ওপেনসুসি ১১.১ আরেকটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন

লিনাক্স হচ্ছে এমন একটি অপারেটিং সিস্টেম যার রয়েছে অনেক গুলো ডিস্ট্রিবিউশন,অনেকগুলো ফ্লেভার যা ব্যবহারকারী কে স্বাধীনতা দেয় তার পছন্দ ও প্রয়োজনীয়তার ভিত্তিতে নির্দিষ্ট লিনাক্স ডিস্ট্রিবিউশন বেছে নেয়ার স্বাধীনতা। অর্থাৎ আপনি যদি মাল্টিমিডিয়া ব্যাবহারকারী হন বা অডিও ভিডিও এডিটিং এর কাজ করেন তবে আপনি সেসকল এ্যাপলিকেশন বা সুবিধা সম্বলিত লিনাক্স ডিস্ট্রিবিউশন খুঁজে পাবেন তাছাড়াও অফিস বা কর্পোরেট ইউজার,লোকনফিগারেশন পিসির জন্য, ক্লাউড কম্পিউটিং এর জন্য মাল্টিমিডিয়া স্টুডিওর জন্য রয়েছে আলাদা আলাদা লিনাক্স ডিস্ট্রিবিউশন। এর মধ্যে কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে যার মধ্যে উবুন্টু সম্পর্কে তো আপনারা প্রায় সবাই জানেন তবেন উবন্টু ছাড়াও জনপ্রিয়তার শীর্ষে যেসকল লিনাক্স ডিস্ট্রিবিউশন রয়েছে তার মধ্যে যথাক্রমে ওপেনসুসি,ফিডোরা,ডেবিয়ান,ম্যানড্রিভা, পিসিলিনাক্সওএস অন্যতম। আমার এর আগের বেশিরভাগ পোষ্টে আমি উবুন্টু নিয়েই বেশী লিখেছি এতে কেউকেউ আমার কাছে অভিযোগ এবং ইচ্ছা প্রকাশ করেছেন আমি যেন অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন নিয়েও লিখি তাই ভাবলাম ওপেনসুসি ১১.১ দিয়েই শুরু করি। উবুন্টুর পর এটি আমার দ্বিতীয় পছন্দের লিনাক্স ডিস্ট্রিবিউশন।

সুসি লিনাক্স ওপেনসোর্স হলেও শুরুর দিকে এটি ফ্রি ছিলনা। এর এন্টারপ্রাইজ সার্ভার এডিশন কিনতে পাওয়া যেত যার টার্গেট ছিল এন্টারপ্রাইজ এবং কর্পোরেট ইউজার। তবে Novell Inc ২০০৩ সালের নভেম্বরে সুসি কে কিনে নেবার পর সুসির কমার্শিয়াল বা এন্টারপ্রাইজ ভার্সনের পাশাপাশি এর ফ্রি ভার্সন (SUSE Linux 10.0) রিলিজ করে যা ওপেনসোর্স কমিউনিটি ও ভলান্টিয়ার দ্বারা পরিচালিত এবং ডেভলপমেন্টের কাজ করা হয়। পরে এর নাম পরিবর্তন করে openSUSE 10.2 রিলিজ করা হয়। আসলে ফ্রি (openSUSE) ও এন্টারপ্রাইজ ভার্সনের মধ্যে খুব বেশী তফাৎ নেই। এন্টারপ্রাইজ এডিশন কিনলে আপনাকে সাপোর্ট এবং সার্ভিস প্রদান করা হবে আর ফ্রি ভার্সনে আপনি কমিউনিটি ও ভলান্টিয়ার দের কাছ থেকে সহায়তা পাবেন। তাই বলাযায় এটি হোমইউজারের পাশাপাশি অফিস ইউজারদের উপযোগী একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। ওপেনসুসির যে বিষয়টি আমাকে আকর্ষন করে তা হল এর অসংখ্য প্রয়োজনীয় এ্যাপলিকেশনের কালেকশন এবং প্রতিটি নতুন ভার্সনে ডজনখানেকের বেশী উল্যেখযোগ্য ফিচার। তবে নোভেল এর যে বিষয়টি ভালোলাগেনি তা হল নোভেল মাইক্রোসফটের সাথে চুক্তি করেছে । এই চুক্তি স্বাক্ষরের ফলে নোভেল তার প্রোডাক্টে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করতে পারবে এবং মাইক্রোসফটও তাই করতে পারবে। আমি এ বিষয় নিয়ে আগে লিখেছিলাম এখানে দেখুন। তবে আমার মতে মাইক্রোসফট ভরসা করার মত কোম্পানী নয় । কেন সেটি আমার ওই লেখা থেকেই বুঝতে পারবেন তবে যাহোক ফলাফল যেটাই হোক সেটা নোভেলই ভোগ করবে।

