মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন [৩য়-ক্লাস] :: ক্যাশ মেমো তৈরী করা

মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ।আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমি ও আলাহামদুল্লিাহ ভাল আছি। আজকে আমি আমার ধারাবাহিক পর্বের ৩য় পর্ব আপনাদের সাথে শেয়ার করব।

ক্যাশ মেমো  তৈরী করা

আমি আপনাদের কে বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে এক্সেল এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব । কারন আমার মতে ধারাবাহিক ভাবে বর্ননা না করে প্রজেক্ট ভিত্তিক ভাবে শিখলে নতুনরা সহজে বুঝতে পারবে।।।

প্রথমে Microsoft Excel Open করেন: Start> All Programs> Microsoft Office >Microsoft Office Excel 2007.

চলুন তাহলে আমরা কাজ করা শুরু করি:

১ম ধাপ:

খেয়াল করে দেখুন Cash Memo লেখাটি টিক মাঝখানে আছে এবং এটাতে মাত্র একটি সেল আছে। এ কাজটি করা হয়েছে Merge Cell এর মাধ্যমে । একাধিক সেলকে একটি মাত্র সেল এ রুপান্তর করা জন্য  Merge Cell ব্যবহৃত হয়। যে কয়েকটি সেল কে Merge করবেন সে কয়েকটি সেলকে সিলেক্ট করে Merge Cell   এ ক্লিক করলে সেল গুলো Merge হয়ে যাবে অর্থাৎ একটি মাত্র সেল এ রুপান্তরিত হবে।

২য় ধাপ:

খেয়াল করে দেখুন Sl. No এর নিচে 1,2,3 এভাবে সিরিয়াল দেয়া আছে। ধরুন আপনার প্রয়োজন ক্রমিক 1 থেকে 100 অথবা মাসের নাম জানুয়ারি থেকে ডিসেম্বর বা দিনের নাম রবি থেকে শনি পর্যন্ত । এগুলো যদি টাইপ করতে থাকেন তাহলে তো এখানেই আপনার ১২ টা বেজে যাবে!!!!!!! 😛

না আমি থাকতে আপনাদের বারটা বাজতে দিব না !!!! এ কাজ টি পানির মত সহজ যদি আপনি Data Fill নিয়ম জানেন।।

তাহলে চলুন ট্রাই করে দেখি: প্রথমে 1 এবং 2 লিখুন তারপর 1 এবং 2 কে সিলেক্ট করুন । ২ যে সেলে আছে ঐ সেলের কর্নারে নিলে দেখবেন একটি কালো প্লাস (+) চিহৃ দেখা যাচ্ছে তখন ঐ কালো প্লাস চিহৃকে চেপে ধরে (ড্রাগ করে) যত সংখ্যা প্রয়োজন তত সংখ্যাতে নিয়ে ছেড়ে দেন। ব্যস কাজ খতম!!! আর হ্যা অবশ্যই 1 এবং 2 দুটোই যেন সিলেক্ট অবস্থায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

এভাবে মাস, ক্রমিক নাম্বার , সাপ্তাহ  Data Fill করা যাবে খুব সহজে।।।।।

৩য় ধাপ:

এখন প্রথম ছবিটি দেখে দেখে বাকি ডাটা গুলো হবুহু এন্টি করেন। এখন আমরা Pen Drive এর  Amount বের করব। তাহলের Amount বের করার জন্য প্রথমে E3 সেলে এ পয়েন্টার নিয়ে নিম্নে সূত্র টাইট করেন:

=C3*D3 তারপর এন্টার দেন, দেখেন ফলাফল চলে এসেছে। সেল এড্রেস মুখস্থ লেখা লাগবে না প্রথমে = (সমান) চিহৃ দিয়ে আপনি যে সংখ্যাটির সেল এড্রেস লিখবেন ঐ সংখ্যাটিতে ক্লিক করলেই সেল  এড্রেস চলে আসবে 🙂

প্রথমটার ফলাফল আমরা পেলাম তাহলে বাকি রইল আরো দুটো না এগুলোর সূত্র আর আপনাকে কষ্ট করে লেখতে হবে না । প্রথমটার ফলাফল সিলেক্ট করে ড্রাগ করে নিচের দুটোতে নিয়ে যান ব্যস ফলাফল চলে আসবে।

৪র্থ ধাপ:

হ্যা এখন তাহলে  Total Amount টা বের করে ফেলেন। সূত্র টা হবে =sum(E3:E5)  তারপর এন্টর চাপেন।

৫ম ধাপ:

হ্যা এখন আমরা Due বের করব । সূত্র টা হবে =E6-E7 তারপর এন্টর চাপেন।

কাজ শেষ এখন দেখেন তো এটা এরকম  হয়েছে কিনা!!!!!!!!!!

কি এরকম হয়েছে!!! তাহলে আপনি ১০০ তে ১০০ পেয়েছেন । হয়নাই আরেক বার ট্রাই করে দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ।

আজ এ পর্যন্ত । ভুলত্রুটি হলে অভিজ্ঞরা ধরিয়ে দিবেন আশা করি।।।।

সবার মতামত ও মন্তব্য কামনা করি।

Level 0

আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আপনার দেয়া পোস্ট নিয়মিত ফলো করছি এবং শিখছি। ধন্যবাদ

ধন্যবাদ ভাই আপনারা শিখতে পারলেই আমার টিউন টা সার্থক হবে। @:alihasan045

Level 0

আমি পেরেছি!!!!!! ধন্যবাদ ভাই,যথাসম্ভব সহজ করে লিখার জন্য।আপনার সাথেই আছি।

আপনাকে ও ধন্যবাদ ভাই, জেনে খুশি হলাম @udoy

আমিও পারছি!!!!!
অনেক অনেক ধন্যবাদ স্যার।

বেরি গুড @sajal

অনেক সুন্দর হয়েছে চালিয়ে যান ৪র্থ পূবের আশা রইলাম।

Level 0

sir middle er E4 ki holo .ami oneak gulo nisi ai jonno ki hossae na?
total amount tae baro kortae pari ni..

ধন্যবাদ, ইনশাআল্লাহ খুব শীর্ঘই প্রকাশ করব @হোছাইন ভাই

মাঝখানে E4 লাগবে না। ‍=SUM(১ম টার সেল এড্রেস : শেষ টার সেল এড্রেস) । অনেক গুলা নিলে শুধু মাত্র ১ম টার আর শেষ টার সেল এড্রেস দিবে । আশা করি বুঝতে পেরেছ।।। @Shawn

    Level 0

    @আজাদ খাঁন রাসেল: রাসেল ভাই এক্সেল এর কোন সেল এ ছবি যুক্ত করা কি সম্ভব? যদি সম্ভব হয় তবে কি সেটা অন্য সেলের সাথে কি লিংক করা সম্ভব?

@mahmud.tsc: এক্সেল এর সেল এ ছবি যুক্ত করা সম্ভব। তবে লিংকের ব্যাপার টা কনফার্ম বলতে পারব না।

Level 0

দারুন, পরবর্তী কবে?

Level 0

thank you job done
………………………

আজকে দিলাম ৪র্থ পর্ব @ডন ভাই. https://www.techtunes.io/microsoft-excel/tune-id/187151
Well done @shawn

আমি প্রথম পর্বে একটি কমেন্ট করেছিলাম ওয়ার্কসীটের কলাম, রো এবং সেল সর্ম্পকিত যে ভুলটি হয়েছিল আপনার তা নিয়ে। কিন্তু অবাক বিষয় আপনি ভুলটি ঠিক করেছেন ঠিকই কিন্তু আমার কমেন্টটি নেই। হয়তো মুছে দিয়েছেন। এভাবে মুছে দিয়ে আপনি কিন্তু কৃতজ্ঞতাটুকু অস্বীকার করলেন। তাহলে তো কোন ভুল হলে আপনি যে সংশোধন চান তা আর করা যাবেনা। আপনি কিন্তু আবারও ভুল করবেন। এটা আমি নিশ্চিত।

১ম পর্বের ১৪ নাম্বার কমেন্ট দেখেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করুছ কিনা!!!! নিজেকে আপনি তো মহা পন্ডিত ভাবতাছেন একটি ভূল ধরে। ভূল হওয়া টা স্বাভাবিক । তা আপনি যখন এত মহা পন্ডিত তাহলে আপনিই এর উপর টিউন দেন।।।
আমার টিউন এখানে সমাপ্ত করলাম ।

Level New

onekkkkkkkkkkkkkk valo . thanks azad khan

Your most welcome @:jehad boksh

Level 0

আমি drug kora 1 হতে 10 করতে পারছি না। গুন টাও drug kora করতে পারছি না। Can u help me plz?

আপনি প্রথমে 1 এবং 2 লেখবেন, তারপর 1 এবং 2 কে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ২ যে সেলে লেখছেন, ঐ সেলের ডানের নিচের কর্নারে মাউস পয়েন্টার নিলে দেখবেন একটি প্লাস চিহৃ দেখাচ্ছে তখন এটা আপনি ড্রাগ করে 10 পর্যন্ত নিয়ে যান, দেখবেন 10 পর্যন্ত চলে আসছে। প্রথম টা গুন করে ঠিক একই নিয়মে ড্রাগ করে বাকিগুলোর ফলাফল বের করে ফেরুন ।আশা করি বুঝতে পেরেছেন । @mdshakirul

Level 0

thanks Mr.Azed khan for help.

Level 0

ধন্যবাদ ভাই

You are most welcome @mdshakirul

আপনাকে ও ধন্যবাদ ভাই @abasar11

অনেক ভালো লাগতেছে

Level New

খুব ভাল লাগল

শুনে খুশি হলাম।

এই টিউন টি ফলো করে অনেক মজা পাইলাম।

ধন্যবাদ।

স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ
শুধু আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য লগিন করলাম
আর হ্যাঁ ধারাবাহিক ভাবে বর্ননা না করে প্রজেক্ট ভিত্তিক ভাবে শিখলে আমার মত নতুনরা সহজে বুঝতে পারবে।।।
you are correct sar