সময় আপনাকে সুবিধা দিলেও, অনেক সময় অসুবিধা ও সৃষ্টি করতে পারে।

আপনার প্রতিটা সার্চের হিস্টোরি গুগল সংরক্ষণ করে। এবং এটির উপর ভিত্তি করে গুগল পরবর্তীতে আপনাকে ফলাফল প্রদর্শন করে ও বিভিন্ন অ্যাড শো করে।

যারা নিজেদের তথ্য অবাধে গুগলকে বিলিয়ে দিতে অনিচ্ছুক, তাদের জন্য আজকের এই আর্টিকেল।

গুগল সার্চের প্রতিদ্বন্দ্বী :


১. বিং
২. বাইডু
৩. ডাকডাকগো
৪. ইয়ানডেক্স
৫. ইয়াহু

বিং সার্চ ইঞ্জিন :

বিং মাইক্রোসফট এর একটি অংশ।
bing হলো গুগলের সবচেয়ে বড় বিকল্প। জনপ্রিয়তার হিসেবে গুগলের পরেই অবস্থান করছে বিং। গুগলের পরই মানে কাছাকাছি নয়! কারণ গুগল সারা এমনভাবে জনপ্রিয় হয়েছে যে, তার ধারে কাছেও এখন কেউ নেই।

সার্চ ইঞ্জিনে গুগলকে টক্কর দেয়ার জন্যই মাইক্রোসফট বিং তৈরি করে ২০০৯ সালে। তবে সেক্ষেত্রে পুরো সফল হতে না পারলেও সার্চ ইঞ্জিন মার্কটের অল্প কিছু অংশ দখল করে আছে বিং।

নিরাপত্তার ক্ষেত্রে গুগলের সাথে বেশি আলাদা নয় বিং। আপনি যদি শুধু মাত্র গুগল সার্চের কোন বিকল্প চান বা নিরাপত্তা জনিত কোন সমস্যা আপনার না থাকে। তাহলে এটি ব্যবহার করতে পারেন।

বাইডু সার্চ ইঞ্জিন :

বাইডু একটি চীনা সার্চ ইঞ্জিন। বাইডু সার্চ ইঞ্জিন ২০০০ সালের দিকে তৈরি হয় এবং এটি বর্তমানে চীনের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন।

আপনার হয়তো অনেকেই জানেন যে, চীনে গুগল নিষিদ্ধ। ঠিক এই কারণেই চীনে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বাইডু।

এটির সবচেয়ে বিরক্তিকর দিক হলো : এটি সারা বিশ্ব থেকেই ব্রাউজ করা যায়, কিন্তু এটি শুধু চীনা ভাষাতেই উপলব্ধ! এত বড় একটা সার্চ ইঞ্জিন সাইট থেকে এটা আশাকরা যায় না।

ডাকডাকগো সার্চ ইঞ্জিন :

নিরাপত্তার ক্ষেত্রে একচুল ও ছাড় নয়? তাহলে ডাকডাকগো আছে তো!।
ডাকডাকগো লঞ্চ হয় ২০০৮ সালের সেপ্টেম্বরে। এটি তৈরির মূল উদ্দেশ্যই ছিলো এর গ্রাহকদের নিরাপত্তার সাথে তথ্য দেয়া।

বর্তমানে বহুসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ডাকডাকগো ব্যবহার করে থাকে। দিন দিন ডাকডাকগো ব্যবহারকারীর সংখ্যা লাফিয়ে বাড়ছে।
ডাকাডাকগোতে দৈনিক ৬৬ মিলিয়ন সার্চ করা হয়।

ডাকডাকগো আপনার সার্চ হিস্টোরিসহ কোন কিছুই ট্রাক করেনা। আপনার সার্চের হিস্টোরি ব্যবহার করে কোনরকম অ্যাড ও দেখাবেনা ডাকডাকগো।

ইয়ানডেক্স সার্চ ইঞ্জিন :

ইয়ানডেক্স একটি রাশিয়ান সার্চ ইঞ্জিন এবং এটিই রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এটি তৈরি হয় ১৯৯৭ সালে।

২০১০ সালের মে মাসে ভিন্নভাষী ব্যবহারকারীদের জন্য Yandex.com সাইট লঞ্চ করে রাশিয়ান এই টেক জায়ান্ট।

Yandex.ru রাশিয়ার চতুর্থ জনপ্রিয় ওয়েবসাইট। রাশিয়ায় গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইয়ানডেক্স।

ইয়াহু সার্চ ইঞ্জিন :

এক সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এখন তার খারাপ সময় পার করছে। সঠিক সিদ্ধান্তে কম সময়ে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হয়ে উঠেও, কিছু ভুল পদক্ষেপ এর কারণে ইয়াহুকে আজ হিসেব চুকাতে হচ্ছে।

ইয়াহু একটি আমেরিকান সার্চ ইঞ্জিন। ১৯৯৫ সালের ১২ই মার্চ এটি লঞ্চ করা হয়।

বর্তমানে অ্যালেক্সা গ্লোবাল র্যাঙ্কিং এ ১২তম অবস্থানে রয়েছে ইয়াহু ডটকম।
সময় খারাপ হলেও এখনো অনেক ব্যবহারকারী ইয়াহু সার্চ ব্যবহার করেন।

মোটকথা আপনি যদি শুধুমাত্র নিরাপত্তার কারণে গুগল থেকে বের হতে চান, পাশাপাশি মোটামুটি তথ্যবহুল একটি সার্চ ইঞ্জিন দরকার, তাহলে আমার মতে আপনার জন্য ডাকডাকগোই বেস্ট হবে।

কিন্তু, আপনি যদি গুগলের আধিপত্যে বিরক্ত হন, অথবা, ভিন্ন সার্চ ইঞ্জিন এর স্বাদ আস্বাদন করতে চান, তাহলে বিংই আপনার জন্য পারফেক্ট।

এখানেই শেষ করছি।
কষ্টকরে আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো লাগলে আর্টিকেলটি শেয়ার করুন। ভালো থাকুন সুস্থ থাকুন

এমন টিপস ও ট্রিক পেতে ভিজিট করতে পারেন Projukti71.Com  ওয়েবসাইটে

Level 4

আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস