Excel Advance: Excel Sheet থেকে রান করান Windows এর DOS command সমূহ।

Windows এর DOS/Run command নিয়ে এর আগেও একাধিক বার টিউন করা হয়েছে। কিন্তু তাতে শুধুমাত্র Command সমূহের লিষ্ট দেওয়া হয়েছে আর কিছু নয়। আজ আমি আপনাদের সাথে একটি Excel ফাইল শেয়ার করব যাতে Command সমূহের লিষ্ট দেওয়া আছে এবং সেই সাথে Command এর সেলে শুধুমাত্র Double Click করলেই ঐ Command টি রান করবে। নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন।

Download: Run_DOS_Batch_Commands_Cmd         Zip File (19 KB)

Download করা ফাইলটি ওপেন করলে উপরের Screenshot এর মত একটি শীট পাবেন। এই শীটের B column এ Command সমূহের লিষ্ট দেওয়া আছে এবং বামপাশেই ঐ কমান্ডের description দেয়া আছে। আপনি যে Command রান করাতে চান, সেই Command এর সেলে Double Click করুন এবং ENTER অথবা TAB key চাপুন। তাহলেই Command টি রান হবে।

উদাহরনঃ ধরুন আপনি আপনার কম্পিউটারের Network Adapter এর কোন configuration change (IP বা Gateway বা DNS) করতে চান, তাহলে Network Adapters (ncpa.cpl) সেলে Double Click করে ENTER চাপলেই Network Adapter সমূহ দেখাবে। এই রকম ভাবে এই ফাইলের Command সমূহ ব্যবহার করতে পারবেন।

Command গুলো আমি Internet থেকে সংগ্রহ করেছি, সব Command আমি চেক করে দেখি নাই, তাই কোন Command রান না করলে আমার কিছু করার নেই।

Note: Excel file টি macro enable, তাই এটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারের Excel এর macro enable থাকতে হবে।

Source Codes সহ ফাইলটি পেতে টিউনমেন্টে আপনাদের ইমেইল দিবেন, আমি ফাইলটি পাঠিয়ে দেব।

Level 2

আমি মোঃ হারুন অর রশিদ। IT Manager, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক্সেলে কিভাবে শুধু শীটের নির্দিষ্ট অংশ রেখে বাকী অংশগুলো অন্য কোন কালারে লক করা যায় এবং আনলক করা যায় কারও জানা থাকলে জানাবেন।

অনেক ধন্যবাদ আপনার পোষ্ট থেকে অনেক কিছু শিখতে পারছি । আশা করি সময় পেলে আরো ভাল ভাল টিউন করবেন ॥ Source Codes সহ ফাইলটি এই [email protected]
ইমেইল পাঠিয়ে দিবেন ॥ ধন্যবাদ ॥