Crankshaft সম্পর্কে আলোচনা

# Crankshaft কত প্রকার ও কি কি?

এই উওরে সবাই বলবে Crankshaft তিন প্রকার।
1.One -Piece
2.Semi- Built
3.Fully-Built Crankshaft

কিন্তু এগুলো ছাড়াও আরও কয়েক প্রকার Crankshaft আছে। তবে এই সব প্রকারভেদ কি ভাবে হলো তা বুঝতে হলে তার আগে জানতে হবে Crank /Crankshaft কাকে বল ও ইঞ্জিনের সাথে সংযোজন সুবিধা Assembly Facility কি ধরনের।
Crank :-
U আকৃতির যে মেকানিকাল ডিভাইসের যার এক প্রান্তে একটি Journalও U এর মাঝে অংশটি Pin হিসাবে সাহায্য Rotery Motion থেকে Reciprocating কিংবা Reciprocating Motion থাকে Rotery Motion পরিবর্তন করা যায় তাকে Crank বলে।
সাধারণত :একটি Crank তিনটি অংশ থাকে।
1.একটি Crank Journal
2.দুটি Wed
3.একটি Crank Pin

Crankshaft :-
Crank বিশিষ্ট Shaft কে Crankshaft বলে। বা এক বা একাধিক Crank এর সমন্বয়ে যে Shaft তৈরি করা হয় সেই Shaft-কে Crankshaft বলে।

Caranshft Assembly Facility :-
ইঞ্জিনের Crankshaft গুলি ইঞ্জিনের সাথে তিন ভাবে সংযোজন সুবিধা পাওয়া যায়।

1.Medical ও Low Speed Marine Diesel
ইন্জিন গুলিতে ইন্জিনের Bedplate (Bedframe)এর উপরে Crankshaft স্থাপনের সুবিধা।

2.অপেক্ষাকৃত বরো ধরনের High Speed Marine / Industrial Diesel Engine গুলিতে ইন্জিনের Upper - Half Crank Case(Engine Feame) এর সাথে বাদুড়ের মতো ঝুলন্ত অবস্থায় সংযোজন সুবিধা।

3.অপেক্ষাকৃত ছোট ছোট High Speed Diesel Engine গুলির (যেমন Irrigation Shallow Engine) Crank case গুলি Non - Split বা Tunnel Type হওয়ার কারণে Crankshaft গুলি Crank case এর Tunnel বা সুরঙ্গের মধ্যে স্থাপনের সুবিধা।

Crankshaft এর প্রকারভেদ:-
A.Crank Position অনুসারে Crankshaft দুই প্রকার
1. Centre Crank Type Crankshaft
2. Side Crank Type Crankshaft

B Crank সংখ্যা অনুসারে Crankshaft দুই প্রকার :-
1. Single Crank Type Crankshaft
2. Mullty Crank Type Crankshaft

C. Plane বা Axis অনুসারে Crankshaft তিন প্রকার :-
1. Flat Plane Crankshaft
2. Cross Plane Crankshaft
3. Multiple Plane Crank

D নিমান কৌশল অনুসারে Crankshaft তিন প্রকার :-
1. One -Piece Crankshaft
2. Semi -Built Crankshaft
3. Fully-Built Crankshaft

E. ইন্জিনের সাথে Crankshaft -এর Assembly Facility অনুসারে Crankshaft তিন প্রকার :-
1. Beded -Type Crankshaft
2. Under -Slung or Hanged Type Crankshaft
3. Tunnel Type Crankshaft.

আরো  বিস্তারিত জানতে বা পড়তে এখানে দেখুন 

Level 0

আমি টুটুল রয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস