উবুন্টুতে কি ভাবে ইন্টারনেট কানেকশন করবেন ? ( নতুন উবুন্টু ব্যবহার কারীদের জন্য

অনেকে আমার আগের উবুন্টুর টিউন পড়ে উবুন্টুতে নেট কানেক্ট কি ভাবে করা হয় তা জানেত চেয়েছিলেন, তাই যারা উবুন্টুতে নেট কানেক্ট করতে পারেন না বলে উবুন্টু ব্যবহার থেকে বিরত থাকেন তাদের সাহায্য করবে আমার এই টিউন।আপনারা হয়তো উবুন্টু লোড করে বুঝতে পেরে গেছেন উবুন্টুতে বেশীর ভাগ ড্রাইভার নিজে থেকে ই লোড হয়ে যায় যার ব্যতিক্রম ঘটে না আপনার মোবাইল এর মডেম ড্রাইভারের ক্ষেত্রেও তাই নেট কানেক্ট করা জন্য Windows এর মতোন আপনাকে কোন ড্রাইভার লোড করতে হবে না। প্রথমে আপনার মডেমটাকে কানেক্ট করুন ডাটা কেবল দিয়ে আর ডাটা কেবল না থাকলে

ব্লুটুথ দিয়ে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হলে আপনার করনীয়

ব্লুটুথ দিয়ে নেট কানেক্ট করতে হলে আপনাকে একটা সফটওয়ার লোড করতে হবে যার নাম Blueman Device Manager
UBUNTU এর উপরের প্যানেলে থাকা এই সিম্বলের উপর ক্লিক করুন ও ও নিচের মতোন স্ক্রীন আসবে ওখানে Search তে ক্লিক করুন তার আগে আপনার মোবাইলে ব্লুটুথকে আন করে দিবেন।

ও ধরে নিলাম উপরের ছবির মতোন আপনার ফোন নাকে ব্লুটুথ ম্যান ডিভাইস পেয়ে গেছে এবার মোবাইলের ছবির উপর ক্লিক করে pari করে নিন ও পেয়ার হয়ে গেলে পুনরায় মোবাইলের ছবির উপর ক্লিক করুন ও Dial-Up Networking সিলেক্ট করুন

ও মোবাইলে Yes করে নিন ও নিচের পদ্ধতি অনুসরন করুন।
Blueman ব্যবহার না করেও ব্লুটুথ দিয়ে নেট কানেকশন করতে হলে নিচের পদ্ধতি অনুসরন করুন। প্রথমে ব্লুটুথ লাগিয়ে Set up new device মেনুতে ক্লিক করুন

তার পর পেয়ার করুন

পেয়ার করা হলে নিচের ছবির মতো Option দেখাবে ওখানে ওকে ঠিক দিন তার পর ডাটা কেবল কানেকশনের মতো উন্ডোজ আসবে বাকি টা পরের মতো ই

    ডাটা কেবল দিয়ে Ubuntu তে নেট কানেকশ করতে


UBUNTU এর উপরের প্যানেলে থাকা এই সিম্বলের উপর ক্লিক করুন (নীল রং করে দেওয়া আইকন)



এর পরের ধাপে আপনি য়ার কানেকশন ব্যবহার করে নেট ব্যবহার করবেন সেটি সিলেক্ট করুন


সবুজ রং এর অংশটি তে আপনার APN যদি আলাদা হয় সেটি লিখুন

ও নিচের ছবি আনুসরন করলেই আপনি পারবেন আর যারা ল্যানের মাধ্যমে ও নেট কনেক্ট করবেন একই পদ্ধতি অনুসরন করুন
আর USb Modem এর জন্য বলব USb কানেক্ট করার পর যদি ড্রাইভার থাকে তাহলে ও ডাটা কেবলেন মতোই পদ্ধতি অনুসরন করলেই হবে.ঢযারা উবুন্টুতে নেট কানেক্ট করতে পারেন না বলে উবুন্টু ব্যবহার থেকে বিরত থাকেন তাদের সাহায্য করবে আমার এই টিউন।আপনারা হয়তো উবুন্টু লোড করে বুঝতে পেরে গেছেন উবুন্টুতে বেশীর ভাগ ড্রাইভার নিজে থেকে ই লোড হয়ে যায় যার ব্যতিক্রম ঘটে না আপনার মোবাইল এর মডেম ড্রাইভারের ক্ষেত্রেও তাই নেট কানেক্ট করা জন্য Windows এর মতোন আপনাকে কোন ড্রাইভার লোড করতে হবে না। প্রথমে আপনার মডেমটাকে কানেক্ট করুন ডাটা কেবল দিয়ে আর ডাটা কেবল না থাকলে

ব্লুটুথ দিয়ে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হলে আপনার করনীয়

ব্লুটুথ দিয়ে নেট কানেক্ট করতে হলে আপনাকে একটা সফটওয়ার লোড করতে হবে যার নাম Blueman Device Manager
UBUNTU এর উপরের প্যানেলে থাকা এই সিম্বলের উপর ক্লিক করুন ও ও নিচের মতোন স্ক্রীন আসবে ওখানে Search তে ক্লিক করুন তার আগে আপনার মোবাইলে ব্লুটুথকে আন করে দিবেন।

ও ধরে নিলাম উপরের ছবির মতোন আপনার ফোন নাকে ব্লুটুথ ম্যান ডিভাইস পেয়ে গেছে এবার মোবাইলের ছবির উপর ক্লিক করে pari করে নিন ও পেয়ার হয়ে গেলে পুনরায় মোবাইলের ছবির উপর ক্লিক করুন ও Dial-Up Networking সিলেক্ট করুন

