প্রসঙ্গ‍ঃ নেট থেকে আয় capta/data entry কিছু অজানা তথ্য ও আমার অভিজ্ঞতা

আমি আজ বলব অনলাইনে capta entry/data entry job নিয়ে আমার অভিজ্ঞতা, ও কিছু অজানা তথ্য। এটা আসলে ফয়সাল ভাইয়ের আরেকটি টিউন দেখে করা।

getafreelancer থেকে আমিও কাজ নিয়েছিলাম। আমি কয়েকদিন চেষ্টা করেছিলাম তবে ফলাফল উৎসাহব্যঞ্জক নয়। আমি রাধিকা নামে ভারতের অন্ধ্রপ্রদেশের এক জনের কাছ থেকে কাজ নিয়েছিলাম। আমাকে পেপালে পে করবে বলে। জানি ঝামেলা তবু প্রথম বলে চেষ্টা করেছিলাম, যার জন্য আজ লিখতে পারছি। রেট .$80/1000, একই রেট। তবে কিছুক্ষণ পরই উৎসাহ হারিয়েছি; কারনগুলো পয়েন্ট আকারে বলছ।

বিপক্ষ যুক্তিঃ

  • 1. টাকার অঙ্ক খুবই কম। একেবারেই পোষায়না।
  • 2. বাংলাদেশের বিদ্যুতের যে অবস্থা! আপনি কাজইত করতে পারবেন না।
  • 3. কাজটা সহজ কিন্তু খুবই বোরিং।
  • 4. রাতের বেলা রেগুলার আসে কিন্তু দিনের বেলা কয়েকটা এন্ট্রির পরে হতে পারে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। মানে সময় নষ্ট।

বি.দ্র. আমি রাধিকাকে প্রশ্ন কেরছিলাম এই কাজে মানবজাতির কি লাভ হবে? কারন আমি কোন কাজে হাত দেয়ার আগে জানতে চাই এর উদ্দেশ্য কি। সে জবাব দেয়নি, এড়িয়ে গেছে। তবে আমার মনে হয় ভাল কোন কাজ হয় না। কারন Capta বা এইযে ছবির কোড আমরা বিভিন্ন সময়ে লিখি বিভিন্ন সাইটে, তার একটা উদ্দেশ্য হল স্প্যাম প্রতিরোধ করা। কারন এই ছবির কোড কোন বট বা সফটওয়্যার পড়তে পারেনা। কিছু খারাপ লোক এই কোডগুলো আমাদের দিয়ে অল্প পয়সায় ডেটাএন্ট্রির নামে করিয়ে নিয়ে কোন খারাপ উদ্দেশ্য হাসিল করছে, ডেফিনিটলি।

উদাহরন স্বরুপ ধরেন আমি একটি প্রোগ্রাম লিখলাম যেটি যেকোন সাইটে একাউন্ট খুলতে পারে, রেজিস্ট্রেশনে গিয়ে। আমাপ প্রোগ্রামটি সবই পুরন করতে পারে কিনতু পারেনা শুধু ছবির কোড, তখন এটি তা আমার কাছে পাঠিযে দেয়, আমি তা পুরণ করি তাদিয়ে সে একাউন্ট খোলে ও স্প্যাম কমেন্ট দেয় বা অন্য কিছু করে। এই হল ক্যাপচা রহস্য।

উৎসাহঃ

  • 1. অনেকে করে। বিদেশেও। নাই মামার গল্প....। কিছুত পাব।
  • 2. একটা টিম নিয়ে কাজ করতে হবে। যারা করে তারা এভাবেই করে। আমি দেখেছি।
  • 3. হয়ত এই কাজে আপনার নেটের বিল হত্ও পারে। মাছের তেলে মাছ ভাজা ‍আরকি।
  • 4. যাদের বাসায় নেট আছে তারা চেষ্টা করতে পারেন।

সবাইকে ধন্যবাদ

পুনশ্চঃ আমি কারো মনে আঘাত দেয়ার জন্য এই টিউন দেইনি জাস্ট একটু শেয়ার করলাম। আপনারা কাজ করেন, আমার উৎসাহ থাকল। আসল কথা হল বিদেশ থেকে দুটো টাকা এলে আমাদেরই লাভ। যার চেষ্ট‍া আমিও করি। শাকিল ভাই বস। উনি অনেক কষ্ট করেন।

***** বিজ্ঞাপন *****

ভাই আরেকটু বলি, কেউ কি এডক্লিকের/bux সাইটে কিছু আয় করেন? বা জানেন? বা করতে চান? আমি $5 পেয়েছি Alertpay তে। আর কিছু হলে একটা ডোমেইন কিনব। এটা নিয়ে এখন গবেষনা চলছে আমার। কেউ কি মাস্টার আছেন?আমাক মেইল করতে পারেন, alokbiz এট yahoo.com এই ই-মেইলে। ধন্যবাদ।

***** বিজ্ঞাপন *****

অবশেষে একটি স্লোগানঃ ”বৈদেশিক মুদ্রা আয় করুন, দেশের জন্য কাজ করুন।” কারন ওদের অনেক আছে, আমাদের নেই কিছুই।আপনাদের মতামত দিন।

Level 0

আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

”বৈদেশিক মুদ্রা আয় করুন, দেশের জন্য কাজ করুন।” কারন ওদের অনেক আছে, আমাদের নেই কিছুই।”

-দারুন

ধন্যবাদ আপনাকে, আশাকরি সবার উপকার হবে।

Shakil bhai for multiboot dvd please see this link:

http://forum.esoft.in/operating-system/52001-windows-deluxe-edition-v-1-0-multi-bootable-dvd-april-2009-a.html

I want to create same as one. Plz help me, boss.

sorry this is not for you.

আপনার কয়েকটি বিষয়ের সাথে আমি একমত হতে পারলাম না। আর আমি অনেক কষ্ট করি না যদি অনেক কষ্ট করতাম তাহলে হাজার হাজার ডলার ইনকাম করতে পারতাম। আমি এসবের পেছনে একেবারেই সময় দেই না এমনিতেই মাসে $400-500 আসে। এছাড়া Bux গুলোর টাকা পাবার সম্ভাবনা খুবই কম।

আমি ফয়সল ভাই এর টিউনে আগেই বলেছিলাম capta entry/data entry job করা সম্পর্কে………।আর paid to click….যে $ দেয় ১ বছরে 100$ হতে পারে……..অ্যাকটিভ রেফারেল থাকলে ভাল আয় হতে পারে।
সবচেয়ে ভাল হয় আমাদের একটা প্ল্যান তৈরি করে এগিয়ে যাওয়া।ধরুন আপনি ঠিক করলেন আগামী ১ বছর পর আপনি adsense থেকে প্রতি মাসে 100 বা 200 $ আয় করবেন …..এজন্য এ সময়টুকুতে seo…..ইত্যাদি ভালো ভাবে শিখে নিবেন।তারপর দেখবেন আপনি ঠিকই ভালো আয় করতে পারছেন।
আর একটা বিষয় ,আপনি ভাবুন গত ১ মাস যতগুলো ওয়েব সাইট ঘুরেছেন, আপনি কয়টি ক্লিক করেছেন “ads by google” এ।
সুতরাং,অন্যের ক্লিকের উপর নির্ভর না করে….আমাদের উচিত বিভিন্ন বিষয়ে পড়ে,কোর্স করে,বা অনলাইন হতে শিখে ফ্রিল্যান্সার কাজগুলো করা।(বক্তৃতা দিয়ে ফেললাম।মাফ করবেন।অলসের দলে কিন্তু আমিও।)ধন্যবাদ অলোক মিস্ত্রী ভাই।শুভ কামনা রইল।

Level 0

শাকিল ভাই আপনার [email protected] এ আমি ই-মেইল করেছি।একটা সাহায্য চাই।

Level New

মমর্র ভাই এর সাথে আমি এক মত। এর পরো যারা আমার মত প্রথম অবস্তায় বা বুঝতে কষ্ট হয় তাদের জন্য ডাটা এন্ট্রি বা এডক্লিকের কাজই যতেষ্ট মনে করা হয়। তবে এডক্লিকের টাকা এর বিষয়ে অনেকের মতবিরোধ রয়েছে। কারন এই পযর্ন্ত কেউ স্পষ্ট ভাবে টিকটিউনস এ এডক্লিক এর বিষয়ে টিউন করেন নাই। আর যারা করেছেন তারা টাকা হাতে না পেয়ে টিউন করেছেন। যার জন্য অনেক খারাপ মন্তব্য শুনতে হয়েছে। আর এরই সূত্র ধরে আমি আলোক মিস্ত্রি ভাই-কে বলতে চাই যে, আপনি যদি bux এর কেন সাইট থেকে Aleartpay তে ডলার পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আপনি একটি টিউন করুন স্পষ্ট ভাবে। তবে আমি কাউ-কে আঘাত করার জন্য এই মন্তব্য করিনি।

Level 0

Bai Faisal bai ar tune duka gelo na to.

Level 0

Doia kore apni bolun kibabe capta ar maddome taka auy korbo ta bolun.

ধন্যবাদ।

আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনদের কমেন্ট উৎসাহ দেয়। ফ্রিল্যান্সিং ভাল, এদেশের অনেকে আয়ও করে, তবে ভাল কাজ জানতে হয়। আর বিড পাওয়াও কঠিন। তবে লেগে থাকলে সফল্য আসবেই।

তবে আমার কথাটা হচ্ছে অ্যাডসেন্সে লেগে থাকলে, বুদ্ধি খাটিয়ে কন্টেন্ট বানালে, এসইও করলে সাফল্য আসবে, বেশ টাকাও পাবেন।

তবে ডেস্ক-এ বসে অন্য কাজ করার সাথে সাথে যদি সামান্য দুটো এ্যাড এ ক্লিক করে দুটো পয়সা পাওয়া যায় তবে ক্ষতি টা কেথায়? তাছাড়া মজাও আছে রেফারালের খেলায়। আমি দুটি এমন সাইট থেকে টাকা এলার্ট পে তে পেয়েছি। যদিও পরিমানসামান্য। চাইলে আমি অবশ্যই জানাব। আর হ্যা আমি সবসময় রেফারাল লিংক ব্যবহার করব আগেই বলছি। কারন আমার কাছ থেকে কেউ যদি এক টাকা কামানোর বুদ্ধি পান তবে আমার দুপয়সা ইনকাম হলে নিশ্চই কারও আপত্তি নেই? তাই না।

পি.টি.সি এর ওপর আমার টিউন আসছে। অপেক্ষা করুন। অলোক যা বলে তা করে; “অলোক কারো উপকার না করলেও ক্ষতি করে না”- এটা আমার স্লোগান।

ধন্রবাদ সবাইকে। ইমেইল- alokbiz at yahoo.com চাইলে আমাকে মেইলও করতে পারেন । ঠকবেন না। ধন্যবাদ।।।

“অলোক কারো উপকার না করলেও ক্ষতি করে না”
স্লোগানটা ভালো লাগলো অলোক ভাই।ধন্যবাদ।

Level 0

http://www.spaceptc.com/index.php?ref=okbmamun .. a ta theke ami 3$ paesi.
http://www.cashnhits.com/index.php?ref=okbmamun…a ta theke 2$ peasi.
http://www.cashcamel.net/index.php?ref=okbmamun …..e ta theke ami 2$ peasi.
ar shob cheye boro kotha holo eta 24 ghonta te taka pathai.

Level 0

microworkers a forum ar kaj kora jaitecha na karon forum pawa jay na. forum pawa gelao post delete hoye jay please ai shomporka kishu bolun.

ক্যাপচা’র কাজগুলো দেখে আসছি ২০০৯ সাল থেকেই। যদিও কখনো করিনি। কিন্তু উদ্দেশ্যটা বুঝতামনা। আজ জানলাম।

অলোক, ধন্যবাদ আপনাকে।

Level New

AKDOM FAKE 1TA SITE…