যে ভাবে ব্যাকআপ রাখবেন আপনার iPhone, iPad, or iPod এর এপস বা ডেটা iCloud এ!!!

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে শুরু করছি আজকের এই টিউন। আমি আজকে আইফোন, আইপ্যাড, এবং আইপডে কিভাবে আ্ইক্লাউডে ব্যাকআপ নিয়ে রাখবেন।

আমরা কেউ কম্পিউটারে ডেটা সংরক্ষনের জন্য ক্লাউড স্টোরেজ ব্যবহার করে থাকি। বিভিন্ন ফাইল, ডেটা শেয়ার করার জন্য ক্লাউড স্টোরেজ ব্যবহার করে থাকি। ক্লাউড স্টোরেজ ফাইল রাখার আর সুবিধে আছে ক্লাউড স্টোরেজে ফাইল ডেটা বা ফাইল রাখলে সেখান থেকে হারানো বা ডিলিট হয়ে যাওয়ার কোন ভয় নেই। ক্লাউড স্টোরেজে আপনার ফাইল থাকবে সুসজ্জিত। ক্লাউড স্টোরেজে আপনার ফোনের সব ডেটা বা ফাইল আপলোড করা থাকলে আপনার ফোনটি যদি হারিয়ে গেলেও আপনার মূল্যবান ডেটা বা ফাইল গুলো থাকবে নিরাপদ।
আজকে আমরা আমাদের আইফোন, আইপ্যাড ও আইপডের ব্যাকআপ আ্‌ইক্লাউডে স্টোরেজে রাখা যায় কিভাবে সেই পদ্ধতি জানব।

যে ভাবে ব্যাকআপ নিব

১. প্রথমে Settings > থেকে iCloud > থেকে Storage & Backup

২. Backup এ গিয়ে আপনার iCloud এর অপশনটি অন করুন

৩. সেখান থেকে Storage & Backup এ ক্লিক করুন।

৪. iCloud বাটনে ক্লিক করে অন করুন।

৫. Back Up Now তে ক্লিক করুন। ব্যাকআপ শুরু হয়ে যাবে।

৬. আপনি যদি আপনার পছন্দ মত ফাইল আপলোড করতে চান বা বাদ দিতে চান অথবা আপনি অন্য কোন কিছু ব্যাকআপ রাখতে চান বা বাদ দিতে চান তাহলে Manage Storage এ ক্লিক করুন। Manage Storage এ ক্লিক করলে আপনার পছন্দ মত ফাইল বা ডেটা আপলোড করার অপশন পাবেন।

Manage Storage এ ক্লিক করলে আপনার ফোনের ব্যাকআপ স্টোরেজ দেখাবে সেখানে থেকে আপনি যদি শুধু এপস ব্যাকআপ রাখতে চান তাহলে ক্লিক করুন Manage Storage> iPhone 5> Info এখানে আপনি ৫টি এপস এর তালিকা দেখতে পাবেন। আরো এপস এর তালিকা দেখতে Show All Apps এ ক্লিক করুন সব এপস দেখতে পাবেন। এখান থেকে পছন্দ মত এপস ব্যাকআপ রাখুন।

আর যদি ডেটা বা ফাইল পছন্দ মত ব্যাকআপ রাখতে চান তাহলে Manage Storage ক্লিক করে একটু নিচে ডেটা ও ফাইলের লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে পছন্দ মত ব্যাকআপ রাখুন।

টিউনটি সুন্দর ভাবে পড়ার জন্য আপনাকে  😎

ধন্যবাদ

Level 0

আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস