বেসিক মাইক্রোসফট এক্সেল [পর্ব-০১] :: মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি ও প্রয়োজনীয়তা

আসসালামুআলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি টেকটিউনস এর সাথে আছি প্রায় ১ বছর ধরে আছি, কিন্তু কোন টিউন করা হয় নাই। কারন আমি সবসময় শিখতে আগ্রহী থাকি, আজ চিন্তা করলাম কিছু শেখাতে। যারা মাইক্রোসফট এক্সেল শিখতে আগ্রহী এটা তাদের জন্য, তাই প্রথমে শুরু করলাম মাইক্রোসফট এক্সেল দিয়েই। সবাইকে স্বাগতম জানাচ্ছি, "বেসিক মাইক্রোসফট এক্সেল" টিউনের প্রথম পর্বে। আমার জন্য দোয়া করবেন এবং  শেষ পর্ব পর্যন্ত আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। এবং এটা যেহেতু আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষামার দৃষ্টিতে দেখবেন।

মাইক্রোসফট এক্সেল এর পরিচিতিঃ

মাইক্রোসফট এক্সেল সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক পর্বের ১ম পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, মাইক্রোসফট এক্সেল বিশ্ব বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন এর তৈরিকৃত একটি স্পেটশীট বা ওয়ার্কশীট। একে আমরা একাউন্টিং ও বলতে পারি | এ স্পেটশীট দ্বারা ব্যক্তিগত জীবনের সকল হিসাব  তৈরি করা এবং যে কোন বাজেট প্রণয়ন এর কাজে ব্যবহার করা হয়। এ স্প্রেডশীড বা ওয়ার্কশীটে  ২৫৬ টা কলাম,  ৬৫,৫৩৬ টা রো এবং ১৬,৭৭৭,২১৬ টি সেল রয়েছে। এ স্পেটশীট দিয়ে যেসব কাজ করা যায়।

কলাম হল A,B,AA,AB, আর রো হল ১ থেকে শুরু করে ৬৫,৫৩৬ এবং স্তম্ভের সমন্বয়ে তৈরি হয় এক একটি ঘর (সেল)।

স্পেটশীট এর কাজঃ

  • বাজেট প্রণয়ন, বার্ষিক প্রতিবেদন প্রনয়,বেতন হিসাব তৈরি,উৎপাদন ব্যবস্থাপনা, ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় কাজ সম্পন্ন করা  , দৈনন্দিন হিসাব সংরক্ষন ও বিশ্লেষণ, ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব (সুদ কষা) বিষয়ক বিশ্লেষণ, বৈজ্ঞানিক ক্যালকুলেশন,তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনার জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরী করা,সব ধরনের আর্থিক  ব্যবস্থাপনা ও সব ধরনের পরিসংখ্যান। এ ছাড়াও আরও অনেক মার্কশীট ও অনেক ডাটাবেসের কার্যাবলী সম্পাদন করা যায়।

আজ এ পর্যন্তই, ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন, খুব শীর্ঘই ২য় পর্ব নিয়ে আলোচনা করব।

Level 2

আমি রিয়াদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ রিয়াদ হাসান, পেশায় একজন ছাত্র। সবসময় শিখতে ভালবাসি। তাই নতুন কিছু শেখার আশায় থাকি। এবং নিজে যা শিখি, অন্যদেরকে তা শেখাতে ভালবাসি। ওয়েব ডিজাইনের কাজ আমার খুব ভাল লাগে। ফেসবুকে আমি https://www.facebook.com/riadhasan123


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সব কিছুই ঠিক আছে ভাই কিন্তু আপনারা কেউ ক্লাস শুরু করলে তা আর শেষ করেন না অর্ধেক পথে ফালাইয়া রাখেন……..

    @রুহুল আমিন: না ভাই দোয়া করেন আমার ক্লাসগুলো শেষ করব। ——ধন্যবাদ আপনাকে—–

THANKS BROTHER & CARRY ON ……………………….

ধন্যবাদ

অসাধারন ভাইয়া। আমি আপনার ক্লাসের নতুন ছাত্র । 😀

hmmm thanks vaiya

ভাইয়া দারুণ হইছে