যাক অনেক হল ইতিহাস এবার মূল বিষয়ে ফিরে আসি। আজকে যেটি সম্পর্কে আপনাদের জানাবো তা হল ওপেনসুসি এর সাম্প্রতিক প্রকাশিত সংস্করণ ওপেনসুসি ১১.১ সম্পর্কে যেটি ১৮ই ডিসেম্বর, ২০০৮ এ রিলিজ হয়েছে।

তবে আসুন দেখি ওপেনসুসির ফিচার ও আপডেট গুলিঃ

suse111_box

ইনস্টলেশন

ওপেনসুসি ১১.১ এর ডিভিডি ইনস্টলার কে নতুন করে সাজানো হয়েছে এবং আরো আকর্ষনীয় করে তোলা হয়েছে। এছাড়াও ওপেনসুসি ১১.১ এর লাইভসিডিও পাওয়া যায় । Gnome এবং KDE ডেক্সটপ এর উপর ভিত্তিকরে দুটি আলাদা লাইভসিডি পাবেন অর্থাৎ আপনি ইনস্টল না করেও ওপেনসুসি ১১.১ পরখ করে দেখতে পারবেন লাইভ সিডির মাধ্যমে এবং উবুন্টুতে যেভাবে আপনি লাইভসিডির মাধ্যমে ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন সেভাবেই আপনি ওপেনসুসি ১১.১ ও ইনস্টল করতে পারবেন। এছাড়াও পার্টিশনিং এর ক্ষেত্রে ওপেন সুসি ১১.১ এ নতুন পার্টিশনিং মডিউল যুক্ত করা হয়েছে যা হার্ডডিস্ক পার্টিশনিং এর ক্ষেত্রে অভিজ্ঞ ইউজার দের জন্য সহায়ক হবে। তবে লাইভ সিডি থেকে আমি ডিভিডি ভার্সন থেকে সুসি ইনস্টল করার পক্ষে কারন এতে আপনি সকল ফিচার সহ যাবতীয় সব এ্যাপলিকেশন পাচ্ছেন আরআপনি পাচ্ছেন নির্দিষ্ট কিছু এ্যাপলিকেশন ইনস্টলেশনের জন্য সিলেক্ট করার ক্ষমতা।

opensuse-11-1-is-here-31

ডেক্সটপ এনভায়রনমেন্ট

ডেক্সটপ এনভায়রনমেন্টের মধ্যে আপনি পাচ্ছেনঃ

  • GNOME 2.24.1 – ওপেনসুসি ১১.১ এ দেয়া হয়েছে জিনোম ডেক্সটপ এর ২.২৪.১ সংস্করণ যাতে রয়েছে ট্যাব ফিচার সহ নানান সুবিধা। সুসি ডেস্কটপ এনভায়রনমেন্ট গুলো নিজের মত কাস্টোমাইজ করেনেয়। তাই এতে আপনি জিনোমের স্বাভাবিক উপরনীচে দুটি প্যানেলের বদলে নীচে একটি প্যানেলই পাবেন আর সুসি লিনাক্সে জিনোমের স্টার্টমেনুটিও আলাদা যা নীচের চিত্রে দেখতে পারেন। চিত্রঃ জিনোম স্টার্টমেনু

