সি প্যানেল চেইন টিউন [পর্ব–৫] :: File Manager :: প্রাথমিক ধারনা

সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 5 এ সবাইকে সাগতম ।আবারও আমি হাজির হলাম সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা আলোচনা করব File Manager নিয়ে ।
File Manager: ওয়েব সাইট এর যাবতিয় কাজই প্রায় File Manager দিয়ে সম্পাদিত হয় । কেননা নতুন ফাইল তৈরি,ফাইল আপলোড,ফাইল ডাউনলোড , ফাইল পারমিশন পরিবর্তন, ফোল্ডার তৈরি সবকিছু এখান থেকে করা হয়ে থাকে।

ছবিঃ ১

ছবিঃ ২

এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন-  সি-প্যানেল ডিমো (Username: x3demob,Password: x3demob)

চলুল একনজরে দেখে নেই  File Manager এর পার্ট গুলো ।
১। New File (নতুন ফাইল তৈরি)
২। New Folder (নতুন ফোল্ডার  তৈরি)
৩। Copy (কপি বা হুবুহু করা)
৪। Move File ( ফাইল সরানো)
৫। Upload (আপলোড)
৬। Download (ডাউনলোড)
৭। Delete (মুছে ফেলা)
৮। Rename (রিনেইম করা)
৯। Edit ( এডিট করা)
১০। Code Editor ( কোড এডিটর)
১১। HTML Editor ( HTML এডিটর)
১২। Change Permissions (ফাইল পারমিশন পরিবর্তন)
১৩। View ( দেখা)
১৪। Extract ( Extract করা)
১৫। Compres ( Compres করা)

উপরের লিস্ট গুলোর  দেখেই ধারনা করা যাই কার কি কাজ । যেমন: নতুন ফোল্ডার  তৈরি করতে New Folder, ফাইল  আপলোড করতে Upload । আশা করি বিস্তারিত লেখার প্রয়োজন হবে না। যাই হক আপনারা চেষ্টা করতে থাকেন।

আজকের মত এ পর্যন্তই। নতুনরা উপকারিত হলেই আমার টিউন সার্থক। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই। এতো দিন কই ছিলেন? আমি তো আপনার আশায় বসে আছি। শিখা শেষ হলে ডোমেইন এবং হোস্টিং কিনব। আচ্ছা ভাই, ডোমেইন এবং হোস্টিং কোথা থেকে এবং কেমনে কিনব? শিখার সাথে সাথে চর্চা করলে মনে থাকবে। আর সমস্যা খাকলে বের হয়ে যাবে।

Level 0

thnx vaia..amader motho newer der jonno website related aro onek kicho share koron.kibabe website ke hacker dekhe protect kora jai.

বিপুল খুব ভালো হচ্ছে চালিয়ে যান, নতুন রা সহজেই বুঝবে আপনার লেখা গুলো।

Level 0

Bipul, akta mail id ami delete kore dite cassi, aktu bolbe ki vabe korbo?

    @jafria: মেইল আইডি ডিলেট দিতে প্রথমে সি-প্যানেল লগঅন করে Mail মেনু থেকে ” Email Accounts” এ ক্লিক করেন । তার পর যে পেজটি ওপেন হবে তার ঠিক মাঝামাঝি আপনার ইমেইল একাউন্ট গুলোর লিস্ট দেখতে পাবেন। এবং একটু ভাল করে লক্ষ করে দেখবেন ,আপনার ইমেইল একাউন্ট গুলোর গুলোর ঠিক ডান পাশে ” Change Password ” ” Change Quota” এবং ” Delete” নামে অপশন আছে। আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ।