পার্সোনাল ফোন নাম্বার সেভ করে রাখার জন্য নিয়ে যান একটি ছোট্ট ডাটাবেজ

সুপ্রিয় টেকটিউনসবাসী,আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।টেকটিউনস এ আমি নতুন।এখানে এটাই আমার প্রথম টিউন।কী নিয়ে টিউন করব বুঝতে পারছিলাম না।হঠাৎ মনে এল একটি ডাটাবেজ এর কথা।ডাটাবেজটি কিছুদিন আগে নিজের প্রয়োজনে তৈরি করেছিলাম।তাই চিন্তা করলাম এটি আপনাদের সাথে শেয়ার করি।

ডাটাবেজটির নাম:Contact Generator(নিজের দেওয়া নাম)।

ডাটাবেজটি দিয়ে আপনি যেকোন ‍ধরনের ফোন নাম্বার সেভ করে রাখতে পারবেন।

ডাটাবেজটি কীভাবে ব্যবহার করতে হয় তা ডাটাবেজের মধ্যেই দেওয়া আছে।ডাটাবেজটি ব্যবহার এর নিয়ম জানতে চাইলে  ডাটাবেজটি ওপেন করে How To Use এ কিক্ল করুন।

ডাটাবেজটি আপনাকে MS Office 2010 অথবা তার উপরের ভার্সন ব্যবহার করতে হবে।Ms Office 2003 দিয়ে ওপেন করলে বিভিন্ন এরর মেসেজ দিতে পারে।Ms Office 2007 দিয়েও ওপেন হতে পারে।টিউমেন্টে এক ভাই বলেছেন Ms Office 2007 দিয়ে ওপেন করলে প্রথমে একটি এরর মেসেজ দেখায় কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যায় এবং ঝামেলাহীনভাবে ইউজ করা যায়।

ডাটাবেজটির সাইজ জিপ করা অবস্থায় মাত্র 691 কেবি।এক্সট্রাক্ট করলে 4.36 এমবি হয়।

ডাউনলোড লিঙ্ক

আসলে এটাই আমার প্রথম টিউন।তাই ভুল হতে পারে।আর মানুষ মাত্রই তো ভুল।ভুল হলে ক্ষমা করবেন।

ডাটাবেজটি সম্পর্কে কোন প্রশ্ন,অভিযোগ,মতামত থাকলে ফেইসবুকে যোগাযোগ করুন।

 

Level 1

আমি মোঃ নাহিদ হাসান মিলু। , Personal, Tangail। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Good

ata ki projoon bujhlam na nokia pc-suit thakle e tw hoi

এটা ব্যবহার করতে কোন Nokia Pc Suite লাগে না।এটি ব্যবহার করতে হলে আপনার কম্পিউটার এ MS Office 2010,2013 ইন্সটল থাকলেই হবে।

    @নাহিদ হাসান মিলু: অনেক সুন্দর হয়েছে কাজে দিবে। আর অফিস ২০০৩ এর জন্য হলে আরো ভাল হত। @ ধন্যবাদ শেয়ার করার জন্য। এই রকম আরো টিউন চাই।

@হোছাইন আহম্মদ:ধন্যবাদ ভাই।আমিও আপনার টিউনগুলো দেখেছি এবং সেগুলো আমার খুব ভাল লেগেছে।

    @নাহিদ হাসান মিলু: শুনে খুব ভাল লাগল আর আপনার মোবাইলে যে কল যাচ্ছে না, আপনার ফেইসবুক আইডি দেওয়া যাবে।

VAI ETA OFFICE2007 ER JONNO HOLE VALO HOTO.BUT NICE JOB.

এই মাত্র আমি ২০০৭ তেকে টা ই করেছি কাজ হয়। প্রথমে ইরর বলে পরে ঠিক হয়ে যায় এবং কাজ হয়। সুন্দর এবং ধন্যবাদ- নাহিদ হাসান।

ধন্যবাদ ভাই।@ধীমান

ধন্যবাদ

ভাই, এই লিঙ্ক ের পাসওয়ার্ড কি???????
http://upfile.mobi/597805.15fadcf5351a136556c2b7d5978786c2

ধন্যবাদ ভাই।