বাংলাদেশে ইন্টারনেটের গতিতে এগিয়ে আছে এমন প্রথম পচিশটি আই এস পি , ও তাদের ডাউনলোদ স্পিড. [ বাই দা ওয়ে : আপনি কার লাইন চালান ! কেনো চালান.? ]

বাংলাদেশে পারফরমেন্স  এর খাতায় ইন্টারনেটের গতিতে এগিয়ে আছে এমন প্রথম পচিশটি আই এস পি.

internet speed of Bangladesh

সারা বিশ্বের ইন্টারনেট পর্যালোচনায় বাংলাদেশ খারাপ থেকে তৃতীয় অবস্থানে দাড়ায় আছে.
বর্তমানে বাংলাদেশের ডাউনলোদ  স্পিড ০.78mbps দেবার সক্ষমতা আছে .
ঢাকা শহরে  গত মাসের Apr 17, 2011 থেকে May 16, 2011 তারিখ পর্যন্ত  ৪৭,৩৭২ ইউনিক আই-পি আড্রেস এর উপর জরিপ করে নিম্নে কিছু গুরুত্ব পূর্ণ হিসাব দেয়া হলো ..

  • ঢাকা সিটি তে ইন্টারনেট ডাউনলোদ  স্পিড রয়েছে ০.78mbps
  • অপর দিকে upload স্পিড আছে ০.47mbps.

কোয়ালিটি , ভেলু ইন্ডেক্স  , প্রমিস ইন্ডেক্স , আপলোড স্পিড , ডাউনলোদ স্পিড মোট পাচটি মানদন্ড বিবেচনা করে
পারফরমেন্স  এর খাতায় এগিয়ে আছে এমন প্রথম পচিশটি আই এস পি  ও তাদের ডাউনলোদ স্পিড নিম্নে দেয়া হলো.

এখানে আমি শুধু ঢাকা শহরের টা তুলে ধরলাম. gp , banglalink, qubee, banglalion , bttb এগুলা লিস্ট এ অন্তর্ভুক্ত আছে.. যে কোনো জরিপ আরো বিস্তারিত দেখতে  netindex.com এ খোজ করুন.

1 Link3 Technologies Ltd.                                                     4.26 Mbps

2 Is Pros Ltd.                                                                               3.41 Mbps

3 Bangladesh Online Ltd                                                        2.70 Mbps

4 Bdcom Online Limited, Internet S...                              1.71 Mbps

5 Aamra Networks                                                                    1.65 Mbps

6 Dhakacom Limited                                                               1.57 Mbps

7 Internet Access & Telecom Carrie...                             1.43 Mbps

8 Access Telecom                                                                     1.05 Mbps

9 Agni Systems Limited                                                         0.99 Mbps

10 Bttb                                -------------                                     0.97 Mbps

11 Grameen Cybernet                                                              0.83 Mbps

12 Optimax Communication Ltd                                        0.79 Mbps

13 Connectbd Ltd, Internet Service ...                             0.75 Mbps

14 Citech Cybernet Ltd.                                                          0.70 Mbps

15 Qubee Augere Wireless Broadband Bangla...           0.68 Mbps

16 Information Services Network                                      0.64 Mbps

17 Banglalion Wimax                                                               0.60 Mbps

18 Radiant Telecommunications                                        0.59 Mbps

19 Isp In Bangladesh                                                                0.57 Mbps

20 Mango Teleservices, Iig Of Bangl...                              0.56 Mbps

21 Bijoy Online Limited                                                           0.54 Mbps

22 Sirius Broadband (bd) Limited                                       0.43 Mbps

23 Grameenphone Is The Largest Tele...    ----------     0.41 Mbps

24 Aftab It Limited                                                                    0.37 Mbps

25 Banglalink                                     --------------                    0.33 Mbps

আমি 'qubee 512kbps' তে আছি . idm এ 60kBps পাই ., তবে ট্রাফিক হাই থাকলে মাঝে মধ্যে 30kBps এ নেমে পরে.

বাই দা ওয়ে : আপনি কার লাইন চালান  ! কেনো চালান.?


Level 0

আমি dux। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একটেল চালাই। ২৫৬কেবিপিএস (Kbps) অলটাইম।

    Level 0

    ভাই ওটা আপনার মডেম স্পিড, আপনার মডেম সর্বোচ্চ কত গতির ইন্টারনেট(ডাউনলোড+আপলোড) সর্বরাহ করতে পারে তা,

    আসল স্পিড দেখতে চাইলে যে কোনো Bandwidth Meter ডাউনলোড করে দেখুন অথবা,
    কোনো ফাইল ডাউনলোড বা আপলোড দিয়ে তার ডাউনলোড বা আপলোড স্পিডটা দেখুন,

    আমার নিজের অভিজ্ঞতায় AKTEL এ সাধারনত ২৫KBPS এর উপরে যায়না, জিপিতে ৩৫ সর্বোচ্চ।

    Level 0

    হা হা হা আতেল(একটেল) দিবো ২৫৬KB/s d/n u/p আপনি ভাবলেন কেমনে. . . . . লুল

    উনি আসলে 256 Kbps লিখেছেন, মানে 32 KBPS

    Level 0

    rt u r i m also happy with robi internet……its avg d/load speed 28-30 kbps..but in gp its not more than 25 kbps….. then ? now i m using robi internet…..

বাংলালায়ন তো ২ মেগাবিট পার সেকেন্ড দিচ্ছে। আমি .৫এমবিপিএস 😀

গ্রামীনফোন চালায়। যদি বলেন ক্যান তাহলে বলবো মাইঙ্কার চিপায় পইরা।

Same as u DUX

ami bd com chalai…

কিউবি

Level 0

সোনার দেশ……সহমত,

Qubee 512kbps…………..

Banglalion 1Mbps

ISPros এর লাইন ব্যবহার করি। আমার ভাড়া করা অ্যাপার্টমেন্টের যেই মিডিয়া থেকে ডিশের লাইন দেয় তারাই বললো যে ইন্টারনেটের ব্যাবসাও করে। ওদের বলাতে লাইন দিয়ে গেল। পরে দেখি ওরা ISPros এর লাইন দেয়। আমার বাসা থেকে ২০০ মিটারের মধ্যে ISPros এর অফিস। মাসে ৮০০ টাকায় ৩২ কেবি (kBps) লাইনে মাঝে মাঝে ৭০-৮০ স্পীডও পাই। কখনও কখনও কম থাকে তবে ১০ এর নিচে যায় না। তাই স্পীড নিয়ে কমপ্লেন নাই, কিন্তু লোকাল সার্ভিস খারাপ। প্রায়ই ওদের লোকাল সুইচ বন্ধ হয়ে যায়, ফোন করে বললে পরে আবার রিস্টার্ট দেয়। কারেন্ট না থাকলে লাইন থাকে না, ফলে ল্যাপটপ বা নেটবুকে তখন নেট ব্যবহার করা যায় না।

এটা বাংলাদেশে উবুন্টুর লোকাল মিরর হোস্ট করা শুরু করার পর ছেড়ে অন্য লাইন নেয়ার চিন্তা আপাতত বাদ দিয়েছি। বাসা পাল্টালে হয়ত অন্য লাইন নিতে হবে — আপাতত এই নিয়ে কোন পরিকল্পনা নাই।

ধন্যবাদ।

    Level 0

    আপনি ওয়াইম্যাক্স মডেম ব্যবহার করুন।কারন Broadband এর লাইন এ কারেন্ট গেলে কখনই লাইন পাবেন না।

    অসুবিধাগুলো সত্ত্বেও পাল্টাচ্ছি না কয়েকটা কারণে:

    উবুন্টুর মিররের সুবিধাটা আমার কাছে মূল্যবান। কয়েকদিন আগে উবুন্টুর নতুন ভার্সনের ৭০০ মেগাবাইট সিডি ২০ মিনিটের কম সময়ে ডাউনলোড হল! ৫০০ কেবি'র বেশি স্পীড ছিল। আগে এইটা ৪০ মিনিট লাগতো ৩৫০+ কেবি স্পীডে। আর আপডেটগুলো সব ৩৫০+ গতিতে (৩ mbps) পাই।

    আর খরচের ব্যাপারটাও দেখতে হবে। ওয়াইম্যাক্সে খরচ এর চেয়ে বেশি। আর ওটার ইনডোর মডেমের জন্য আলাদা পাওয়ার লাগে – কাজেই কারেন্ট গেলে ইউপিএস দিয়ে চালাতে হবে – এটা অবশ্য একেবারে নেট না থাকার চেয়ে ভাল অবস্থা। নেট ছাড়া একেবারে অচল – এমন অবস্থা হলে (পেশাগত ভাবে বাসার নেটের উপর নির্ভরশীল হলে) এইরকম ব্যবস্থা করতে বাধ্য হতাম। কিন্তু বাসায় আমরা ৯৯% ক্যাজুয়াল ইউজার।

    যদিও মাসে আমার ৩ গিগার বেশি ব্যান্ডউইড্থ লাগে না, তা-ও লিমিটেড প্যাকেজে একটু হাত পা বাঁ‌ধার মত অনুভব হয়। আর আনলিমিটেড প্যাকেজের দাম আমার বর্তমান খরচের চেয়ে অপেক্ষাকৃত বেশি।

    এছাড়া আরেকটা বড় সুবিধা হল, এরা বাসায় এসে বিল নিয়ে যায়। বাসার পাশেই এদের অফিস, তাই এই ব্যাপারটা আরও ফ্লেক্সিবল। তারহীন লাইন নিলে বিল দেয়ার ঝামেলা — এটা একটা বড় অসুবিধা। আমি ২০০ টাকা অতিরিক্ত খরচ করতে রাজি আছি কিন্তু বিল দেয়ার পেইন মাথায় নিতে রাজি না।

    ভাই শামীম, প্রতিদিন ফজর এর নামাজ পরে নেট ওপেন করবেন ৮০ এর উপরে speed পাবেন। আমিও ispros use করি। they are the best…. but মাঝে মাঝে ভাল ঝামেলা করে। লোকাল সমস্যা বেশি। ওদের management এ একটু problem আছে। লোকাল provider দের ভাল service দেয় না।

    ধন্যবাদ।

    Level 2

    আমি যে কারটা ইউজ করি ভুলে গেছি……….তবে স্পীড ২৫৬।মাসে ৪০০ টাকা…..নিজে যাইয়া বিল দিয়া আসি…….লিনাক্সে লাইন দিতে পারেনা…….প্রায়ই তাদের কে ডাইকা আইনা লাইন ঠিক করতে বইলা মজা করি 🙂
    তারা গেলে আবার নিজে ঠিক কইরা নেটে বসি

    একটাই সমস্যা এফটিপি সার্ভিস নাই

    তবে ২৪ ঘণ্টা ব্যাক আপ আছে 🙂 ….সেইরকম অবস্থা……এক লাইন একাধিক আই পি………..আমার লাইনা দাতা আমার এই পোষ্ট পড়লে আমারে বাসায় পিটাইতে আইব :p

    Level 0

    @ mukut. আমাদের এখানে broadband line এ কারেন্ত গেলেও লাইন থাকে।

Level 0

with banglalion 512kbps…….

Level 0

ভাই…দেখলেই কষ্ট লাগে।

আমি বাংলালায়ন ৫১২কেবি এবং ব্রডব্যান্ড ২৫৬ ব্যবহার করি।

banglalion 512kbps

Level 0

GP নিয়ে আপাতত আপনাদের সাথে আছি। ধন্যবাদ।

    জিপিতে সর্বোচ্চ স্পীড পাই কিভাবে?

