কম্পিউটার নিয়ে সমস্যায় আছি সমাধান চাচ্ছি

কম্পিউটার ভাইরাস

আমার অফিসের কিছু পিসিতে ৫/১০ মিনিট কাজ করলে অটো ডেস্কটপ আইকন, টাক্স বার চলে যায়(শো করে না), নতুন করে Windows Setup ও Antivirus দিয়েছি একই সমস্যা, তবে আরো  খেয়াল করেছি Adore Reader & Bijoy বাহান্ন সেটাপ থাকার পর ও কাজ করে না, বার বার নতুন করে সেটাপ দিতে হয়। তবে Virus scan দিলে trojon.genericKD.40506775 এটা বার বার শো করে সমাধান চাই।


দেখা
1,547
উত্তর
1
5 বছর 6 মাস আগে

পুরো হার্ডডিস্ক এন্টি ভাইরাস (Kaspersky হলে ভালো) দিয়ে স্ক্যান করুন। ভাইরাস যুক্ত ফাইল গুলো ডিলিট করুন। এবং অবশ্যই ডিপ ক্লিন করুন। তা না হলে হার্ডড্রইভের পার্টিশনে অনেক সময় ভাইরাস থেকো যায়। পেন ড্রাইভও থেকে ইন্সটল দিলে সর্তক থাকুন যেন পের ড্রাইভ নিজের ভাইরাস আক্রান্ত না হয়। ট্রাসটেড ও সেকেন্ড একটি কম্পিউটারে পেন ড্রাইভ স্কেন করে তারপর এপলিক্যাশন পিসিতে ব্যবহার করুন সবসময়। তাহলে ভাইরাস আক্রান্ত হবার আসঙ্কা কমে যাবে। আর বারবার উন্ডোস সেটআপ না দিয়ে উইন্ডোস Deploy করা শিখুন। Windows Deploy লিখে ওয়েবে সার্চ দিন।