উবুন্টু পিসি কে ওয়াইফাই হটস্পট এ পরিনত করুন (Create wifi hotspot in ubuntu)

যারা উবুন্টু তে wifi hotspot চালু করতে পারছেন কিন্তু এন্ড্রোয়েড, উইন্ডোজ ডিভাইস দিয়ে ওয়াইফাই খুঁজে পাচ্ছেন না, আশা করি তাদের উপকারে আসবে। 🙂

উবুন্টুর নেটওয়ার্ক টাইপ হলো ad-hoc network, এন্ড্রোয়েড ডিভাইস এই নেটওয়ার্ক সমর্থন করে না, তাই হটস্পট চালু হলেও সার্চ দিয়ে নেটওয়ার্ক খুঁজে পাওয়া যায় না। এই সমস্যা সমাধানের অনেক উপায় আছে, আজ আমি আপনাদের সাথে সহজতম কিন্তু কার্যকরী একটা উপায় নিয়ে আলোচনা করবো

একটি থার্ড পার্টি এপ্লিকেশন (ap-hotspot) ব্যবহার করে আপনারা আপনারা হটস্পট চালু করে নেট ব্যবহার করতে পারবেন।

  • উবুন্টু সফটওয়্যার সেন্টারে গিয়ে kde5-nm-connection-editor লিখে সার্চ দিন এবং ইন্সটল দিন।
  • অথবা টার্মিনালে গিয়ে লিখুন ---

$ sudo apt-get update
$ sudo apt-get install plasma-nm

এরপর আবার লিখুন----

$ kde5-nm-connection-editor

  • ইন্সটল হয়ে গেলে Alt+F2 চাপুন এবং নিচের কমান্ড টি লিখে Enter প্রেস করুন। ( kde5-nm-connection-editor)

  • Add Button এ ক্লিক করুন এবং ড্রপ ডাউন মেনু থেকে “Wireless (shared)” সিলেক্ট করুন।

  • কানেকশন এর একটি নাম সিলেক্ট করুন, SSID তে আমি আমার কানেকশন এর নাম ব্যবহার করেছি আপনি ও আপনার কানেকশন এর নাম ব্যবহার করতে পারেন। Mode অপশনটি তে Access Point সিলেক্ট করুন। যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে Wireless Security tab এ গিয়ে পাসওয়ার্ড দিতে পারবেন। হয়ে গেলে OK ক্লিক করুন।

  • মেনু বার থেকে Enable Networking, Enable wifi মার্ক করুন (চালু করুন)।এরপর Connect to hidden wifi network এ ক্লিক করে আপনার পূর্বে তৈরিকৃত হটস্পট টি সিলেক্ট করুন। আশা করি কানেক্ট হয়ে গেছে এখন আপনার এনড্রোয়েড, উইন্ডোজ ডিভাইস থেকে ওয়াইফাই সার্চ দিয়ে কানেক্ট করে ফেলুন আর ইচ্ছে মত নেট চালান।

 স্টেপ গুলো ঠিকভাবে অনুসরণ করলে কোন সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যা হয় জানাবেন ধন্যবাদ।

Level 0

আমি প্রতীক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে নতুন কিছু শিখতে, আর তা যদি হয় কম্পিউটার সম্মন্ধিত তা হলে তো কথাই নেই। নতুন কিছু শিখতে আর যা জানি তা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতেই টেকটিউনস এ আসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লেখা। ধন্যবাদ।
আমার দুটি প্রশ্ন-(যদি আপনি লিনাক্স সম্পর্কে মোটামুটি ভালো বোঝেন)
যদি এই দুটির উত্তর পেয়ে যাই তবে আর লিনাক্স ব্যাবহারে আমার আর কোন প্রবলেম নেই।
১* আমি লিনাক্সে কোন ভাবেই বাংলা লেখা আনতে পারিনি। বিশেষ করে বিজয় বা অভ্র। এটা আমার অপারগতা।
২* কোন সাইট থেকে সফটওয়্যার নামিয়ে আজ পর্যন্ত কিভাবে ইন্সটল করে সেটা বুঝিনি (টার্মিনাল সিস্টেম ছাড়া)
অফ টপিক ঃ openSUSE-Leap-42.1 কিভাবে ইন্সটল দিব বা এটা সম্পর্কে আপনার কমেন্ট কি? (এটা নরমালি ইন্সটল হয়না অন্য গুলর মত আর ইউটিউবে এটার লেটেস্ট ভারসন কিভাবে ইন্সটল করে এমন কোন ভিডিও ও পাইনি।

যেহেতু কমেন্ট করে এর ডিটেইল বলা অনেক কষ্ট সাপেক্ষ তাই আমার ফেসবুকে দয়া করে আপনার নাম্বারটা দিলে খুব উপকার হয়। জাস্ট কমেন্টে টেক্টিউন শব্দটা লিখে দিলেই আমি বুঝবো।

আমার ফেসবুক [email protected] বা abdullah ether khan

দেখেন আমার এই উপকার করতে পারেন কিনা … চুরি করে আর দরজা ব্যাবহার করতে ভালো লাগে না ।। বিবেকে বাধা দেয়। আপনাকে আবার ধন্যবাদ

    1) Unijoy er jonno 1st terminal open korun, Type korun

    sudo apt-get install ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk

    Then,

    sudo ibus-daemon -xdr

    hoye gele system setting theke Text Entry te click korun, oikhane + symbol ase sekhan theke Bengali (unijoy m17n) select korun. Language change korte ” super key(windows key)+ space ” button use korun. Sorry banglay type korte parlam na

    ubuntu er jonno software ti 1st e kono web site theke namaben, EX: googlechrome.deb , tarpor file ti te click korle password chaibe, password dilei auto software install hoye jabe ( internet connection thakte hobe). Offline er process ta ektu jhamela, online e install ekdom easy try kore dekhun.

অনেক আগেই থেকেই লিনাক্স ব্যবহার করার ইচ্ছা তাই অবশেষে কিছুদিন আগে উইন্ডোজ এর পাশাপাশি লিনাক্স উবুন্টু ইন্টারনেট থেকে নামিয়ে ডিভিডিতে বুট করে ইনিষ্টল দিয়েছি নিজে নিজেই। সবই ঠিকাছে কিন্তু ইন্টারনেট সংযোগ দিলে ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে পারি কিন্তু সমস্যা হলো উবুন্টু সফটওয়্যার সেকশন থেকে কোন সফটওয়্যার লোড হচ্ছে না। যদি সমাধান বলে দিতেন তাহলে লিনাক্স এর প্রতি ভালোবাসা আরো বেড়ে যেত।

অগ্রিম ধন্যবাদ!