বাংলা ব্লগে এডসেন্স এর বিকল্প কিছু আয়ের পদ্ধতি

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

আপনি যদি বাংলা ব্লগে আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে আপনাকে শুধু এডসেন্স এর বিজ্ঞাপনই দেখাতে হবে এমন কোন কথা নেই। যদি অনেক বড় সংখ্যায় ভিজিটর আপনার ওয়েবসাইটে থাকে তাহলে আরো নানাভাবে আয় করা সম্ভব। আপনার কোন ওয়েবসাইটে যদি এডসেন্স এপ্রুভাল কোন কারণে না পান এবং সেটাতে অনেক ভিজিটর থাকে তাহলে সেই সাইটকে কিছু পদ্ধতিতে মনিটাইজ করতে পারেন-

১. বিকল্প বিজ্ঞাপণ দেখিয়ে

এডহিটজ(ক্লিক অনুযায়ী পেমেন্ট দেয়), মুভি ডাউনলোডের সাইট হলে পপয়াপ(অন্য সাইটে পপ আপ দেখালে ভিজিটর হারাবেন), এফিলিয়েট বিজ্ঞাপণ ইত্যাদির মাধ্যমে আয় করতে পারেন। Anonymous Ads বলে একটি এড আছে, এরা বিটকয়েনে পেমেন্ট দেয়- বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ- ভারতীয় বা, অন্যদেশে বসবাসকারী বাঙালি কেউ যদি এই লেখা পড়ে থাকেন তিনি a-ads এর বিজ্ঞাপণ দেখাতে পারেন। এরা ভিউতে পেমেন্ট দেয়, ক্লিকে দেয় না। Melloads নামে বিটকয়েনের আরেকটা বিজ্ঞাপণ আছে। যখন বাংলা ভাষায় এডসেন্স ছিলো না তখন অনেকে এগুলো ব্যবহার করতো, এখন এডসেন্স এর পলিসি মেনে নেয়াটাই ভালো।

২. এফিলিয়েট মার্কেটিং করে

সারা পৃথিবীতে ব্লগারদের আয়ের প্রধান মাধ্যম কিন্তু এই এফিলিয়েট মার্কেটিং, এডসেন্স নয়। বাংলাদেশে এই ধারাটা গড়ে ওঠে নি, তবে গড়ে উঠবে বলেই আমার ধারণা। হোস্টিং-ডোমেইন বিক্রির সাইটগুলো, দারাজ, বিডিশপ এদের এফিলিয়েট প্রগ্রাম আছে। খুজলে আরো কিছু পেয়ে যাবেন। আর, নতুন ই কমার্স সাইটগুলো সবাই এফিলিয়েট কমিশন দিতে রাজী হবে, আপনি যোগাযোগ করে জোগাড় করে ফেলুন। এমাজন না থাকলেও বাংলাদেশে এফিলিয়েট কমিশন পাওয়া যায়।

৩. সেবা বিক্রি করে

আপনার সাইটে যেহেতু ভিজিটর আছে, আপনি তাদের আগ্রহের জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারেন। অনলাইনে একটি কোর্স চালু করে দিন। যেমনঃ আপনার সাইটের ভিজিটরেরা যদি এস ই ও সম্পর্কে জানতে চায় সেটা নিয়ে কোর্স চালু করুন, যদি গণিত শিখতে চায় সেটা নিয়ে কোর্স চালু করুন। স্বল্পমূল্যে এরকম কোর্স করালে তারাও আগ্রহী হবে।

৪. স্পন্সরড Post বিক্রি করে

টেকটিউনসে কিন্তু এই ধরনের টিউন বিক্রি হয়। জনপ্রিয়তা থাকলে অন্য ব্লগারেরা তাদের সাইটের অথরিটি এবং ভিজিটর পাওয়ার লক্ষ্যে এরকম টিউন করবে। তাতে, আপনারও কিছু আয় হবে বৈকি।

৫. নিজের পণ্য বিক্রি করে

ই কমার্সের একটি জোয়ার চলছে। আপনার পণ্য আপনার সাইটেই বিক্রি করতে পারেন। পাঠকদের জন্য খুব সুন্দরভাবে গুছিয়ে আর্টিকেল লিখুন যাতে তারা এটার প্রতি আগ্রহী হয়। আকর্ষণীয় লেখা পড়ে তাদের মনে বিশ্বাস ও আগ্রহ জন্মাবে আপনার পণ্য কেনার প্রতি।

আপনার ব্লগিং শুভ হোক।

-

সৌজন্যে: লেখালেখির ওয়েবসাইট

Level 0

আমি লেখক ডট মি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস