Power Point টেমপ্লেট ডাউনলোড করার জন্য ১০ টি অসাধারণ ওয়েবসাইট

হ্যালো টেকটিউনস জনগন, কেমন আছেন আপনারা সবাই? বর্তমান সময়টা ভাল না গেলেও ভবিষ্যতে আমরা সবাই ভাল কাটাতে পারবো, আর এজন্য আপনাদের যা করতে হবে তা হল বাসার মধ্যে থাকতে হবে আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে জানতে সবসময় টেকটিউনসে ভিজিট করতে হবে। আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

আজকে আমি আপনাদের সাথে এমন দশটি ওয়েব সাইট নিয়ে আলোচনা করবো যেখান থেকে আপনি ফ্রিতে পাওয়ারপয়েন্ট স্লাইড বা টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন এবং তা ব্যবহার করে আপনার প্রেজেন্টেশন কে দিতে পারবেন প্রিমিয়াম লুক।

মনে করুন আপনার হাতে পর্যাপ্ত সময় নেই তবুও আপনাকে একটি প্রিমিয়াম প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হবে, এজন্য আপনি চাইলে নিচের দশটি ওয়েব সাইট থেকে ফ্রিতে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ডাউনলোড এবং ব্যবহার করে সহজেই ক্রিয়েটিভ ডিজাইনের প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন।

আমার এই ওয়েব সাইটের বাইরেও আপনি আরও অনেক ওয়েব সাইট খুঁজে পেতে পারেন, ফলে আপনার কাছে যেসব ওয়েব সাইট ভাল লেগেছে সেসব ওয়েব সাইট থেকে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করুন, তারপরে তা পাওয়ার পয়েন্টে ওপেন করুন এবং আপনি আপনার নিজের মত করে প্রেজেন্টেশন স্লাইড এডিট করে সাজিয়ে নিন।

নিম্নে ওয়েবসাইটগুলির একটি লিস্ট দেওয়া হল, আর এই সব ওয়েব সাইট থেকে আপনি ফ্রিতে সেরা পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করতে এবং তা এডিট করে আপনি সহজেই ক্রিয়েটিভ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।

ফ্রি পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোডের জন্য সেরা ওয়েবসাইট

  1. Presentation Magazine
  2. Behance Slide Template Collection
  3. PowerPoint Styles
  4. Showeet
  5. Google Slides Templates
  6. Slides Carnival
  7. 24Slides
  8. Free-PPT-Templates.com
  9. Slide Hunter
  10. fppt.com

১. Presentation Magazine

Presentation Magazine ওয়েব সাইটের মাধ্যমে আপনি ফ্রী তে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করেতে পারবেন এবং এখান থেকে আপনি ৬৭, ০০০ এরও বেশি ক্রিয়েটিভ ডিজাইনের পাওয়ারপয়েন্ট টেমপ্লেট খুঁজে পাবেন। আর এই ওয়েব সাইটে রয়েছে এক ডজনেরও বেশি পাওয়ারপয়েন্ট টেমপ্লেটের ক্যাটাগরি যেমনঃ মেডিক্যাল, বিজনেস, নেচারাল, এডুকেশনাল, ওয়েডিং, স্থাপত্য, ট্রাভেল এবং ওয়েদার ইত্যাদি। এছাড়াও আপনি জনপ্রিয়তা, কালার বা ট্যাগ এর মাধ্যমে সার্চ করে আপনার কাংক্ষিত পাওয়ারপয়েন্ট টেমপ্লেটটি খুঁজে পেতে পারেন সহজেই।

আপনি এই ওয়েব সাইটে রেগুলার এবং অ্যানিমেটেড উভয় টেমপ্লেটই পাবেন এবং নতুন নতুন টেমপ্লেটগুলি সচারচর আপডেট করা হয়। এছাড়াও যেকোন ডিভাইস ব্যবহার করে আপনি এই ওয়েব সাইট থেকে টেমপ্লেটগুলি সহজেই ডাউনলোড করতে পারবেন।

তবে এই ওয়েব সাইটের খারাপ দিকটি হল, এর টেমপ্লেটগুলির কোন রেটিং সিস্টেম নেই এবং বেশিরভাগ টেমপ্লেটগুলি খুব বেসিক, ফলে বিভিন্ন ধরনের পাওয়ারপয়েন্ট টেমপ্লেট থাকার কারণে সুন্দর টেমপ্লেটগুলি খুঁজে পেতে কিছুটা কষ্ট করতে হবে।

২. Behance Slide Template Collection

Behance বিশ্বজুড়ে ক্রিয়েটিভদের জন্য একটি শোকেস সাইট, আর তাই আপনি এখানে কিছু প্রফেশনার ডিজাইন, যা  অত্যান্ত আর্টিস্টিক এবং আকর্ষণীয় টেমপ্লেট খুঁজে পাবেন। আর এই ওয়েব সাইটের সবচেয়ে ভাল দিক হচ্ছে, আপনি ক্রিয়েটিভ পাওয়ারপয়েন্ট টেমপ্লেট পাবেন, যা একদম বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এবং আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসেবেও ব্যবহার করতে পারবেন।

এছাড়াও আপনি এই ওয়েব সাইট থেকে টেমপ্লেটটের রেটিং, সর্বাধিক ডাউনলোড বা ইনফোগ্রাফিক বা বিজনেস প্রেজেন্টেশন এবং এর মত আরও অনেক ক্যাটাগরি পাবেন। আর এই ওয়েব সাইট থেকে টেমপ্লেট স্লাইড ডিজাইনের একটি প্রিভিউ ও দেখতে পারবেন ফলে স্লাইড ডাউনলোড করার আগেই আপনি দেখে নিতে পারবেন আসলে স্লাইডটা দেখতে কেমন তা দেখে নিতে পারবেন।

তবে আপনি যদি Behance থেকে টেমপ্লেট ডাউনলোড করেন তাহলে আপনাকে এই টেমপ্লেটগুলি ব্যবহার করার জন্য আপনার কম্পিউটারে ইলাস্ট্রেটর বা ফটোশপ সফটওয়্যারও থাকতে হবে।

৩. PowerPoint Styles

PowerPoint Styles ওয়েব সাইটের মাধ্যমেও আপনি ফ্রিতে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী most viewed, recently added বা top downloaded ফিল্টার অপশন থেকে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ফিল্টার করে পছন্দসই ফাইলটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ওয়েব সাইটের টেমপ্লেটগুলি ক্যাটাগরি এবং ট্যাগের মাধ্যমে বিভিন্ন ভাগে ভাগ করা, যার ফলে আপনি সুন্দর সুন্দর টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন সহজেই।

প্রত্যেকটা টেমপ্লেটের সাথে একটি করা স্ক্রিনশট সংযুক্ত করা থাকবে যাতে করে আপনি টেমপ্লেটটি দেখতে কেমন তা আগেই দেখে নিতে পারেন এবং ফাইলগুলি পাওয়ারপয়েন্ট ফাইল ফরমেটে ডাউনলোড হবে যাতে করে আপনি সহজেই এগুলি ব্যবহার করতে পারেন।

এছাড়াও আপনি নিজের পছন্দসই কালারের টেমপ্লেট সার্চ করতে পারবেন এই ওয়েব সাইট থেকে, বাম পাশের ক্যাটাগরির শেষেই "Browse by Colors" থেকে আপনার পছন্দের কালার সিলেক্ট করলেই উক্ত কালারের সমস্ত টেমপ্লেট আপনার সামনে হাজির হয়ে যাবে মুহূর্তেই।

তবে এই ওয়েব সাইটের একমাত্র এবং প্রধান খারাপ দিকটি হল সাইটের বিজ্ঞাপনগুলি, যার ফলে আপনার পছন্দের টেমপ্লেটটির জন্য আসল ডাউনলোড বাটন খুঁজে পেতে অনেক কষ্ট হবে।

৪. Showeet

Showeet ওয়েব সাইট থেকে আপনি প্রত্যেকটি পাওয়ারপয়েন্ট টেমপ্লেট এর সম্পর্কে বিস্তারিত বিবরণ দেখতে পারবেন এবং ফ্রিতেই সমস্ত টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি জনপ্রিয় সব টেমপ্লেটগুলি ব্রাউজ করতে পারবেন ট্যাগ এর মাধ্যমে যেমনঃ fun, business, pattern এবং আরও অনেক ট্যাগ রয়েছে। আর প্রতিটি টেমপ্লেট এর ডাউনলোড পেইজে টেমপ্লেট কি রকম দেখতে এবং কিভাবে টেমপ্লেটটি ব্যবহার করবেন এবং কিভাবে আরও ইন্টারেক্টিভ করবেন সে সম্পর্কে নির্দেশাবলী এবং টিপস দেখতে পাবেন।

তাছাড়াও এই ওয়েব সাইটের টেমপ্লেট গুলি যথাসময়ে আপডেট করা হয় এবং নতুন স্লাইড যুক্ত করা হয়, আর এসব তথ্য সম্পর্কে আপডেট পেতে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাদেরকে ফলো করতে হবে অথবা ইমেইল এর মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করতে হবে।

তবে এই ওয়েব সাইটের প্রধান অসুবিধাটি হল প্রতিটি টেমপ্লেট গুলি জিপ ফাইল আকারে থাকে, সুতরাং ফাইলগুলি ব্যবহারের আগে আপনাকে অবশ্যই তা এক্সট্রাক্ট বা আনজিপ করতে হবে।

৫. Google Slides Templates

Google Slides templates ওয়েব সাইটের মাধ্যমে আপনি ফ্রিতে স্টাইলিশ টেমপ্লেট গুলি ডাউনলোড করতে পারবেন। আর তা ব্যবহার করে আপনি আপনার প্রেজেন্টেশন স্লাইড কে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন এবং এজন্য আপনাকে কষ্ট করে শূন্য থেকে পুরো স্লাইডটি ডিজাইন করতে হবে না ফলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন।

তাছাড়া এই ওয়েব সাইটের ফ্রী পাওয়ারপয়েন্ট টেমপ্লেট গুলি ব্যবহার করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না। আর, আপনি সহজেই পাওয়ারপয়েন্ট টেমপ্লেট গুলি ডাউনলোড করতে পারবেন অথবা আপনি চাইলে টেমপ্লেটটি Google Slides এ ওপেন করে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন।

৬. Slides Carnival

Slides Carnival হচ্ছে ফ্রিতে পাওয়ারপয়েন্ট এবং গুগল স্লাইডস এর টেমপ্লেট গুলি ডাউনলোড করার জন্য অসাধারণ একটি ওয়েব সাইট। আপনি এর ওয়েব সাইটে ভিজিট করলে প্রথমেই দেখতে পাবেন সম্প্রতি নতুন কোন টেমপ্লেট গুলি আপডেট  করা হয়েছে এছাড়াও উপরের ম্যানুতে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন। তাছাড়াও আপনি চাইলে সার্চ বারে বিভিন্ন কিওয়ার্ড টাইপ করে সহজেই আপনার কাংখিত টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন।

আর এই ওয়েব সাইটের টেমপ্লেট ডাউনলোড পেইজে টেমপ্লেট সম্পর্কিত অনেক তথ্য দেয়া আছে যেমনঃ কতটি স্লাইড আছে, এডিট করা যাবে কিনা ইত্যাদি, ফলে আপনি বিবরণ দেখেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন পাওয়ারপয়েন্ট টেমপ্লেট আপনার জন্য উপযোগী।

৭. 24Slides

অত্যান্ত সহজেই 24Slides ওয়েব সাইট থেকে ফ্রিতে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন, কেননা এই ওয়েব সাইটের একদম বাম পাশে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আর নেই কোন বিজ্ঞাপণ ফলে আপনি সহজেই আপনার পছন্দ মত টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন।

আমি আগেই বলেছি এই ওয়েব সাইটটি অন্য সব ওয়েব সাইট থেকে ভাল এবং তার সাথে সাথে এখানের টেমপ্লেট গুলির ডিজাইনও নজরকাড়া। এছাড়াও এই ওয়েব সাইটের টেমপ্লেট গুলি সহজেই খুঁজে পাওয়া যায়, কেননা টেমপ্লেট গুলি কে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে যেমনঃ featured বা most popular ইত্যাদি। তাছাড়াও আপনি ফিল্টার অপশন ব্যবহার করে সহজেই নজরকাড়া ডিজাইনের টেমপ্লেট খুঁজে বের করতে এবং ডাউনলোড করতে পারবেন। আর প্রত্যেকটি টেমপ্লেট দেখতে কেমন তা ডাউনলোড করার আগে প্রিভিউ থেকে দেখে নিতে পারবেন ফলে আপনার কাছে টেমপ্লেট কেমন লাগছে তা দেখে নিতে পারবেন।

অন্যান্য ওয়েব সাইটে টেমপ্লেট ডাউনলোড করলে তা জিপ ফাইল ফরমেটে থাকে কিন্তু এই ওয়েব সাইট থেকে ডাউনলোড করা টেমপ্লেট সরাসরি PPTX ফরমেটে থাকে ফলে আপনি ডাউনলোড করার সাথে সাথেই তা ব্যবহার করতে পারবেন।

কিন্তু সবথেকে হতাশাজনক ব্যাপার হচ্ছে যে, পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করার জন্য আপনাকে একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আমার কাছে মনে হল অন্যান্য ওয়েব সাইট থেকে এই ওয়েব সাইটে পাওয়ারপয়েন্ট টেমপ্লেটের সংখ্যাও অনেক কম।

৮. Free-PPT-Templates.com

Free-PPT-Templates ওয়েব সাইট থেকে ফ্রিতে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন, তাছাড়াও এই ওয়েব সাইটে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি যেমনঃ music, technology, educational, medical এবং countries ইত্যাদি। এছাড়াও আপনি এই ওয়েব সাইট থেকে পাওয়ারপয়েন্ট টেমপ্লেটগুলো ফিল্টার করতে পারবেন যেমনঃ editor’s choice, top 10, বা most popular ফলে জনপ্রিয় সব টেমপ্লেট গুলো সহজেই ব্রাউজ করতে পারবেন।

আর এই ওয়েব সাইটের খারাপ দিকটি হল, আপনি যে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করবেন তা জিপ ফাইলে ডাউনলোড হবে, ফলে আপনি সহজে ও দ্রুত ব্যবহার করার জন্য ডাউনলোড করা টেমপ্লেট সাথে সাথেই ব্যবহার করতে পারবেন না।

৯. Slide Hunter

Slide Hunter তাদের ফ্রী পাওয়ারপয়েন্ট টেমপ্লেট গুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে যেমনঃ strategy, education, planning, charts, cycle, 3D, arrows এবং আরও অনেক বিভাগে বিভক্ত করা হয়েছে। তাছাড়া আপনি যখন পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড পেইজে যাবেন তখন সেই টেমপ্লেট এর অনেক গুলি স্ক্রীনশট দেখতে পাবেন ফলে ডাউনলোড করার আগেই টেমপ্লেটটি দেখতে কেমন তা দেখে নিতে পারবেন। আর ডাউনলোড পেইজের ঠিক নিচের দিকেই রয়েছে রিলেটেড টেমপ্লেট সেকশন দেখতে পাবেন, সেখানে আপনি যে সমস্ত টেমপ্লেট সার্চ করছেন সে সমস্ত টেমপ্লেট শো করবে এই রিলেটেড সেকশনে।

তবে এই ওয়েব সাইট থেকে ডাউনলোড করা টেমপ্লেট গুলি ব্যবহার করার আগে আনজিপ করতে হবে এবং টেমপ্লেটের ডাউনলোড পেইজে আপনি টেমপ্লেট সম্পর্কিত কোন তথ্য পাবেন না যা অন্যান্য ওয়েব সাইটে পেতেন, যেমনঃ স্লাইড সংখ্যা, স্লাইড এডিট করা যাবে কিনা ইত্যাদি।

১০. fppt.com

fppt.com হচ্ছে ফ্রিতে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট গুলি ডাউনলোড করার জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট, আর এই সাইটে রয়েছে বিশাল পাওয়ারপয়েন্ট টেমপ্লেটের কালেক্টশন যা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেমনঃ wedding, business, religious, graduation, nature এবং আরও অনেকগুলি বিভাগ রয়েছে।

এছাড়াও আপনি আপনার পছন্দ অনুসারে সার্চ বক্সের মাধ্যমে বিভিন্ন কীওয়ার্ড ব্যবহার করে ফিল্টার করতে পারবেন যেমনঃ ক্যাটাগরি, কীওয়ার্ড, ট্যাগ, থীম এবং ব্যাকগ্রাউন্ড ইত্যাদি।

আর আপনি টেমপ্লেটটের ডাউনলোড পেইজে টেমপ্লেট সম্পর্কে ইউজার টিউমেন্ট এবং সর্বমোট কতবার ডাউনলোড করা হয়েছে তা দেখতে পারবেন ফলে আপনি টেমপ্লেটটি ডাউনলোড করবেন কিনা সে সম্পর্কে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। তাছাড়াও টেমপ্লেটটি ডাউনলোড করার আগে আপনাকে কোন রেজিস্ট্রেশন করতে হবে না আর নেই কোন বিজ্ঞাপণের ঝামেলা, ফলে মুহূর্তেই টেমপ্লেটটি ডাউনলোড করতে পারবেন।

তবে এই ওয়েব সাইটের খারাপ দিক সম্পর্কে বলতে গেলে বলতে হয়, কোন কোন টেমপ্লেট এর সাইজ বড় হওয়ার কারণে ডাউনলোড হতে কিছুটা সময় লাগতে পারে এবং আপনি যে টেমপ্লেটটি ডাউনলোড করতে চান তার কোন স্ক্রিনশট ও বিস্তারিত তথ্য দেয়া না থাকার কারণে সিদ্ধান্ত নিতেও সময় লাগতে পার।

শেষ কথা

আমি এই টিউনে শুধুমাত্র ১০ টি ওয়েব সাইট নিয়ে আলোচনা করেছি কিন্তু আপনারা ইন্টারনেটে সার্চ করলে ফ্রিতে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করার আরও অনেক ওয়েব সাইট খুঁজে পেতে পারেন। তবে উপরের ওয়েব সাইট গুলিতে রয়েছে ফ্রী পাওয়ারপয়েন্ট টেমপ্লেটের বিশাল কালেক্টশন যেখান থেকে আপনি বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন আর তা ব্যবহার করে সহজেই আপনি আপনার দর্শকদের মুগ্ধ করতে পারবেন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো।