সফটওয়্যার চুরি হার্ডওয়্যার চুরির ন্যয় একইরকম চুরি।

আসসালামুআলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি নতুন বছরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামীনের মেহেরবাণীতে সবাই ভালো আছেন। অনেক দিন পর এই জনপ্রিয় সাইটটিতে এবং জ্ঞানীগুনি মানুষদের মধ্যে আশার সুযোগ হল। আলহামদুলিল্লাহ। বিভিন্ন রকম কাজ এবং ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আর অপেক্ষা না করে প্রিয় জায়গায় চলে আসলাম।

যাইহোক আজকের আলোচনার বিষয় কি তা শিরোনাম দেখে অনেকেই বুঝে ফেলেছেন। আসলে আমার এই লেখাটি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উপদেশ বা পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং আমরা যেন সত্যটাকে উপলব্ধি করতে পারি সেইজন্য। চলুন নিচের ঘটনাগুলো একটু পড়ে দেখি………………..

একদিন এক লোক তার বাসায় তার এক বন্ধুকে দাওয়াত করলো। আপ্যায়ন সমাধার করা হলো। অতঃপর বন্ধুটি বিদায় নিল। বন্ধুটি বিদায় নেওয়ার পর লোকটির দৃষ্টি আটকে গেল তার ডেস্কটপ কম্পিউটারের CPU এর দিকে। দেখা গেল CPU এর সাইট কভারটি খোলা এবং RAM টির জায়গায় শুন্য। লোকটি তখন ক্ষুব্ধ হয়ে ভাবলেন বন্ধুটিকে এতো আপ্যায়ন করলাম আর সেকিনা এই কাজটি আমার সাথে করলো।

পরে একদিন শুধুমাত্র এই RAM টি চুরির জন্যে লোকটি তার বন্ধুকে চোর, বদমাশ ইত্যাদি বিভিন্ন ভাষায় বকাবকি করলো, শেষ পর্যন্ত তার সাথে আর সম্পর্ক রাখলো না।

আরেকটি ঘটনা.........................................

এক প্রোগ্রামারের কথা। উদাহরনস্বরূপ, আমাদের দেশের গৌরবান্বিত প্রোগ্রামার ওয়ালিউল ইসলাম মন্ডল ভাইয়ের কথা। যিনি বাংলা ডিকশেনারি এত কম জায়গায় PC এবং Mobile এর জন্যে তৈরী করেছেন যা খুবই প্রশংসনীয়। এর দ্বারা যে কত মানুষ উপকৃত হচ্ছে তা না দেখলে কেউ বিশ্বাস করবেন না। Mobile থেকে m.getjar.com, m.mobile9.com-এ ভিজিট করলে দেখবেন E2B Dictionary কত লাখবার ডাউনলোড হয়েছে।

এখন চিন্তা করুন একজন লোক প্রোগ্রামার। অনেক মেধা শ্রম এবং অর্থ ব্যয় করে একটা সফটওয়্যার তৈরি করলো। সফটওয়্যারটি বিক্রি না করলে তার পোষাবে না। কিন্তু দেখা গেল সফটওয়্যারটি হ্যাকাররা হ্যাক করে বসলো এবং বিনে পয়সায় বিভিন্ন ওয়েব বা মোবাইল সাইটে দিয়ে দিলো। ব্যস একজন বা অনেকজন সফটওয়্যারটি ডাউনলোড করলো এবং বিনে পয়সায় বন্ধুদের বা অন্যান্য জনদের মাঝে বিতরণ করে দিলো(Pendrive এর দাম যা কমেছে, দেখা গেছে যার PC নাই সেও Pendrive কিনে বসে আছে)।

এখন এই প্রোগ্রামার অথবা তার জায়গায় আমরা কেউ হলে উক্ত হ্যাকার বা ডাউনলোডকারীদের কি ভাববো?

১. হ্যাকার যেহেতু হ্যাক নামক ছুড়ি দিয়ে আঘাত করে সফটওয়্যারটি হাতিয়ে নিয়েছে তার জন্য তাকে ভাবা হবে ডাকাত।

২. আর যারা ডাউনলোড করলো এবং বিনে পয়সায় অন্যদের মাঝে বিলিয়ে দিলো তাদেরকে ভাবা হবে ছিচকে চোর।

কি? এসব ঘটনা কি সত্য নয়?

সবাই একবাক্যে বলবে ‘হ্যা সত্য’।

এখন আমরা কারা উক্ত ব্যাক্তিদের সাথে আমাদের চরিত্রের মিল আছে তা বুঝতে পারছি। যারা এদের মাঝে নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো।

কি কি সফটওয়্যার বেশি চুরি হচ্ছে তার একটা ছোট্ট তালিকা নিম্নে দেওয়া হলোঃ-

  1. Operating System: Windows 7
  2. Office: 2010
  3. Adobe: Photoshop CS5, AICS5, Flash Professional CS5, Dreamweaver, Fireworks.
  4. Corel: Win DVD, Video Studio Pro, Photo Editor, WinZip.
  5. Internet: Internet Download Manager, Download Accelerator, etc.
  6. Antivirus: Kaspersky, Avast, Norton, Maccafe, etc.
  7. Dictionary : Oxford, Cambridge, etc.
  8. Website : Premium Template, Plug In, Module, etc.
  9. Other : Lynda video tutorial, Book, Documentary, etc.

এছাড়াও আরো অনেক সফটওয়্যার রয়েছে যা Serial Key, Keygen, Patch, Crack, etc ব্যবহার করা হয়ে থাকে।

আমরা অনেকেই ভাববো আরে এগুলোতো আমি বাজার থেকে কিনে ব্যবহার করি। কিন্তু কত দামে কিনি, 50 টাকায় Windows 7 এর DVD? বরং ৫০ টাকাকে ডলারে পরিনত করেন তাও হবে না। ৫০ টাকায় যারা বিক্রি করে তাড়াও ইন্টারনেট থেকে ডাউনলোড করে বিরতিহীনভাবে তাদের বিক্রির কাজ চালাচ্ছে। বিশ্বাস হচ্ছে না! দাম যাচাই করার জন্য Google Search-এ সফটওয়্যারটির নাম এবং কত দাম তা লিখে সার্চ দিন(what price of windows7, what price of photoshop cs5,etc.)। যে দাম দেওয়া থাকবে তা কেনার সামর্থ্য আমাদের অনেকেরই হবে না(যারা অনলাইনে টাকা আয় করেন তারা অবশ্য কিনতে পারেন এবং যাদের সামর্থ্য আছে, তারা Mastercard, Visacard, Paypal, Alertpay, ইত্যাদির দ্বারা কিনতে পারেন।)। আমরা যারা কেনার সামর্থ্য রাখিনা তারা চলুন কিভাবে এর সমাধান পাওয়া যায় ও এই অপরাধ থেকে বাঁচা যায় তা খোজার চেষ্টা করি। আমরা যদি এই অপরাধ থেকে বাঁচার চেষ্টা না করি আমাদেরকে আল্লাহ রাব্বুলআলামীনের কাছে এর জন্য হিসাব দিতে হবে। কারন এটা হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকদের হক।

এর সমাধান কি হতে পারে? কিছু ধারনা নিচে তুলে ধরা হলঃ-

1. Operating System:

(a) উন্মুক্ত OS: Linux, Ubuntu ব্যবহার করা যেতে পারে। Wine নামে একটি সফটওয়্যার ব্যবহার করে Windows-এর সফটওয়্যার গুলো ব্যবহার করা যেতে পারে।(এর জন্য অনেক টিউটোরিয়াল এই সাইটে রয়েছে)।এতে ভাইরাস আক্রমনের ঝামেলা নেই। ডাউনলোডের জন্য Google-এ নাম লিখে সার্চ দিন।

(b) Zorin OS ব্যবহার করতে পারেন। এতে সবধরনের OS এর Look পাবেন(যেমন: Windows7, Mac OSX,etc. এতে ভাইরাস আক্রমনের ঝামেলা নেই। Windows-এর সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারবেন।ডাউনলোডের জন্য Google-এ নাম লিখে সার্চ দিন।

(c) উপরের গুলো কাজ না করলে Windows xp বা পুরাতন ভার্সন ব্যবহার করা উচিত। কারন আমাদের অবস্থা সম্পর্কে আল্লাহ অবগত আছেন। যথা সম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে।

আমাদের দেশের Importer দের উদ্দেশ্যে বলছি। আমাদের দেশের জীবন যাত্রার মান অনুযায়ী যেভাবে কম মূল্যে এন্টিভাইরাস বা অন্যান্য সফটওয়্যার ইমপোর্ট করেন। সেভাবে Microsoft, Adobe, ইত্যাদি সফটওয়্যার গুলো Import করার উদ্যোগ নেন।

আমার কথায় কেউ ব্যথিত হবেন না। আমার মত কম জ্ঞানের মানুষ এই বিষয়টা উপলব্ধি করে পিসির হার্ডডিস্কে থাকা হাজার হাজার ডলারের সব সফটওয়্যার মুছে ফেলেছি। আর আপনারা তো আমার থেকে অনেক জ্ঞানী। তাই চলুন আমরা নিজের বিবেক কে সজাগ করে এর জন্য যে ভালো ভালো পদক্ষেপগুলো আছে তা গ্রহন করি এবং এই অদৃশ্যমান অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিন(আমীন)।

Level 0

আমি মুহাম্মদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন মুসলিম বাংলাদেশী। সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশে জন্ম দিয়েছেন বলে তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি 'আল্হামদুলিল্লাহ'।বাংলাদেশের অন্যতম একটি IT blog site এ অংশগ্রহন করে আমি অনেক আনন্দিত। সকল টেক টিউনারের প্রতি আমার সালাম এবং অভিনন্দন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোস্টে প্লাস + প্রিয়তে নিলাম। আমি এখন ১ পয়সাও পাইরেসী করিনা কারণ আমি লিনাক্স ইউজার 🙂 উপরের কোনটাই চুরি করা লাগেনা 🙂

চরম পোস্ট 🙂 শেয়ার দিলাম।

আমিও কয়েকদিন হয় জানালা ভেঙ্গে উবুন্টুতে ঢুকলাম

অসাধারন

শুধু software গুলো দেখলেন ? খুঁজে দেখুন আপনার বাসায় (আমার বাসায়ও ) বিদেশী পন্যে সয়লাব ! অথচ ওগুলোর জায়গায় আমদের দেশীয় পণ্য ওগুলোর জায়গা দখল করলে আমাদের দেশই লাভবান হত ৷ আপনার কথা ফেলে দিচ্ছি না, কিন্তু মনে রাখবেন software পাইরেসি এর জন্য ইউরোপ ….আমেরিকা …..চায়না এসব দেশ ধসে যাবে না ……..কিন্তু আমদের পণ্য আমরা কিনলে আমদের দেশের মানুষ হয়ত দু বেলা পেট ভরে খেতে পাবে ………..আমি মনে করি software পাইরেসি এর চেয়ে আমাদের দেশীয় পণ্য ব্যবহারের বিষয় টাই তাই বেশি গুরুত্বপূর্ণ ৷এবং আমি মনে করি software পাইরেসি জঘন্য কোনো অপরাধ না ৷তবে আমি মনে করি সকল software গুলোর দুটো ভার্সন (ফ্রি ওয়ার এবং প্রিমিয়াম) থাকলে এই পাইরেসি অনেক কমে আসত৷

শুধু software গুলো দেখলেন ? খুঁজে দেখুন আপনার বাসায় (আমার বাসায়ও ) বিদেশী পন্যে সয়লাব ! অথচ ওগুলোর জায়গায় আমদের দেশীয় পণ্য ওগুলোর জায়গা দখল করলে আমাদের দেশই লাভবান হত ৷ আপনার কথা ফেলে দিচ্ছি না, কিন্তু মনে রাখবেন software পাইরেসি এর জন্য ইউরোপ ….আমেরিকা …..চায়না এসব দেশ ধসে যাবে না ……..কিন্তু আমদের পণ্য আমরা কিনলে আমদের দেশের মানুষ হয়ত দু বেলা পেট ভরে খেতে পাবে ……….. software পাইরেসি এর চেয়ে আমাদের দেশীয় পণ্য ব্যবহারের বিষয় টাই তাই বেশি গুরুত্বপূর্ণ ৷ আমি মনে করি software পাইরেসি জঘন্য কোনো অপরাধ না ৷তবে সকল software গুলোর দুটো ভার্সন (ফ্রি ওয়ার এবং প্রিমিয়াম) থাকলে এই পাইরেসি অনেক কমে আসত৷

আপনার পিসি তে গান, মুভি কতগুলো?

Level 0

Ami piracyr bipokkhe but ata kintu sotti pirated kono software,games kintu companyr khub besi khoti korte parena.Karon Besirvag manus original software use kore.Game Company gulo dekhen oder business proti game e record break kore.Ar jesob software ba game ba onno kichu piracy hoy tara ak kale amader upor direct soson korse.200 year.Apni sara jibon piracy koren apnar purbopurus tar mullo sodh kore gese.
Comment akanto amar nijosso,khub govirvabe na newatai valo. :p

    Level 2

    @Tonson: আরে ফাটা ফাটি যুক্তি

কথা সত্য, কিন্তু সম্ভব নয় এগুলো ছাড়া

ভাই আপনার কথাগুলি সত্য কিন্তু একটু ভেবে দেখেন জীবনে বেচে থাকার অধিকার সবার আছে….আমরা WINDOWS পাইরেসি করে USE করি এজন্য কিন্তু BILL GATES পথে বসে যাবে না…..আর যে ইন্টারনেট আমরা ব্যবহার করি তার আবিষ্কারক TIM BANARS LI যদি এর পেটেন্ট নিতেন তাহলে আমার মনে হয় না আমাদের ব্যবহার করার সৌভাগ্য হত…..আমি আপনার বিরুদ্ধে কথা বলছি না এটা আমার একান্ত ধারণা…….আমি গান, মুভি এগুলোর পাইরেসি কে অপরাধ বলতে পারেন কিন্তু সফটওয়্যার পাইরেসি কে আপনি অপরাধ বলতে পারেন না….ধন্যবাদ…

হ্যাঁ nahidrayhan ভাইয়ের সাথে আমি সহমত প্রকাশ করছি। OS: winXP SP3, office portable 2007, IDM, Avast IS এই গুলো ছাড়া ভাই আমার পিসি অচল। উবুন্টু, ফেডোরা ইত্যাদি ট্রাই করেছিলাম কিন্তু প্রথমেই ভাই ধাক্কা খেয়েছিলাম আমার কোন অডিও / ভিডিও ফাইল চালাতে না পেরে। আর আমাদের দেশের মোট জনসংখ্যার কত ভাগ লোক পিসি ইউজ করে? আর যারা একেবারে নতুন তারাতো একবারে অজ্ঞ কিভাবে কি করতে হবে, তাদের উবুন্টু, ফেডোরা দিলে (ট্রাই করেছিলাম) তারা মোটামুটি পিসি ইউজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন। টিটিতে আমি লিনাক্স সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা পেয়েছি (ভবিষ্যতে ডুয়াল বুটিং এ যাওয়ার ইচ্ছাও আছে)। ভাই মাইক্রোসফট কি আজ দেউলিয়া হয়ে গেছে? তাদের হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য কি ধ্বংস হয়ে গেছে? না, দশ বছর আগের তুলনায় তারা আরও বড় বহুগুণ বড় হয়েছে। আর যদি পাইরেসি নিয়ে কথা বলতে হয় তবে শুধু সফটওয়্যার নিয়ে কেন, অডিও, ভিডিও, মুভি ইত্যাদি সব এর আওতায় নিয়ে আসেন। আমি পাইরেসির পক্ষে নই, তবে আমারদের দেশের প্রেক্ষাপট, বাস্তবতা নিয়ে ভাবতে হবে; একজন সাধারণ পিসি ক্রেতা বাজেট অনেক এ্যাডজাস্ট করে পিসি ক্রয় করেন, একজন সাধারণ ইউজার OS, Office, AntiVirus, IDM, A/V player ইত্যাদির বাইরের সফটওয়্যার সাধারণত ইউজ করেন না। আপনার উপদেশ গুলো সুন্দর, c নং উপদেশটা আপনার উপরের কথাগুলোর সাথে পরস্পর বিরোধী গেলোনা?? ; কিন্তু বাস্তবতার নিরিখে বিবেচনা করে দিলে আরও ভালো হত। তবে আমাদের দেশে একসময় আসবে যখন আমাদের আর হয়তো পাইরেটেড সফটওয়্যার ইউজ করতে হবে না। ধন্যবাদ 🙂

