ফেসবুক থেকে কোরআন হাদিস পড়ুন, শুনুন, জানুন

সবাইকে আস্‌সালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি প্রত্যাশা মত আপনারা সবাই ভালোই আছেন।

প্রথমেই টেকটিউনস্‌ বলছি, একই বিষয়ের উপর আমি একটি টিউন করেছিলাম এবং টিউনটির করায় আমি বেশ কিছু পজেটিভ মন্তব্য পায়, তারপরেও আমার টিউনটি কয়েক ঘন্টা পর টেকটিউনস্‌ কর্তৃপক্ষ ডিলিট করে দেয়। টিউনটি পাঠকদের ভালোলাগলেও জানিনা কেন সেটা ডিলিট করা হলো, যদি এমনই হয় তাহলেতো আর টিউন করার আগ্রহ হারিয়ে যাবে।

“হযরত ওসমান (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে। (বুখারী)”

তাই এরই লক্ষে ফেসবুকে একটি নতুন পেজ চালু হয়েছে। যার নাম “Salsabil (সালসাবিল) ” । এই পেজের মাধ্যমে আপনি প্রতিনিয়ত কোরআন-হাদিসের বাণী জানতে ও শিখতে পারবেন। এছাড়া কোরআন রেডিও। যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিখ্যাত ক্বারী ও আলেমদের তেলওয়ান শুনতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও কোরআন পড়তে পারবেন, এমনকি বিশ্বের বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ ও তফসীর পড়তে পারবেন এই পেজ থেকে।

আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন  “ Salsabil (সালসাবিল) এবং Like বাটনে ক্লিক করুন।

Level 0

আমি MOON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভালো লাইক করে নিলাম।ধন্যবাদ

Level 0

ইসলামকে সবার কাছে তুলে ধরার জন্য তো এরকমই টিউন চাই। আমাদের আরো এরকম টিউন করতে হবে যাতে সবাই ইসলামকে বুঝতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি।

Level 0

ধন্যবাদ সবাইকে। সত্যের বাণী পৌছে দিতে আপনাদের সহযোগীতা কামনা করি, সবাই সবার বন্ধুদেরও আমন্ত্রণ জানান এই পেজে। আশাকরি আমরা সবাই এই ভালো কাজের সওয়াবের অংশীদার হতে পারবো।

ধন্যবাদ।

Who is allah and what is quran? Islamer gusti kilai

    Neon Iftieaq আপনার এত বড় স্পর্ধা! আপনি মন্তব্য করতে না জানলে মন্তব্য দেখে শিখুন। তারপর মন্তব্য করুন।
    বেয়াদবের মত আবোল তাবোল বকার জায়গা টিটি না।
    এডমিনের দৃষ্টি আকর্ষন করছি।

    Neon Iftieaq কে টিটি থেকে ব্যান করা হোক । এবং তার আইপি সকলকে জানিয়ে দেয়া হোক ।

    Level 0

    আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। [সূরা আল ইমরান:০২]

    তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময়। [সূরা আল ইমরান:০৬]

    আর যে, আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে অথবা তাঁর নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তার চাইতে বড় জালেম কে? নিশ্চয় জালেমরা সফলকাম হবে না। [সূরা আল আন-আম]

    Neon Iftieaq কে বলছি, বেয়াদবের মত কথা না বলে শালিনতা শিখুন, সেটা আপনার জন্যই মঙ্গল বয়ে আনবে।

    Level 0

    কোনো ধর্মকে সরাসরি গালি দিবেন না।আমরা মুস্লিম হয়ে তো ওন্য ধর্ম কে গালি দেইনা।কারন এটা করা নিষেধ।

    আল্লাহ আপনাকে হেদায়াত দান করুন।আমরা সবাই আল্লাহ তায়ালার কাছে দোয়া করি ,ইসলাম কে জানুন।শিখুন।বুঝুন।এবং ইসলাম ধর্ম গ্রহন করুন।কারন ইসলাম শান্তির ধর্ম।

    কুরআন জ্ঞান-বিজ্ঞানের উrস
    জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কীয় মানুষের মনে যে সকল প্রশ্ন সবচেয়ে বেশী তীব্রভাবে দেখা দেয়, তা হচ্ছে, তিনটি।
    ১। সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং তার একত্ব সম্পর্কে।
    ২। শরীয়াতের আইন-বিধান সম্পর্কে।
    ৩। পরকাল সম্পর্কে।

    সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং তার একত্ব সম্পর্কে।
    জবাব:
    একটু খেয়াল করলেই বুঝতে পারা যায়, আমরা যে জুতা/কাপড় ইত্যাদি পরিধান করি নিশ্চই যে কোন একজন তৈরী করেছেন। ঠিক এই বিশাল আসমান জমিন থেকে শুরু করে সবকিছু এমনিতেই সৃষ্টি হয়নাই। নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছেন তিনি হচ্ছেন আল্লাহ।

    শরীয়াতের আইন-বিধান সম্পর্কে।
    জবাব:
    তুমি একটা TV তৈরী করে যদি ম্যনুয়াল না দাও, তাহলে মানুষ এটা পেট্রুল অথবা ডিজেল দিয়ে চলে কিনা দেখবে। তখন এটা চলবেনা বরং জ্বলবে। ঠিক আল্লাহ তায়ালা যখন মানুষ সৃষ্টির পরিকল্পনা করেছেনা তখনই তিনি বুঝতে পেরেছিলেন আগে ম্যনায়াল দরকার। এজন্যই তিনি জীবন বিধান আগে থেকেই সৃষ্টি করেছেন। সেটিই হচ্ছে আল-কুরআন।

    পরকাল সম্পর্কে।
    জবাব:
    পানি পান করলে সঙ্গে সঙ্গেই পিপাসা মিটে যায়, খাদ্য গ্রহন করলেই ক্ষুধার জ্বালা নিবৃত্ত হয়ে যায়। আগুনে হাত দিলে পুড়ে যায়। আগুনে পানি ঢাললে নিভ যায়। এটা কর্মফল পাওয়ার চিরন্তন নিয়মানুসারেই হয়ে থাকে এবং এই নিয়মে বীজ বপন করলে বৃক্ষ অংকৃরিত হয়, গাছ বড় হয়, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তাতে ফুল ফোটে ও ফল ধবে।
    ঠিক মানুষ দুনিয়াতে যে ভাল কাজ করে তার ভাল প্রতিদান পাবে এবং যে খারাপ কাজ করে যে খারাপ প্রতিদান পাবে।
    আর যে জগতে এই প্রতিদান দেওয়া হবে তার নামই হল পরকাল।

    আল্লাহ হচ্ছেন তিনিই যিনি তোমাকে ও তোমার পুর্ব পুরুষদের সৃষ্টি করেছেন। কুরআন মজীদের দৃষ্টিতে মানুষ পৃথিবীর কোন ভেীগোলিক সীমার মধ্যে কোন বংশে কোন বর্ণে বা অর্থনৈতিক দকি দিয়ে কোন শ্রেনীতে জন্ম গ্রহন করেছে, তা বিন্দু মাত্র গুরুত্ববহ নয়।
    এ সম্পর্কে আল্লাহর ঘোষনা হচ্ছে-
    হে মানুষ! আমরা তোমাদেরকে একজন পুরুষ ও একজন মেয়ে লোক থেকে সৃষ্টি করেছি। আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রভুক্ত বানিয়েছি শুধু এই জন্য, যেন তোমরা পরস্পরে পরিচিতি লাভ করতে পার। প্রকৃত কথা হচ্ছে তোমাদের মধ্যে আল্লহর কাছে সর্বাধিক সম্মানীয় সেই ব্যক্তি, সে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীত।

    সর্বোপরি বলা যায়-
    ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর যারা এটা বিশ্বাস করেনা বা মানেনা নিশ্চয় তারা বোকা ছাড়া আর কিছু নয়।
    আর যারা ইসলামের সাথে বেয়াদবি করে তার অজ্ঞ, অশিক্ষিত ও মুর্খ।

    পর্যভেক্ষন:
    পর্যভেক্ষন করলৈ পরিলক্ষিত হয়যে, যুগে যুগে যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে একপর্যায়ে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

    অতএব, তুমিও গবেষণা করে দেখ সত্যটা খুজে পাবে।

    টেকটিউন চেককরে প্রতিনিদের মত ঘুমুতে যাই। কিন্তু এই পোষ্টের জবাবটা না দেয়া পর্যন্ত ঘুম আসছিলনা। তাই রাত ১:৫৮ এ.এম হলেও মনে প্রশান্তি পেয়েছি।

    Level 0

    brother, i think it is not good to say something that you don't know. Allah help you to know him and his quran.

Level 0

আচ্ছা Neon ভাই আপনি কোন ধর্ম মানেন ? . . . আপনার ধর্ম কি এসব শিখিয়েছে মানুষকে ? .. . . যাই হোক আল্লাহ আপনাকে মাপ করুন । এবং আপনাকে সত্যের পথ দেখান এটাই আমাদের সকলের কামনা । {(^_^)} Ameen : )

Moon ভাই খুবই সুন্দর একটা টিউন করেছেন। যারা এই ধরনের টিউন গুলি নিয়ে উপহাস করে বা বেয়াদবি করে তাদের আইডি ব্লক করে দেওয়া উচিৱ।

ধন্যবাদ

শুধু তাই নয় সব টিউনারদের কর্তব্য এইসব বাজে কমেন্ট যারা করে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা।

আল্লাহ তায়ালা তাকে হেদায়াত দান করুন। আমীন।

সব সময়ই ভালর সাথে খারাপের দ্বন্ধ লেগে থাকে,
দেখবেন কোন ভাল কাজেই শয়তান আপনাকে বিভিন্ন ভাবে প্ররোচনা দিবে কাজটি যেন আপনি না করেন,
কিন্তু খারাপ কাজে যান দেখবেন সেখানে শয়তান নাই কারন আপনি সেইখানে নিজেই যে শয়তানের কাজটি করছেন।
তেমনি টেকটিউন্সেও দেখেছি মাঝে মাঝে দুই একটা শয়তানের উঁকি ঝুকি অসুবিধা নাই নিজের ইমানকে মজবুত রাখবেন,শয়তান কখনো সফল কাম হবে না।
টিউনের ব্যাপারে বলব,
আপনারা যারাই যেখান থেকেই হাদিস বিষয়ক কিছু মনে ধারন করার আগে এই গুলু সঠিক কিনা তাহা যাছাই করে নিন,
কোন হক্কানি আলেম অথবা নির্ভরযোগ্য কোন কিতাব থেকে যাছাই করে নিবেন।ধন্যবাদ।

Level 0

Brother Moon , very nice. thank you very much for a nice post. may god bless you. keep up . Allah will help you

Level 0

valo tune