    Level 0

    গরীব মানুষ তাই ব্রডব্যান্ড 🙁

আগে ব্রডব্যান্ড ১২৮ Kbps ব্যবহার করতাম ডেস্কটপ এ।এখন ল্যাপ্টপের জন্য বাংলালায়ন নিলাম ১ Mbps এর লাইন।আপাতত তিন জিবি দিয়ে মাস চলে যাচ্ছে।

ব্রডব্যান্ড
25KB

ADSL 1 mbps.Well in download and upload also.But use wimax downlaod all right but upload must be low.

Level New

IS Pros. অসাধারণ লাইন। হেড অফিস থেকে আমাদের বাসার লোকাল অফিস পর্যন্ত দুইটা লাইন। তাই নেট ৯৯% সময়ই থাকে। স্পীড যা বলে তাই। ৫১২ kbps লাইন। অভিযোগ করলে সাথে সাথে সয়াধান পাওয়া যায়।

    Level 0

    ভাই আমি এখন Connect BD এর লাইন ইউজ করি। স্পীড ভাল। ডাউনলোড সবসময় ৪৫-৫৫ KB/sec থাকে। রাত এ ৬০KB/sec পাওয়া যায়। ১০০০৳ দেই। কিন্তু আগামী মাস থেকে IS pros এর লাইন নিতে চাচ্ছি, কারন ওদের সার্ভার থেকে ডাউনলোড করা যায় প্রায় ১ mbps বা এর ও বেশি স্পীড এ। এই সম্পর্কে আপনার জানা থাকলে আমাকে বিস্তারিত জানাবেন প্লিজ। আর আপনাকে ৫১২ kbps এর জন্য কত টাকা দিতে হয়???

১৮ কিলোবাইট পার সেকেন্ড। সিটিসেল।

    আমার এলাকায় এইটাই সবচেয়ে হাই স্পীড। তাই বাধ্য হয়ে চালাতে হয়।

Level 0

ভাই আমি কিন্তু জুম ব্যবহার করছি………ভালই আছি………জিপির নিরযাতন হাত থেকে রক্ষা পাচছি 😉

Level 0

ভাই আমি Mazeda Broadband use করি ১২৮ Kbps।১৩ কিলোবাইট পার সেকেন্ড। সার্ভার থেকে ডাউনলোড করা যায় প্রায় ৮ mbps বা এর ও বেশি স্পীড এ।সার্ভার টা ওনেক ভালো।IPL ও dekha jai.

    ভাই, অই সার্ভার দিইয়েই টিকে আছে। service এর ওবস্থা খারাপ।

GP chalaitace.r amar ofice a chalai aamra networks othocho oficerer tin tolai link 3 er office.haire bl 25 a kento bl er fiber optic er kaj to korce link 3

আমি বাংলালায়ন ৫১২

সারা বিশ্বের ইন্টারনেট পর্যালোচনায় বাংলাদেশ খারাপ থেকে তৃতীয় অবস্থানে দাড়ায় আছে.

চিন্তা করেন, এই অবস্থা বাংলাদেশের অথচ আমরা নাকি সাবমেরিন কেবলের মালিক… কি অবস্থা !

সবাই মিলে তথ্য মন্ত্রনালয়ে চিঠি/ এ-মেইল দিচ্ছি।
সকলের সহযোগিতা চাই!

Level 0

আমি BTCL এর ADSL চালাই। ১ mbps. দেশের টাকা দেশেই রাখি…:D

Level 0

আমি ১৮ MB লাইন ইউজ করি। কারণ আমি BD তে থাকি না। আল্লাহ নিরাপদ।

Level 0

@Adl……: Is there any "Transparency International" working in that country?

    Level 0

    GP with 30 kbps Download speed. Our hope to GP…….we will be able to access speed like 200 mbps

বাংলালায়ন ১ এম্বিপিএস

ভাইয়ারা , আমি মোবাইলে নেট ব্যবহার করি। রবিতে dl speed পাই ২৫ kbps। আর জিপিতে পাই ১৫ kbps।

আমি maisha technologies এর লাইন use করি।হাসিব ভাই এর এই টিউন https://www.techtunes.io/internet/tune-id/10409/ থেকে তাদের কথা প্রথম জানতে পারি।৩৫-৪০ কিলোবাইট /সেকেন্ড average ,১০০০ টাকা।অপটিক ফাইবার লাইন।ঝড় বৃষ্টিতে লাইনের সমস্যা হয় না,অনান্য সমস্যা ও খুব কম ।হোস্টেলে ৭ টি লাইন (৭০০-১০০০ টাকা) নেয়ায় তারা ups দিয়েছে।তাই কারেন্ট চলে গেলেও সবসময় লাইন থাকে। mtlbd সার্ভার থেকে ডাউনলোড করা যায় ৫-৮ mbps এ,যদিও content খুবই সামান্য।

    Level 2

    বেশি নিতাছে তো……

    ভাই আমিও মাইশার নেট ব্যবহার করি । আগে ফক্সি না কি যানি ব্যবহার করে ইউটিঊবের HD মুভী দেখা যেত আর ডাউনলোড অনেক বেশি স্প্রীডে হত । কিন্তু এখন দেখা যায় না । আসল ঘটনা কি জানাবেন ?

    Read more: https://www.techtunes.io/internet/tune-id/10409/#ixzz1MpiaJBi3

Level 0

আমি ঢাকার বাহিরে আছি।

৫১২ kbps মাসে ৫০০০ টাকা।

কিছু করার নেই । এই স্পিড না হলে আমি অচল।

isp hack করছি ইচ্ছা মত speed

    Level 2

    mac address ip gateway .dns server সব বলে দেন…..ইউজ করতে মন চায়…….

link technologies
bdt 800/month
speed 128 kbps or 16 KBPS

Level 0

কিউবি ৫১২

তারের ঝামেলা ভালো লাগে না তাই।

Level 0

Link3 768kbps লাইন ইউজ করছি…90+kb/s download স্পিড পাই……online gaming এর জন্য বাংলাদেশে link3 এর বিকল্প নাই 😀

কেউ পারলে জিপির স্পীড বাড়ানোর একটা টিউন কাইরেন। p3 চালাইয়া হারামীরফোনের বাস দিতে চাই।

    বাস?? 😆

    Level 0

    হা হা হা। আমিও বাস দিতে ছাই। 😀

আমি সিটিসেল চালাই ৩০-৩৫ কেবিপিএস দেয়।

Level 0

ভাই একটি সাইট শেয়ার করলাম http://www.mcqexambd.com। এই সাইটিটির মাধ্যমে ৯ম, ১০ম এস.এস.সি এবং এইচ. এস.সি শিক্ষার্থী বন্ধুরা তাদের ঘরে বসে তাদের সিলেবাস অনুযায়ী mcq পরীক্ষা দিতে পারবে। পারলে এই সাইটটি নিয়ে একটি পোস্ট করবেন।

কিউবি ১২৮ স্কাই, সব ইউজারের স্পিড বাড়াইছে আমার বাড়াইলো না 🙁 ১০ মাস ধরে ইউজ করি তবুও
ঢাকায় চরম আন কমন বাসার লোকেশন তাই এটাতে আছি
কেবল লাইন পাওয়ার চান্স ০%, অনেক ফোন করছি সব কোম্পানিকে

ami
asiatel

http://netindex.com/download/allcountries/
১৭২ টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৯, বাংলাদেশের চেয়েও স্লো ইন্টারনেট যে আরো ১৩ টা দেশে আছে এটাই আশ্চর্যের ঘটনা, এই না হলে ডিজিটাল বাংলাদেশ…

Level 0

ami robi…………

বর্তমানে লিঙ্ক থ্রী ৫১২ ব্যবহার করছি ১৪০০ টাকা সুপার ডুপার স্পীড