আপনি ঠিকই বলেছেন

ভাই, সফটওয়ার চুরি আর হার্ডওয়্যার চুরি এক জিনিষ না এবং আপনার উদাহরনটাও সামঞ্জস্যপূর্ণ না । নীতিগত ভাবে আমরা সবাই পাইরেসি এর বিপক্ষে তবে ২১৯.৯৯ ডলার দিয়ে উইন্ডোজ সেভেন আল্টিমেট ব্যবহার করা আমার মত বাংলাদেশ এর বেশ কয়েক কোটি মানুষ পক্ষে সম্ভব না । তাই বলে কি আমরা শিখব না , আপনি মাইক্রোসফট কে বলেন তাদের ওএস এর দাম কমিয়ে ২৯ডলার করুক , আমি পাইরেটেড উইন্ডোজ আর ব্যবহার করব না । আপনি এডোবি কে বলেন ফটোশপ এর দাম ৬৯৯ ডলার থেকে কমিয়ে ৬৯ ডলার করুক , আমি টাকা দিয়ে কিনবো । কিন্তু তারা করবে না । কারন তারা আমাদের হিসাবেই ধরে না । তাদের মার্কেট অন্য কোথাও । তবে আমি অবশ্যই বলব আমাদের দেশীও সফটওয়ার খাত এর বিকাশের জন্য আমাদের দেশি সফটওয়্যার , গান এগুলোর পাইরেসি থেকে বিরত থাকতে হবে । তবে বিদেশি সফটওয়্যার ক্র্যাক / কিজেন ব্যবহার করে ব্যবহার করা আমি অপরাধ হিসাবে মানতে রাজি না ।

Level 0

hm lekhok ar sathe ami akmot. Unar jukti gulo tik ace. Kitu amder samortho nei ato dam dia soft kinar and Amader taka pay korar o kono subabosta (paypal) nei. Ami simple kicu 3rd party soft devlope kori. Soft crack hole feelings ta kirokom hoy ata kicuta holeo ami buji but ai karone ami pothe bose jaini Allah ar Rohmote soft sell tik e hoy. Alhamdulillah.

Level 0

bro, apnar tune e plus
churi korar koto ojuhat banano jay ta comment gulo dekhle bojha jay, asholei chorer mayer boro gola 😛

পাইরেসী সফ্টওয়্যার ব্যাবহার করা গরিব দেশের অধিকার ………

Level 0

apna boltasen each pc user sofware kina 400$ usa or Europe dia diba, koitaka remittance assa janan per year? Nijara aga Europe, usa ar moto joggo hon tar pora airokhom gani dar post laikhen..

Level 0

Apna kuranar koi prista porsan bhai. Apna phoroj palon koran ? Apnar pc ta koita software asa? Tar license ar prove dita parben? Apnar country ta jodi copyright law thaka tobai apna churi kortasen. Jodi copyright law na thaka pirated software use kora apnar odikar…

Level 0

Sob chaita boro kotha apna jodi atoi valo hoiten toba techtunes a asten na karon techtunes copyright stuff support kora. Apna pura bangladesh jatika + techtunes admin + all user ka chor boltasen aita apna janan? Amadar jonno akta jinis projojjo desi pirated software use na kora. Disi pirated software use kora apni chor hoben + allahar kasa hisab dita hoba..

সবাইকে আমার সালাম এবং ধন্যবাদ। কেউ এই সত্যটাকে মেনে নিতে পারবে, আবার কেউ পারবে না এটাই স্বাভাবিক। সবভাবেই জীবনকে পরিচালনা করা যায়। আপনি চেষ্টা করুন ভালো পথে থাকার, আল্লাহ আপনাকে ভালো পথে রাখবেন। ডাঃ জাকির নায়েক তার লেকচারে বলে থাকেন, এই জগতে আপনি কষ্ট করবেন, পরকালে আল্লাহ আপনাকে পুষিয়ে দিবেন, ভালোর প্রতিদান ভালো ছাড়া আর কি হতে পারে। হয়তো আমরা যারা কষ্ট করবো পরকালে জান্নাত লাভ হলে আল্লাহ আমাদেরকে Mac Book Air, Windows 8 ব্যবহৃত পিসি ইত্যাদি আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করতে দিবেন।
আসুন আমরা চেষ্টা করি…………………….
আপনাদেরকে সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত রাখা আমার কোন উদ্দেশ্য নয়, প্রকৃত সত্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।
ভালো থাকবেন সবাই, আল্লাহ আমাদের ভালো থাকার তৌফিক দিন (আমীন)।

একটা সত্যি কথা বলি মনে কিছু নিয়েন না। আপনি সফটওয়্যার গুলো ডিলিট করে ঠিক করেন নি। হার্ডওয়্যার চুরি হলে সেটা চলে যায় সফটওয়্যার চলে যায় কাট পেস্ট করলে কিন্তু কপি করলে তো চলে যায় না… ব্যাপার টা এই ভাবে ভাবেন প্রযুক্তির ব্যবহার মানুষের মৌলিক অধিকার। কিছু লোভী লোক এটা কে ব্যবসা হিসাবে ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে … বরং এদের এই ব্যবসা ধ্বংস করছে কতিপয় দক্ষ প্রোগ্রামার যারা আপনার মৌলিক অধিকার ফিরিয়ে দিচ্ছে। এক সময় হয়তো এই ব্যবসা বন্ধ হয়ে যাবে এই আশায়।

একটা কথা আমার কাছে ৬০ জিবির মত সফটওয়্যার আছে সব ফুল্ল ভার্সন মানে পাইরেট। আমার ধারনা আমার কাছে যেই পরিমাণ সফটওয়্যার আছে আমাদের অত্র এলাকার কারো কাছে তা নেই। আর আমি নেশা হল দামী সফটওয়্যার ফ্রী ব্যাবহার করা। যেমনঃ নেটে কজজ করে জানলাম একটা সফটওয়্যারের দাম ৬০০ ডলার। ঐই সফটওয়্যারের ফুল ভার্সন না নামানো পর্যন্ত আমার ঘুম আসে না…। তাই আপনার কাছে আবারও ক্ষমা চাচ্ছি যে অন্তত আমি আপনার উপদেশ সুনতে পারবো না। তবে আমি সফটওয়্যার বিতরণ করি না কারন,আমাকে আমার চেনারা সবাই ভাবে নিউ সফটওয়্যারের আদি কারখানা, তাই আমি যদি সফটওয়্যার বিতরণ করি তাহলে আমি আনকমন থেকে কমন হয়ে যাবো না ????

Level 0

Chorom tune ..Prio ta nilam ….

ঝগড়া না করে পাইরেসি ছাড়া
আমরা কি ভাবে উন্নত computing করতে পারব, সেই সম্পর্কে বলুন

আমি অনেকদিন থেকেই লিনাক্স মিন্ট ব্যবহার করছি। তবে এখানে ভাল কোন ডিকশনারী পাচ্ছি না যা খুবই মিস করি। বিশেষ করে Oxford এবং Cambridge Dictionary এই দুটির নাম বলতেই হয়। ওয়াইনের মাধ্যমে cambridge চালু রেখেছি। এগুলোর কোন linux compatibel format আছে কি না, বা এর চেয়ে ভাল কোন ডিকশনারী আছে কি না জানালে উপকৃত হব। অবশ্য artha ব্যবহার করি তবে wordweb এর মত মাঊসের right click কাজ করে না।

UBUNTU 12.04 ইউজ করছি । কিছু লিমিটেশন আছে। তারপরেও ভালো লাগছে। এই কমেনটাও উবুন্টু থেকে করছি।

জিয়া ভাই, আপনার সাথে আমি একমত ।
তবে এটাও ঠিক যে বড় বড় software কোম্পানিগুলো আমাদেরকে তাদের customer হিসেবে গণ্যই করে না।তবে আমাদের নিজেদেরকে চুরির গুনাহ থেকে বাচানোর জন্যই আমাদেরকে software কিনে use করতে হবে।
আর যে ভাইয়েরা computer এর মাধ্যমে জীবিকা অর্জন করেন তাদের জন্য তো Software কিনে use করা ফরজ, কারন তাছারা তাদের Income হালাল হবে না।