g-m-m

  • KDE 4.1.3 + KDE 3.5.10 – জিনোম এর পাশাপাশি ওপেনসুসি তে রয়েছে কেডিই ডেক্সটপ এবং এর সঙ্গে আসা কিছু আনুসঙ্গিক এ্যাপলিকেশন যেগুলো নিয়ে পরে আলোচনা করছি। তাছাড়া যাদের আগের কেডিই ডেক্সটপ পছন্দ তাদের জন্য রয়েছে KDE 3.5.10 ।

kde4-41-oxygen-sample-custom

  • Xfce 4.4.3 – এটি হচ্ছে একটি লাইটওয়েট ডেক্সটপ এনভারনমেন্ট যা লো-কনফিগারেশন পিসির জন্য অত্যন্ত উপযোগী। তাছাড়া আপনার পিসির কনফিগারেশন ভালো হলেও কেডিই বা জিনোম ডেক্সটপ থেকে এটিকে অনেক ফাস্ট মনে হবে।

os11-xfce-3

  • ডেক্সটপ ইফেক্ট- ওপেনসুসি ১১.১ Compiz Fusion এর মাধ্যমে আপনি ৩ডি ডেক্সটপ ইফেক্ট তো পাচ্ছেনই এছাড়াও আপনি KDE 4 এরKWin দ্বারা আরো কিছু নতুন ইফেক্ট ও পাবেন।

opensuse-11-1-is-here-9

অফিস ইউজারদের জন্য প্রয়োজনীয় এ্যাপলিকেশন

  • OpenOffice.org 3.0 এবং KOffice 1.6.3 – OpenOffice হচ্ছে একটি ওপেনসোর্স ক্রস-প্লাটফর্ম অফিস এ্যাপলিকেশন এবং মাইক্রোসফট অফিসের এক শক্ত প্রতিদ্বন্দী। ৩.০ হচ্ছে ওপেনঅফিস এর একটি বহুল প্রত্যাশিত ভার্সন। কারন এতে রয়েছে নানান গুরুত্বপূর্ন ইমপ্রূভমেন্ট যে ভার্সন টি আমরা উবুন্টু ইন্টারপিড আইবেক্স ৮.১০ এ আশা করেছিলাম। নোভেলের কাস্টোমাইজড এই ওপেনঅফিস সুইটে রয়েছে উন্নত Microsoft Excel interoperability, ৩ডি স্লাইড ট্রানজিশন এছাড়াও ODF(Open Document Format) 1.2 এর জন্য সাপোর্ট, OOXML এর জন্য ইমপোর্ট ফিল্টার,Gstreamer (মাল্টিমিডিয়া এমবেডিং) Mono(.NET এর বিকল্প) এর জন্য সাপোর্ট সহ আরো নানাকিছু।

    এছাড়াও রয়েছে কেডিই ডেক্সটপের জন্য আরেকটি অফিস এ্যাপলিকেশন সুইট KOffice যেটি ওপেনঅফিসের মতই একটি অফিস এ্যাপ্লিকেশন সুইট তবে এটি ক্রসপ্লাটফর্ম নয় । দুটোতেই রয়েছে ডকুমেন্ট লেখালেখি,স্প্রেডশিট,প্রেজেন্টেশন তৈরীর জন্য এ্যাপলিকেশন।

  • Beagle ডেক্সটপ সার্চ টুল- Beagle হচ্ছে ওপেনসুসির ডিফল্ট ডেক্সটপ সার্চটুল। এই সার্চটুলের মাধ্যমে যে আপনি শুধু আপনার হার্ডডিস্কে রাখা ফাইল সমূহ সার্চ করতে পারবেন তা নয়। এর মাধ্যমে আপনি ডকুমেন্ট,ইমেইল/এটাচমেন্ট, ওয়েব হিস্টোরি, ম্যাসেঞ্জার চ্যাট কনভারসেশন, এড্রেসবুক কনটাক্ট,সোর্সকোড,মিউজিক/ভিডিও/ছবি,কমপ্রেসড আর্কাইভের কন্টেন্ট সার্চ করতে পারবেন এবং বিভিন্ন এ্যাপ্লিকেশনের ডাটা কন্টেন্ট ও সার্চ করতে পারবেন। এটি আমার একটি প্রিয় ডেক্সটপ সার্চ টুল।

727px-beagle1

  • Tellico- টেলিকো হচ্ছে কেডিই ডেকস্টপ ভিত্তিক একটি বুক ক্যাটালগ ম্যানেজার। এর মাধ্যমে আপনার যদি বুক লাইব্রেরী থাকে তবে আপনি বই গুলোর জন্য ডিজিটাল ক্যাটালগ ডেটাবেজ তৈরী করতে পারবেনএবং বইএর মলাটের চিত্রসহ বইসম্পর্কিত বিভিন্ন তথ্য যুক্ত করতে পারবেন। আপনার একটি বুক লাইব্রেরী থাকলে নিশ্চই এটি কাজে আসবে।

main_screen-11

  • tasqueTasque 0.1.7 এটি হচ্ছে লিনাক্সের জন্য টাস্ক ম্যানেজমেন্ট (Todo list) এ্যাপলিকেশন অর্থাৎ ভূলোমন পাবলিকদের জন্য প্রয়োজনীয় এ্যাপলিকেশন 🙂

tasquewnotes1

  • Evolution 2.24.1.1, Kontact 4.1.3 - এভলুশন কে আপনি মাইক্রোসফট আউটলুকের লিনাক্স বিকল্প হিসেবে ধরে নিতে পারেন। এটি একাধারে PIM(Personal information manager) , ইমেইল ক্লায়েন্ট, কন্টাক্ট লিস্ট,টার্ক,ক্যালেন্ডার ম্যানেজার এবং এটি Exchange 2000/2003 সাপোর্ট করে। আর kontact ও অনেকটা Evolution এর মত কেডিই ডেকস্টপ ভিত্তিক Personal information manager।

read-mail

kontact_presentation

  • Wine 1.1.9 – ওয়াইন হচ্ছে উইন্ডোজ ভিত্তিক এ্যাপলিকেশন লিনাক্সে চালানোর জন্য একটি Emulator এটি উইন্ডোজ এ্যাপলিকেশন সমুহ লিনাক্সে চলতে সহায়তা করে।

গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য এ্যাপলিকেশন

  • GIMP 2.6.2 – জিম্প হচ্ছে একটি ইমেজ এডিটিং এবং Image Manipulation এ্যাপলিকেশন। এডবি ফটোশপের মত বিশাল ওফিচার সমৃদ্ধ এ্যাপলিকেশন না হলেও আপনার দৈনন্দিন সাধারণ ইমেজ এডিটিং এর চাহিদা মেটাবে।
  • Inkscape 0.46 – লিনাক্সে ভেক্টর গ্রাফিক্স ড্রইং এর ক্ষেত্রে ইন্কস্কেপ একটি অনন্য সফটওয়্যার। এরদ্বারা আপনি এডবি ইলাস্ট্রেটর,কোরেলড্র এর মত ভেক্টর গ্রাফিক্স তৈরী করতে পারবেন। এতে রয়েছে এডভান্সড SVG ফিচার যেমন (markers, clones, alpha blending) এছাড়াও রয়েছে trace bitmap এর মত গুরুত্বপূর্ণ ফিচার।

inkscape-047-spiro-typography

  • F-Spot 0.5.0.3, Gwenview 1.4.2, Digikam 0.9.4 – ছবি ব্যাবস্থাপনার সফটওয়্যার হিসেবে ওপেনসুসিতে দেয়া হয়েছে F-Spot , Gwenview এবং Digikam