ও মোবাইলে Yes করে নিন ও নিচের পদ্ধতি অনুসরন করুন।
Blueman ব্যবহার না করেও ব্লুটুথ দিয়ে নেট কানেকশন করতে হলে নিচের পদ্ধতি অনুসরন করুন। প্রথমে ব্লুটুথ লাগিয়ে Set up new device মেনুতে ক্লিক করুন

তার পর পেয়ার করুন

পেয়ার করা হলে নিচের ছবির মতো Option দেখাবে ওখানে ওকে ঠিক দিন তার পর ডাটা কেবল কানেকশনের মতো উন্ডোজ আসবে বাকি টা পরের মতো ই

    ডাটা কেবল দিয়ে Ubuntu তে নেট কানেকশ করতে


UBUNTU এর উপরের প্যানেলে থাকা এই সিম্বলের উপর ক্লিক করুন (নীল রং করে দেওয়া আইকন)

নিচের অংশটুকু (ডাটা কেবল দিয়ে কানেক্ট করুন আর ব্লুটুথ দিয়ে কানেক্ট করুন ) সকলের ক্ষেত্রে একই।


এর পরের ধাপে আপনি য়ার কানেকশন ব্যবহার করে নেট ব্য়বহার করবেন সেটি সিলেক্ট করুন


সবুজ রং এর অংশটি তে আপনার APN যদি আলাদা হয় সেটি লিখুন

ও নিচের ছবি আনুসরন করলেই আপনি পারবেন আর যারা ল্যানের মাধ্যমে ও নেট কনেক্ট করবেন একই পদ্ধতি অনুসরন করুন
আর USb Modem এর জন্য বলব USb কানেক্ট করার পর যদি ড্রাইভার থাকে তাহলে ও ডাটা কেবলেন মতোই পদ্ধতি অনুসরন করলেই হবে.

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai apnake onek thanks.

vai ami Broad band(wire) connection use kori ami kibabe ubuntu internet connection korbe ektu details bolben

pls…….. pls……… onekdin dore try kortechi but parchi na………… ektu bolben……pls

আমার বাংলালাওন এর মডেম কিভাবে ইন্সটল করে ইন্টারনেট বাব্যহার করতে পারব জানাবেন প্লিজ। ভালো পোস্ট 🙂

Level 0

সাইফুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা যারা বাংলালায়ন ব্যাবহার করি তারা উবুন্টতে কিভাবে নেট কানেক্ট করব।

অনেক উপকারী টিউন। ১মাস পর উবুন্টুতে আসছি। তখন কাজে লাগবে।
ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাল লিখেছেন, আমি উইন্ডোজ এর পাশাপাশি লিনাস্ককে ও ইন্টারনেট ইউজ করি ব্যবহার করি……..>

Level 0

আমি নোকিয়া এন৭০ তে ইন্টারনেট কনেক্ট করব কিভাবে বলবেন

অনেক ধন্যবাদ।জুম আল্ট্রা তে কিভাবে করতে হয় জানালে খুশী হব।কানেক্ট করলে ডিভাইস দেখায় কিন্তু সেটা আর ওপেন হয় না।

Gp dia connect korte perechi kintu blink dia hosse na. ki korte pari?

Level 0

banglalion diye ubuntu te net a dukte parci na, ami akjon notun ubuntu user, windows cere dite chaicilam but wimax diye connect na newai ami ubuntu use korte parci na, pls help me

সাইফুল্লাহ ভাই, আমি আমার ল্যাপটপে (উবুন্টুতে) টিএসসির ওয়াইম্যাক্স এর কোন কানেকশন পাচ্ছি না। কোন নেটওয়ার্ক শো করে না। কিন্তু উইন্ডোজে নেটওয়ার্ক শো করে, নেট চালানো যায়। কি করব একটু সাহায্য করেন।

    আপনার ডিভাইসের ড্রাইভার লোড হয়েছে কিনা তা বুঝতে Network Tools খুলে mobile broadband গিয়ে Add তে ক্লিক করে দেখুন আপশনে কোন ডিভাইসের নাম আছে না Any device দেখাচ্ছে । যদি Any device দেখায় তাহলে আপনার ডিভাইসের ড্রাইভার লোড হয় নি , আর যদি কোন ডিভাইসের নাম দেখায় (মডেম হিসাবে ) তাহলে আপনি কানেক্ট করতে পারবেন । কি দেখাচ্ছে বললে আমার সুবিধা হবে আপনাকে সাহায্য করতে।

Level 0

ভাই একta প্রশ্ন ubuntu r linux mint এর পারtহক্ক কি? আমি লিনাক্স মিনt এ রবি মদেম চালাte পারসিনা।দয়া করে হেল্প করবেন?কিভাবে রবি মদেম লিনাক্স মিনt এ চালান জায়?

Level 0

সাইফুল্লাহ ভাই,দয়া করে হেল্প করবেন?

Level 0

আমি উবুন্টু ১১.০৪ তে ব্রডব্যান্ড ব্যাবহার করতে পারতেছি না, দয়া করে হেল্প করবেন?

Level 0

আমি উবুন্টু ১১.০৪ তে ব্রডব্যান্ড ব্যাবহার করতে পারতেছি না, কিভাবে কানেকশন দিতে হয় দয়া করে কেউ বলবেন ?