▓ ▓ অ্যাপল iOS ৮ ইউজারদের জন্য সুন্দর ও কার্যকরী ১৪ টি নোটিফিকেশন সেন্টার অ্যাপসের মেগা কালেকশন ▓ ▓

আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আপনারা যারা iOS 8 ব্যাবহারকারি তাদের জন্য এই পোস্ট।আশকরি ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

অ্যাপল iOS 8 এর একটি অন্যতম প্রধান ফিচার হচ্ছে নোটিফিকেশন সেন্টার উইজেট। অ্যাপ ওপেন না করে শুধুমাত্র হোম স্ক্রিন/লক স্ক্রিন থেকে সোয়াইপ করে  নোটিফিকেশন সেন্টার থেকে প্রয়োজনীয় ইনফরমেশন দেখার জন্য খুবই কার্যকরী আর সময় বাচানো একটি ফিচার। আজকে আপনাদের সাথে আমার ব্যবহার করা iOS 8 এর সেরা কিছু  নোটিফিকেশন সেন্টার সাপোর্টেড অ্যাপস শেয়ার করবঃ 

 ▓ ▓ ▓ ▓  যা যা থাকা লাগবেঃ iOS 8 or later, আইফোন, আইপ্যাড, আইপড টাচ। 

 ▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে উইজেট দেখার জন্য go to Today section, scroll down, tap on the Edit button and অ্যাড উইজেট।

 

★ ★  N Stats ★ ★

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে Network ডাউনলোড স্পীড, আপলোড স্পীড, ডিভাইস ফ্রী স্পেস দেখতে চাইলে N Stats অ্যাপসটি অ্যাপষ্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Requires iOS 8.0 or later, অ্যাপ সাইজঃ ০.৪ মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক 

★ ★ ★ Prayer Times Widget  ★ ★ ★

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে সুর্য উদয়, নামাজের সময়-সূচী দেখতে চাইলে Prayer Times Widget অ্যাপসটি অ্যাপষ্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।অ্যাপ এর ভিতর Settings থেকে Calculation Method & Madhab সিলেক্ট করে নিন।বাংলাদেশের জন্য North America & Hanafi Madhab সিলেক্ট করতে পারেন তবে মাজহাব ভিন্ন হলে অন্য কথা।

Requires iOS 8.0 or later, অ্যাপ সাইজঃ ০.৭ মেগাবাইট,  ডাউনলোড লিঙ্ক

★ ★ ★  Wdgts ★ ★ ★

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে ক্যালকুলেটর,ক্যালেণ্ডার, টাইম জোন, কারেন্সি কনভার্টার ইউজ করতে চাইলে Wdgts অ্যাপসটি অ্যাপষ্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Requires iOS 8.0 or later, অ্যাপ সাইজঃ 24 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

★ ★★ Vidgets ★ ★★  

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে  Quick Contacts, App Launchers, Clock, Timer, Network, System Status, GPS, Weather etc  আরও অনেক কিছু দেখতে চাইলে Vidgets অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন।

Requires iOS 8.0 or later, অ্যাপ সাইজঃ 13 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

★ ★ ★ Battery Doctor ★ ★ ★  

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে র‌্যাম ক্লিয়ার  করতে       Battery Doctor অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন। র‌্যাম ক্লিয়ার করার জন্য নোটিফিকেশন সেন্টার থেকে Boost Memory তে ক্লিক করলেই হবে 🙂

Requires iOS 5.0 or later, অ্যাপ সাইজঃ 25 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

★ ★ ★ PCalc Lite ★ ★★  

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে ক্যলকুলেটর ইউজ করতে চাইলে PCalc Lite অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন।

Requires iOS 7.0 or later, অ্যাপ সাইজঃ 13 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

★ ★ ★  World Clock Today Widget ★ ★ ★

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে বিভিন্ন দেশের সময় জানতে  World Clock Today Widget অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন।

Requires iOS 8.1 or later, অ্যাপ সাইজঃ 4 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

★ ★ ★  iTranslate ★ ★ ★  

▓ ▓  নোটিফিকেশন সেন্টারে  ওয়েব থেকে বা ডিভাইসে থেকে কপি করা কোন টেক্সট বা ওয়ার্ড ট্রান্সলেট (৯০+ ভাষায়) করতে সক্ষম iTranslate অ্যাপসটি। অনুবাদ করার জন্য আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

Requires iOS 7.0 or later, অ্যাপ সাইজঃ 34 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

★ ★ ★  Cricbuzz ★ ★ ★

 ▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে লাইভ ক্রিকেট খেলার স্কোর দেখতে Cricbuzz অ্যাপসটি চাইলে ইন্সটল করে নিতে পারেন।

Requires iOS 7.0 or later, অ্যাপ সাইজঃ 34 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

★ ★ ★  Usage Widget ★ ★ ★

 ▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে  মোবাইল ডাটা কতটুকূ ইউজ করেছেন বা কতটুকু বাকি আছে (cellular data plan compatible for daily, weekly or monthly data plan) দেখতে চাইলে Usage Widget অ্যাপসটি চাইলে ইন্সটল করে নিতে পারেন।অবশ্যই মনে রাখবেন ডিভাইস রিবুট করলে আবার নতুন করে ডাটা কাউন্ট শুরু হবে।

Requires iOS 8.0 or later, অ্যাপ সাইজঃ 2 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

★ ★ ★  iMonitor for iOS8 ★ ★ ★  

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে Memory/Storage/CPU real-time usage etc  দেখতে চাইলে iMonitor for iOS8 অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন।

Requires iOS 8.0 or later, অ্যাপ সাইজঃ 4 মেগাবাইটডাউনলোড লিঙ্ক

★ ★ SnapStats ★ ★ ★  

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে System Model, Jailbroken Checker,  Boot Time, Device Display Type, Battery Usage,  Network Data Usage (Since Boot), Disk Usage,Memory/RAM Statistics, CPU Usage etc দেখতে চাইলে SnapStats অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন

Requires iOS 8.0 or later, অ্যাপ সাইজঃ 15 মেগাবাইটডাউনলোড লিঙ্ক

★ ★ ★ Yahoo Weather ★ ★ ★  

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে আবহাওয়ার রিপোর্ট দেখতে Yahoo Weather  অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন।

Requires iOS 7 or later, অ্যাপ সাইজঃ 66 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

★ ★ ★ Quick Notes ★ ★ ★  

▓ ▓ নোটিফিকেশন সেন্টার থেকে রিমাইন্ডার পেতে  Quick Notes অ্যাপসটি ইন্সটল করে নিতে পারেন।

Requires iOS 8 or later, অ্যাপ সাইজঃ 3 মেগাবাইট, ডাউনলোড লিঙ্ক

 

 


    ▓ ▓ ▓ ▓ আইফোন নিয়ে করা আমার আগের টিউনগুলো  দেখুন এখানেঃ 

     ১. ফ্রী সংগ্রহ করুন $10 ডলার এর আইটিউন্স গিফট কার্ড, গুগল প্লে, অ্যামাজন গিফট কার্ড (ছবি সহ)

     ২. অ্যাপস্টোর থেকে জেনুইন ভাবে পেইড অ্যাপস কীভাবে ফ্রীতে ডাউনলোড করবেন।

      ৩. মাত্র এক মিনিটেই ব্যাকআপ রাখুন আপনার আইফোনের সব কন্টাক্ট নাম্বারের।

      ৪. iOS ডিভাইসের লাইটনিং ক্যাবল ছিড়ে যাওয়া সমস্যার অদ্ভুত সহজ সমাধান।

 


আইফোন রিলেটেড  নানা বিষয়ের আপডেট ফেসবুকে পেতে আমাদের               আইফোন টিপস পেজে   লাইক দিতে পারেন।

আজ এই পর্যন্তই। অ্যাপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনার পছন্দের কোন উইজেট/অ্যাপস বাদ পড়লে লিঙ্ক সহ কমন্টে জানান।

সবাই ভালো থাকবেন, এই কামনায় ...........................................................................................................................আল্লাহ হাফেয

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সব ইন্সটল করলে র‍্যম এর ১২ টা বাজবে নিঃসন্দেহে..

    আপনি কি iOS ইউজার ??? widget একা একা আপডেট হয় না, সোয়াইপ করে যখন নোটিফিকেশন সেন্টার নিচে নামানো হয় তখন উইডজেট অ্যাপসগুলোর ইনফো আপডেট হয়।,

Level 0

Bhai, iphone4(7.1.2) update korar por video gaan_golo next hoi na(ektar por ekta baje na)

please