এবার আনলিমিটেড ফ্রি এস.এম.এস করুন নিজের মোবাইল নম্বর থেকেই !!

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

ইন্টারনেট থেকে ফ্রি এস এম এস করার সাইট এর অভাব নেই কিন্তু তারা এস.এম.এস ফ্রি দেলেও তাদের সাইট থেকে এস, এম, এস করতে ইচ্ছা করেনা  । কারন ওরা এস. এম. এস এর সাথে ওদের সাইট এর এডভারটাইজ এর লিঙ্ক যুক্ত করে দিয়ে থাকে যার ফলে এস. এম .এস এর প্রাপক সহজেই বুঝতে পারে যে এস. এম. এস টি ইন্টারনেট থেকে ফ্রি পাঠানো হয়েছে । আর এসব সাইটে বার বার ঢুকে এস এম এস করতেও ভাল লাগেনা আবার বেশিরভাগ সাইট থেকে মুবাইল দিয়ে এস এম এস করা যায়না। আর এসব সাইট থেকে এস এম এস করলে প্রাপক সহজে বুঝতেও পারেনা যে আপনি তাকে এস এম এস করেছেন কারন আপনার নম্বর তার কাছে দেখাবেনা ।  কিন্ত এখন থেকে আর ফ্রি এস এম এস করতে ফ্রি এস এম এস সাইটে দওরা দওরি করতে হবেনা  , কম্পিউটার থেকেও এস এম এস করতে হবেনা  ।। মুবাইল দিয়ে ই করবেন তাও আবার কোন সাইটে প্রবেশ না করেই একটা ইন্সটেন্ট এস এম এস মেসেঞ্জার দিয়ে প্রতিদিন ১০ টি করে একটি ID দিয়ে এবং এখন থেকে আপনার প্রিয় নম্বরটিই সেন্ডার নম্বর হিসেবে প্রাপক এর কাছে যাবে । সফটওয়ারটির নাম "বিনু এস এম এস সেন্ডার" । এটি ডাওনলোড এবং ইন্সটল করার প্রক্রিয়া অনেক সহজ তাই ওসব নিয়ে আমার কিছু বলে দিতে হবেনা আপনি নিজেই পারবেন ।

তাহলে মনে হয় এখন আপনার মনে প্রশ্ন হল ১০ টি করে প্রতিদিন হলে আনলিমিটেড কিভাবে ? হা আনলিমিটেড ই । আপনি আপনার মুবাইল নম্বর দিয়ে একবার একাওন্ট করে করে ১০ টি  এস এম এস পাটাতে পারবেন তাই নিশ্চই আপনার সিম একটি নয় যদি আপনি বাংলাদেশের নাগরীক হন । তাইনা ? আর যদি সিম একটিই থাকে তাহলেও কোন সমস্যা নেই আপনি মেসেঞ্জার এর menu তে গিয়ে Account এ যান । তারপর আবার মেনুতে গেলেই পেয়ে জাবেন account delete . আপনার ১০ টি এস এম এস সেশ হয়ে গেলে একাওন্ট ডিলিট করে দিন এবং আবার একাওন্ট বানান । আর একাওন্ট বানাতে হলে অন্যান্য একাওন্ট এর মত এত ঝামেলা করে বানাতে হবেনা । শুধু মাত্র আপনার ইউজারনেম ও মোবাইল নম্বর দিলেই হবে যেটি দিয়ে আপনি লগিন করবেন । এভাবেই আনলিমিটেড এস এম এস পাঠান একদম ফ্রি icon biggrin এবার আনলিমিটেড ফ্রি এস.এম.এস করুন নিজের মোবাইল নম্বর থেকে !!

তাহলে আর দেরি করে কি লাভ ?  সুরু করে দিন নিজের নম্বর থেকে ফ্রি এস এম এস করা

সরাসরি  মুবাইল দিয়ে  http://developer.binu.com/dc/1/binu_v.jad এখানে ক্লিক করে ইন্সটল করুন । অথবা http://m.binu.com/ অথবা  http://www.binu.com/sms/ এখানে গিয়ে আপনার মুবাইলের জন্য উপযোগী সফটওয়ারটি ডাওনলোড করুন। ডাওনলোড করে ইউজার নেম দিন আর আপনার মুবাইল ভেরিফাইড করুন মুবাইলে প্রদত্ত পিন কোড নম্বর দিয়ে ।

আশা করি আপনাদের ভাল লাগবে । আর এটি অনেকেই হয়ত আগে থেকে জানেন । যারা না জানেন এখনো তাদের উপকার হবে মনে করে টিউনটি করলাম । ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন ।  ভাল থাকবেন ।

বোনাস !!

বোনাস হিসেবে আরেকটি তথ্য শেয়ার করছি । যারা অনলাইলে টাকা কামানোর চেস্টায় আছেন বা কামাচ্ছেন তারা হয়ত বেশির ভাগই নিজেদের কস্ট করে আয় করা ডলারকে এখনো নিজের চোখে দেখতে পারেনি বা হাত দিয়ে স্পর্স করতে পারেনি । কিন্ত আপনি আপনার প্রতিদিনের অবসর সময় টুকুতে যদি খুব সহজ ও মজার ৪ টি কুইজ এর সঠিক উত্তর দিয়ে মুবাইলে ফ্লেকজি লোড পান তাহলে কেমন হবে বেপার টা ? হয়ত মন্দ হবেনা  । তাহলে এখনই রেজিস্ট্রেশন করে কুইজে অংশ নিতে এখানে যান http://bit.ly/kIHUlX

আর আরও ভাল  ভাবে জানতে ওদের ফেইজবুক ফেন পেইজে জয়েন করতে পারেন এখানে http://www.facebook.com/Tkquiz

খোদা হাফেজ !

Level 0

আমি পাগল রাজপুত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফয়সাল আহমেদ প্রিন্স । প্রযুক্তি বিষয়ে খুব আগ্রহ তাই এক সাইট থেকে আরেক সাইটে ঘুরে বেড়াই প্রযুক্তি পিপাসু পাখি হয়ে । নিজের সম্মন্ধে বলার আর কিছু নেই । ইংরেজিতে একটা কথা আছে The person who like me Doesn't need it, And the person who dislikes me Wont believe it...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে http://www.mediafire.com/?sunm9u0dtcujyow

শেয়ার করার জন্য ধন্যবাদ, আমি অনেক আগে থেকে ব্যবহার করছি

Thanks to share

প্রতি কুইজে কত টাকা দেয়?
আমি কিন্তু আপনার রেফারাল হয়েছি… শুধু আমার পেমেন্ট প্রসেসিং টা বাতলে দিন…

কুইজে অংশগ্রহন করতে আর মোবাইলে পেমেন্ট পেতে এখান থেকে রেজিস্ট্রেশন করুন http://bit.ly/kIHUlX

Download detace

Afcoch amar mopile 150kb er oupore file dowload hoena

Level New

চমৎকার টিউন।

bedesh sms kora jaba?

    অবশ্যই ভাই । মোটামুটি প্রিথীবির সব যাগাতেই এস এম এস করা যায় এটা দিয়ে সবচেয়ে দ্রুত । ধন্যবাদ

ভাই, সর্ব প্রথম আমি কমেন্ট করছিলাম, এখন দেখি সেটা নাই 🙁

    তাই নাকি ? কি কমেন্ট করেছিলেন ভাই ? এতে আমার কোন হাত নেই তাই এবাপারে কিছু বলতে পারছিনা ভাইয়া । আমি টিউনটি করার পর কারেন্ট চেলে যায় তাই অনেকক্ষন টিটি তে আসতে পারিনি। কস্ট করে যদি আবার কমেন্ট করতেন তাহলে ভাল হত !

ভাই,আপনি বললেন কোন রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই এসএমএস করা যায়। একাউন্ট কি যাদু দিয়ে খুলবে?? একাউন্ট খুলতে অবশ্যই নেট লাগে। বর্তমানে একটি SMS পাঠাতে ৫০পয়সা লাগে। আপনি যে পদ্ধতি বললেন তাতে খরচ আরও বেশী । আমি এই মাএ ট্রাই করেছি।

    আমার টিউন এর কোথায় আমি বলেছি ইন্টারনেট কানেকশান ছড়াই SMS করতে পারবেন একটু বলবেন দয়া করে ? আমি বলেছি ইন্টারনেটে বিভিন্ন সাইটে দওড়া দওরি করতে হবেনা একটা ইন্সটেন্ট মেসেঞ্জার দিয়ে করতে হবে । তারমানে কি এই যে ইন্সটেন্ট মেসেঞ্জার ইন্টারনেট ছারা SMS প্রদানে সক্ষম ? ইন্টারনেট ছারা যে মেসেঞ্জার চলবেনা তা তো আপনার বুঝা উচিত ছিল ।
    ইয়াহুতে চেট করতে হলে যেমন মেসেঞ্জার থাকার কারনে আর ইয়াহুর সাইটে প্রবেশ না করেই চেট করা যায় মেসেঙ্গার চালু করে এটা এরকম ই । এখন হয়ত বুঝতে সমস্যা হবেনা কারন ইয়াহু মেসেঞ্জার ইন্টারনেট ছারা চলতে অক্ষম । ধন্যবাদ

Level New

ভাই আমি সৌদি থাকি । সৌদি নাম্বার থেকে কি এসএমএস করা যাবে।

    হা যতটুকু ধারণা ১০০% করা যাওয়ার কথা । আপনি আপনার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন । মোবাইল নম্বরটির ফরমেট হবে এভাবে +966*******

    Level New

    ধন্যবাদ জানানো জন্য।

    আপনাকেও ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য

ধন্যবাদ শেয়ার করার জন্য

ধন্যবাদ ভাই, জটিল একটা সফ্টওয়ার । একটা আইডি থেকে শুধু 10 টা এস,এম,এস পাবো ? নাকি ডেইলি 10 টা দিবে ? ওইখানে লেখা দেখলাম যে, 6 msg left today.

    প্রতিদিন ১০ টি করে পাবেন । আপনি ৪ টি এস এম এস পাটিয়ে ফেলেছেন তাই ওখানে লেখা ৬ এস এম এস লেফট

খাজনার চেয়ে বাজনা বেশি

রাজপুত্রকে ধন্যবাদ। তবে এটা উল্লেখ করা প্রয়োজন যে ফ্রি মনে হলেও আসলে ফ্রি নয়! এই প্রোগ্রামে একবার ঢুকে একটি এসএমএস করতে 37কেবি ডেটা খরচ হয়। সবচেয়ে কম(1.5ps/kb) ধরলেও 62 পয়সা খরচ হবে। যাদের প্রতি কেবি 2 পয়সা তাদের লাগবে প্রায় 85 পয়সা যা একেবারে কম নয়; ফ্রি ত নয়ই। একবার ঢুকে একাধিক মেসেজ পাঠালে হয়ত গড়ে কম পড়বে।

আমার হিসেব ডিফল্ট ইন্টারনেট প্যাকেজ ধরে করলাম কারণ সবার এটাই থাকে। প্যাকেজ কম মানুষেই ব্যবহার করে।

আপনার লেখা ভাল তবে বানানের দিকে আরেকটু যত্নশীল হবেন,কারণ বানান ভুল একটি ভাল লেখার মান অনেক কমিয়ে দেয়, ধন্যবাদ।

**আবার কিছু মনে করবেননা যেন।

Level 0

hey my all TT bro……!! pls help!!!

আমি windows xp/sp2 ব্যবহার করি । .jad ফাইল চালু করার জন্য java6 ইনিস্টল করেছি । ফাইলটি চালু করতে পারছি না। ঠিক কোন সফটয়্যারটি ইনিস্টল করলে ফাইলটি চালু করতে পারবো ? জানাবেন।সবাইকে ধন্যবাদ।।

Accoun delete kore ekhono ki unlimited sms paoa jai. Please ektu dekhen.