Excel Advance: কিভাবে একটি শীটের এক বা একাধিক Row কে প্রিন্টের সময় প্রতি পৃষ্টায় প্রিন্ট করবেন।

প্রথমে আমার সালাম নিবেন। আজকে যে বিষয়ে টিউন করছি সেটা অনেকেরই জানা আছে। তবুও যাদের জানা নেই তাদের কাজে আসবে। যখন একটি শীটে অনেক Data থাকে তখন প্রিন্টের সময় কিছু Row প্রতি page এ প্রিন্ট করার প্রয়োজন হয়। যেমন উপরের Screen Shot টি লক্ষ্য করুন, এখানে বেশ কিছু Data আছে। এই ডাটাগুলো প্রিন্ট করতে গেলে ২ নং Row প্রতি পৃষ্টায় ‍প্রিন্ট করা প্রয়োজন। আসুন দেখা যাক কাজটি কিভাবে করা যায়।

(১) Page Layout থেকে Page Setup এ Click করি। তাহলে Page setup window টি Open হবে।

(২) এখন শীট ট্যাব Select করি। এখানে Print Title সেকশনে “Rows to repeat at top” অংশে যে Row বা Rows সিলেক্ট করে দিবেন, সেই Row বা Rows গুলো প্রতি পৃষ্টায় প্রিন্ট হবে।

Columns to repeat at left যে Column গুলো সিলেক্ট করে দিবেন সেগুলো প্রতি পৃষ্টায় ‍প্রিন্ট হবে।

# কালার শীটকে সাদাকালো প্রিন্ট করাঃ

  • Black and White এই Option টিতে টিক দিলে আপনি যদি শীটের সেলগুলোতে কালার ব্যবহার করেন তাহলেও প্রিন্টের সময় সব ডাটা এবং সেলগুলো সাদাকালো ভাবেই প্রিন্ট হবে।

# কোন শীটের অল্পকিছু ডাটা ‍প্রিন্ট করাঃ

  • ধরুন আপনার শীটে অনেক ডাটা আছে তার মধ্য থেকে কিছু ডাটা প্রিন্ট করা দরকার। এর জন্য আপনি Sheet Tab এর Print area সেকশনে যে সেলগুলো সিলেক্ট করে দিবেন শুধুমাত্র ঐ সেলগুলোই প্রিন্ট হবে। ‍উপরের Screen Shot টি দেখতে পারেন।

# Please feel free to contact if you have any query about this tune. +8801916933691,+8801785675102,  [email protected][email protected]

Level 2

আমি মোঃ হারুন অর রশিদ। IT Manager, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Khuv valo laglo

Thanks

Level 0

Useful trick