সহজ পদ্ধতি-উবি দিয়ে উবুন্টু ইন্সটল

অনেকেই দেখলাম পার্টিশানের ঝামেলার কারণে লিনাক্স ইন্সটল করতে ভয় পাচ্ছেন।যারা এই ধরনের ভয় পাচ্ছেন তাদের জন্য অভ্রনীল ভাইয়ের লেখাটা অনুমতি সাপেক্ষে কপি করে দিলাম।মুল লেখার লিংক এখানে

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

অনেকেই উবুন্টু ইন্সটল করতে খুব ভয় পায়। কারন বেশির ভাগ লোকজনই ফরম্যাটের ঝামেলায় যেতে চায়না। তাদের জন্য একদম সহজভাবে উবুন্টু ইন্সটল একটা চমৎকার পদ্ধতি হল উবি (Wubi) ব্যবহার করা। উবি দিয়ে যে কেউ কোন ঝামেলা ছাড়াই উইন্ডোজ পিসিতে উইন্ডোজের যেকোন সফটওয়্যার ইন্সটল করার মত করেই উবুন্টু ইন্সটল করতে পারবে। এজন্য বাড়তি কোন সফটওয়্যার বা অন্য কিছুরও দরকার নেই। নতুন ব্যবহারকারীরা উবুন্টু ইন্সটল করতে গিয়ে পার্টিশন নিয়ে না জানার কারণে প্রায়ই গন্ডগোল করে ফেলে, যার ফলে পার্টিশন মুছে যেতে পারে। উবি দিয়ে ইন্সটল করা হলে আপনার পার্টিশানগুলো হেরফের হবার কোন আশংকাই নেই। তাহলে আসুন দেখি কিভাবে উবি দিয়ে উবুন্টু ইন্সটল করতে হয়।


১। উইন্ডোজ চালু থাকা অবস্থায় আপনার পিসিতে উবুন্টুর সিডি বা বুটেবল ইউএসবি স্টিকটি প্রবেশ করান।

২। অটোরান অন করা থাকলে স্বয়ংক্রিয়ভাবেই উবি চালু হবে। যদি অটোরান অফ করা থাকে বা স্বয়ংক্রিয়ভাবে উবি চালু না হয়, তাহলে সিডি ড্রাইভ বা ইউএসবি ড্রাইভে গিয়ে (নীচের ছবি দ্রষ্টব্য) wubi.exe ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন।

৩। এবার নীচের ছবির মত একটি উইন্ডো খুলবে। সেখান থেকে Install inside Windows অপশনটি সিলেক্ট করুন।

৪। এবার সেটিংসগুলো ঠিক করুন। যে ড্রাইভে উবুন্টু ইন্সটল করতে চান সেখানে মিনিমাম ছয় গিগাবাইট জায়গা খালি থাকতে হবে। নীচের ছবিতে C: ড্রাইভ দেখানো হয়েছে, আপনি এখানে আপনার পছন্দমত যেকোন ড্রাইভ সিলেক্ট করতে পারবেন।

৫। User­name ও Password ফিল্ডে উবুন্টুতে আপনি যে ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে চান সেটা দিয়ে ফেলুন।

৬। এবার Install এ ক্লিক করলেই উবুন্টু ইন্সটল প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

৭। ইন্সটলেশান শেষ হলে পিসি রিবুট করার অপশন আসবে। পিসি রিবুট করুন।

৮। পিসি রিবুট হলে নীচের মত একটা মেন্যু পাবেন যেখান থেকে আপনি সহজেই উইন্ডোজ বা উবুন্টু যেকোন একটা অপারেটিং সিস্টেম কে বেছে নিতে পারবেন। উবুন্টু সিলেক্ট করে Enter চাপুন, ব্যস এবার চালু হয়ে যাবে উবুন্টু।

এভাবে আপনি উইন্ডোজ থেকেই উবুন্টু ইন্সটল করতে পারবেন। আর উবুন্টু যদি মুছে ফেলতে চান তবে উইন্ডোজের কন্ট্রোল প্যানেল থেকে যেকোন সাধারণ সফটওয়্যার মুছে ফেলার মত করেই সেটা মুছতে পারবেন। আপনি যদি উবুন্টু চেখে দেখতে চান তাহলে উবি দিয়ে উবুন্টু ব্যবহার ঠিক আছে। কিন্তু আপনি যদি উবুন্টু শুধু চেখে দেখতে না চান বরং সম্পূর্নরূপে ব্যবহার করতে চান তাহলে উবি দিয়ে ইন্সটল না করাটাই ভাল। তবে নতুন ব্যবহারকারীদেরকে উবুন্টু চেখে দেখার জন্য উবি নিঃসন্দেহে চমৎকার একটি পদ্ধতি।

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাহ দারুন। এ রকম কিছু একটাই খুজতেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

    Level New

    আমি http://www.ubuntu.com থেকে ubuntu 11.04,ubuntu 10.04,Xubuntu 11.04 download করেছি।পরপর সব try করছি ।কোনটাই setup হচ্ছে না।আমি Universal-USB-Installer-1.8.5.7 দিয়ে ৮জিবি pendrive এ boot করছিলাম।setup হচ্ছে না।CD তে write করছি।setup হচ্ছে না।setup এর শেষ সময় COMPUTER হ্যাং হচ্ছে । http://www.ubuntu.com এ যেভাবে বলা হয়েছে সেভাবেই করেছি।setup হইনি।সরাসরি internet থেকে setup দিয়েছি।কাজ হইনি।MY COMPUTER PROCESSOR :CORE i5,RAM:4GB,WINDOWS 7,INTERNET SPEED:512 KBPS DOWNLOAD SPEED 68KBPS,HDD:500 GB.DRIVE C=53GB FREE 13 GB,D=136 FREE 41GB,E=138GB FREE 103 GB,F=136GB FREE 29GB.WIN 7 INSTALLED IN DRIVE C.PLEASE HELP ME SOMEONE TO SETUP UBUNTU PLEASE.My facebook email [email protected],user name S.m.al-razi

এরকম একটি টিউনই খুজতে ছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন…………….

কবেই ইন্সটল করে ফেলেছি… আর এই কারনেই উবুন্টু তে আমার যাত্রা শুরু হয়েছে!

জীবনে যখন প্রথম উবুন্টু ইন্সটল দিতে চাইলাম তখন খুব ভয় হচ্চিল কিভাবে দিব কিন্ত যখন ডিভিডি টা ড্রাইভ এ প্রবেশ করলাম দেখলাম automatic Wubi ওপেন হয়সে তখন আর যায় কুথায় অনেক সহজে ইন্সটল দিয়ে ফেললাম সত্যি wubi দিয়ে কাজ টা করা খুব সহজ

    হু। তবে সরাসরি ইন্সটল করলে চমৎকার গ্রাব মেনু আসে যেটা উইন্ডোজ এর চেয়ে ভালো লাগে দেখতে 🙂

256 MB ram ki ubontu cholbe

আমি Ubuntu 10.04 LTS Install করেছি আপনার দেখানো পদ্ধতিতে, কিন্তু আমি কোন গান বাজাতে পারছি না ।

    আপনাকে অডিও কোডেক নামিয়ে ইন্সটল করতে হবে ।স্টার্ট মেনু থেকে টার্মিনাল(Applications> Accessories> Terminal) এ গিয়ে sudo apt-get install ubuntu-restricted-extra লিখুন তাহলে প্রয়োজনীয় কোডেক ইন্সটল হয়ে যাবে।

লিনাক্স মিন্ট ১১ ডিভিডি তে উবি নাই 🙁

    উবি ডাউনলোড করে সিডিতে বার্ন করে কাজ করা যায় সম্ভবত।কাষ্টোমাইজ করা সিডিগুলোতে দেয়া থাকে।

    হু, সিডি তে থাকলে linux4win কাজ করে, কিন্তু আমি সিডি ডিভিডি কবে কিনসি মনে নাই। ইউএসবি দিয়া চালাই 😉

    আরে! চমৎকার ফিচার ইমেজ দিসেন দেখি 😀

কয়েকদিন আগে কুবুন্টু ১১.০৪ ইন্সটল করেছি । কিন্তু কিছুক্ষণ চালানোর পর ক্রাশ রিপোর্ট দেখায়।
we are sorry, Plasma Desktop Shell closed unexpectedly
You can help us to improve KDE Software by reporting this error.

এরপর টারমিনাল এ গিয়ে আপডেট দেয়ার পর সফটওয়্যার সেন্টারে যে লিস্ট আসে সেখান থেকে ডাউনলোড করতে গেলে অনেক সময় ৯৩%, ৯৯% এর পর হাং হয়ে যাচ্ছে । ড্রাগন প্লেয়ার আপডেট দিলাম ৯৩% এর পর আর হচ্ছে না !
আমি সাইড বাই সাইড উইন্ডোজ ৭ চালাই ।
আমার কম্পিউটারের ২ গিবা র‍্যাম, কোর আই ৩- ২.২৭ গিহা, ৫০০ গিবা হার্ডডিস্ক ।
কিভাবে এই প্রবলেম থেকে মুক্তি পাব ??

বিঃদ্রঃ – আমি কুবুন্টু ১১.০৪ ফুল ইন্সটল করতে চাই, কিন্তু হার্ডডিস্ক পার্টিশন / ফরম্যাট না করে ফুল ইন্সটল কিভাবে করব ??

এছাড়া প্রতিবার লগইন করার পর KDE এর নিচের ডিফল্ট প্যানেলে যে মিডিয়া ফোল্ডার থাকে সেখানে ক্লিক করলে বলে মিডিয়া নট ফাউন্ড, তারপর আবার মিডিয়া কনফিগার করতে হয় ।
ড্রাগন প্লেয়ার আপডেট হবার সময়ও ভিডিও ফাইল গুলো চালানো যাচ্ছিল , কিন্তু হ্যং করার পর আবার mpeg-3 plugin ডাউনলোড করতে বলছে। 🙁 🙁 🙁

    Level 0

    কুবুন্টু আমার জানামতে সবচেয়ে ফালতু KDE ডিস্ট্রো। যদি KDE ব্যবহার করতে চান তাহলে Mint KDE 11 (সম্ভবত এখনো বের হয় নি) কিংবা openSUSE(যদি লিনাক্স ব্যবহারে অভিজ্ঞ হন)। openSUSE, Mint, Ubuntu এর KDE ভার্সনের তুলনা করলে openSUSE> Mint >> Kubuntu। মানে কুবুন্টু সবচেয়ে ফালতু।

    Dragon Player এর পরিবর্তে Kaffeine+xine-codecs ব্যবহার করুন। এছাড়া smplayer ব্যবহার করতে পারেন।

Level 0

আমি কি উবি দিইয়া .ISO ফাইল থেকে সেটআপ দিতে পারবো?

Level 0

ভাই,উবুন্টু দিয়াএক বার ছাঁকা খাইছিলাম , তারপর উবুন্টু বাদ দিয়া দিসি ,আখন আবার ভরশা পাইলাম