digikam

মাল্টিমিডিয়া

  • Banshee 1.4.1, Amarok 1.4.10 & 2.0 – বানশি সম্পর্কে তো আপনাদের আগেই জানিয়েছিলাম এমারক ও বানশির মত একটি মিউজিক ম্যানেজমেন্ট সফটওয়্যার।
  • Kaffeine – এটি একটি ওপেনসোর্স মিডিয়া প্লেয়ার।
  • Audacity 1.3.5 – অডিও ক্লিপ এডিটিং এর জন্য ছোট কিন্তু অত্যন্ত কার্যকরী একটি এ্যাপলিকেশন।

audacity-linux

  • k3b CD/DVD burner – সিডি ডিভিডি বার্নিং এর ক্ষেত্রে একটি যুতসই এ্যাপলিকেশন যা উইন্ডোজ/লিনাক্স ভিত্তিক নিরো সিডি/ডিভিডি বার্নিং এ্যাপলিকেশনের কথা ভূলিয়ে দেবে।
  • Gnash 0.8.4 – এটি একটি জি.এন.ইউ ওপেনসোর্স ফ্ল্যাশ মুভি প্লেয়ার ও ব্রাউজার প্লাগইন । বলা যায় এডবি ফ্ল্যাশ প্লেয়ারের ওপেনসোর্স বিকল্প।

gnash08

নেটওয়ার্ক

  • NetworkManager 0.7 – নেটওয়ার্ক ম্যানেজার এর সাম্প্রতিক ভার্সন যাতে রয়েছে ৩জি নেটওয়ার্ক ও মোবাইল নেটওয়ার্ক কানেকশন সাপোর্ট। এছাড়া ওপেনসুসি তে ব্লুটুথ সাপোর্ট ও রয়েছে।

mobile_broadband

  • Samba 3.2.4 – সাম্বা ( হিন্দি শোলে ফিল্মের সাম্ভা ক্যারেকটার নয় কিন্তু 😉 ) হল উইন্ডোজ ও লিনাক্সের মধ্যে নেটওয়ার্কিং ,ফাইল ওপ্রিন্টার সার্ভিস শেয়ারিং সুবিধা দেওয়ার জন্য একটি এ্যাপলিকেশন।
  • Nagios 3.0.5 – এটি হচ্ছে একটি ওপেনসোর্স নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম।

ইন্টারনেট

  • VOIP সফটওয়্যার – ভিওআইপি সফটওয়্যার হিসেবে ওপেনসুসিতে রয়েছে Ekiga 3.0.1, Linphone 2.1.1ওTwinkle 1.3.2

ekigacall-thumb

  • ওয়েব ব্রাউজার – ওয়েব ব্রাউজার হিসেবে দেয়া হয়েছে Firefox 3.0.4, Konqueror 4.1.3 এবং SeaMonkey 1.1.13
  • টরেন্ট ও পি২পি ক্লায়েন্ট- Bittorrent, Ktorrent 3.1.5 এবং Monsoon 0.15
  • ইমেইল ক্লায়েন্ট- Thunderbird 2.0.0.18 ,Evolutionএবং Kontact
  • ম্যাসেঞ্জার/চ্যাট ক্লায়েন্ট - Kopete 4.1.3, Pidgin 2.5.1, Empathy 2.24.1

সিকিউরিটি

  • Finger print recognition সাপোর্ট
  • AppArmor 2.3 - Application Armor বা সংক্ষেপে AppArmor ওপেনসুসির এ্যাপলিকেশন সমূহের জন্য নিরাপত্তা প্রদান করে এবং বহিরাগত থ্রেটসমূহ হতে এ্যপালিকেশন কে রক্ষা করে এবং এ্যাপ্লিকেশনের ক্ষমতা নিয়ন্ত্রন করে যাতে উক্ত এ্যাপলিকেশনের ক্ষমতা কে কাজে লাগিয়ে কেউ অবৈধ অনুপ্রবেশ বা ক্ষতিসাধন না করতে পারে।
  • এন্টিভাইরাস বা ভাইরাস স্ক্যানার- এন্টিভাইরাস হিসেবে রয়েছে AntiVir এবং লিনাক্সের জন্য জনপ্রিয় এন্টিভাইরাস clamav 0.94.1 ।
  • স্প্যাম ফিল্টার- স্প্যাম মেইল এর জ্বালাতন হতে রক্ষা করার জন্য রয়েছে SpamAssasin 3.2.5 ও bogofilter 1.1.1

এছাড়াও রয়েছে SELinux , SUSE Firewall ও উন্নত YaST security module ।

ডেভলপমেন্ট এবং প্রোগ্রামিং এর সহায়ক এ্যাপলিকেশন

  • ডেভলপারদের সুবিধার্থে ওপেনসুসিতে দেয়া হয়েছে অনেকগুলো ডেভলপমেন্ট টুল ফ্রেমওয়ার্ক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন- Mono, KDevelop, Eclipse 3.4, gtk+ 2.14.4 , Python 2.6.0, Ruby on Rails 2.1, openJDK 1,2b11, Perl 5.10.0, Qt 4.4.3 ইত্যাদি।

ডেক্সটপ ভার্চুয়ালাইজেশন

  • ডেক্সটপ ভার্চুয়ালাইজেশন বা একটি অপারেটিং সিস্টেমের মধ্যে আরেকটি অপারেটিং সিস্টেম চালানো বা অনেকগুলো ওএস চালানো আজকাল সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে ডেকস্টপ ভার্চুডালাইজেশনের জন্য ওপেনসুসিতে দেয়া হয়েছে জনপ্রিয় ডেক্সটপ ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার Virtual Box 2.0.6 , KVM 78 এবং XEN 3.3.1 ।

এছাড়াও অন্যান্য আপডেটের মধ্যে রয়েছে · Linux kernel 2.6.27.7, X.Org 7.4, PulseAudio 0.9.12 ও অন্যান্য সফটওয়্যার সমূহের আপডেটেড ভার্সন।

তাহলে বুঝতে পারছেন তো কেন ওপেনসুসি লিনাক্স ডিস্ট্রিবিউশনটি আমার এত প্রিয় 🙂

সিস্টেম রিকোয়ারমেন্টঃ

Processor: Intel—Pentium 1-4 or Xeon; AMD—Duron, Athlon, Athlon XP, Athlon MP, Athlon 64, Sempron or Opteron

  • Main memory: At least 256 MB; 512 MB recommended
  • Hard disk: At least 500 MB for minimal system; 3 GB recommended for standard system
  • Sound and graphics cards: Supports most modern sound and graphics cards
  • DVD-ROM Drive (required for installation from DVD media)

powered_by_opensuse_kde_suse

ওপেনসুসি ডাউনলোড করতে ভিজিট করুন http://software.opensuse.org/

রেফারেন্সঃ

সৌজন্যেঃ মুক্ত.অর্গ
http://mukto.org/content/view/111/41/
ইশতিয়াক আহমেদ (ফয়সাল)

Level 0

আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Share your knowledge with others..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, ওপেন সুসি-র সিডি কোথায় পাব???

http://software.opensuse.org/ এখান থেকে জিনোম বা কেডিই ডেকস্টপ সহ আলাদা আলাদা লাইভ সিডি ডাউনলোড করতে পারবেন বা ডিভিডিও ডাউনলোড করতে পারেন

Level 0

ভাইয়া, ওপেনসুসি ব্যবহার করতে চাই, কিন্তু সিডি পাচ্ছিনা। কোথায় পাব??? আপনি কোথায় থাকেন??? প্লিজ একটু যোগাযোগ করবেন… [email protected]

আমি থাকি শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে আমার মোব: 01713249573

ফয়সাল

আমার কাছে ডিভিডি ভার্সন নেই তবে গনোম ডেক্সটপ লাইভ সিডি ভার্সন টি আছে এটা নিতে পারেন