মাইক্রোসফট অফিস ওয়ার্ডেই তৈরি করুন বাড়ির ডিজাইন

জানি শিরোনাম পড়ে অনেকে চমকে গেছেন, চমকে যাওয়ারই কথা। আসলে আপনারা যা ভাবছেন ব্যাপারটা ঠিক তা নয়। তবে যারা আগ্রহী হয়ে এই টপিকে ক্লিক করে ফেলেছেন, আশা করছি তারা একেবারে হতাশ হবেন না। হ্যা আজকে আমি আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বাড়ির নকশা তৈরি শেখাবো তবে দুঃখের ব্যাপার সেই বাড়িতে আপনি বসবাস করতে পারবেন না। প্রথমে আপনি যদি অফিস ২০০৭ ব্যবহার করে থাকেন তাহলে Inset ট্যাবে ক্লিক করুন এবং Shape থেকে Rectangle এ ক্লিক করে নিচের মত একটি আয়াতক্ষেত্র এবং পাশে একটি ট্রাপিজিয়াম অঙ্কন করুনঃ

3

এবার  Trapezium টিকে সুন্দর ভাবে বাঁকিয়ে উলটে দিন যেন এটি খানিকটা ঘরের চালের 2D রূপ পায়। তারপর এটিকে আগের আঁকা আয়াতক্ষেত্রের উপরে সুন্দরভাবে স্থাপন করুন। আয়াতক্ষেত্রের একটি কপি নিয়ে সেটিকে ছোট ও চিকন করে ঘরের ভিত্তি তৈরি করুন, ঠিক নিচের চিত্রের মত।

5

এবার আরো একটি আয়াতক্ষেত্র দিয়ে ঘরের দরজা এবং একে একে জানালা তৈরি করুন।

6

এবার রঙ করার পালা প্রথমে চালের আকৃতির যে ট্রাপিজিয়াম এঁকেছি তার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে Format Autoshape এ ক্লিক করুন। যে ডায়ালগ বক্স আসবে তার Colors and Lines ট্যাবে Fill Effect এ ক্লিক করলে নতুন আরেকটি ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে Pattern এ ক্লিক করে টিনের ঢেউ এর ন্যা একটি আকৃতি প্রদান করুন।

2

7

এর পর একইভাবে প্রতিটি শেপে রঙ করুন। বাড়ির উপরে ঐ একইভাবে Shape থেকে Cloud Calout  ব্যবহার করে মেঘের সৃষ্টী করুন এবং দেখুন কি সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে।

11

যদি ভাল লাগে এবং এরকম আরো সুন্দর সুন্দর জিনিষ শিখতে চান তাহলে ক্লিক করুন এখানে।

Level 0

আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস