জুমলা বেসিক [পর্ব-০৬] :: জুমলা সাইট কি করে এক্সটেনশন ইন্সটল এবং আনইন্সটল করবেন

জুমলা বেসিক

সকল কে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কি করে আপনার জুমলা সাইট এ এক্সটেনশন ইন্সটল বা আনইন্সটল মানে হল Component, module, plugin বা Template ইন্সটল বা আনইন্সটল করতে হয়। প্রথমে দেখাবো কি করে ইন্সটল করতে হয়। যাহোক প্রথমে আপনার ওয়েবসাইট এর এডমিন প্যানেল এ লগিন করুন। এরপর নিছের ছবির মতো Extensions > Extension manager এ যান।

এখন নিছের ছবির দিকে খেয়াল করুন। দেখুন নাম্বার দেয়া আছে।

যদি Extension আপনার পিসিতে থাকে তাহলে ১ নাম্বার এ ক্লিক করে Choose file এ গিয়ে ফাইল শো করে দিয়ে Upload & install এ ক্লিক করুন।
যদি Extension আপনার হোস্টিং এ আপলোড করেন তাহলে ২ নাম্বার এ ক্লিক করে সেই ফাইল এর লিঙ্ক দিন এবং Install এ ক্লিক করুন।
যদি Extension এর লিঙ্ক থাকে তাহলে ৩ নাম্বার এ ক্লিক করে লিঙ্ক দিন এবং Install ক্লিক করুন। এখন ইন্সটল করার পর কাজ হল Enable করা। এর জন্য বাম দিকের মেনু থেকে Manage এ ক্লিক করুন।


উপরের ছবির দিকে খেয়াল করুন।
এখন আপনি যে Extension এনাবেল করতে চান তার বাম পাশে টিক দিয়ে enable এ ক্লিক করুন। যদি কোন Extension disable করতে চান তাহলে বাম পাশে টিক দিয়ে Disable এ ক্লিক করুন। এখন যদি কোন Extension আনইন্সটল করতে চান তাহলে বাম পাশে টিক দিয়ে Uninstall এ ক্লিক করুন। install করার পর যদি এটি কম্পোনেন্ট হয় তাহলে Components মেনুতে ক্লিক করলে ওখানে দেখতে পারবেন। যদি Module হয় তাহলে Extensions > Module manager ক্লিক করলে দেখতে পারবেন। যদি Plugin হয় তাহলে Extensions > Plugin manager ক্লিক করলে দেখতে পারবেন। যদি Template হয় তাহলে Extensions > Template manager ক্লিক করলে দেখতে পারবেন।

প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস