মাইক্রোসফট ওয়ার্ডের লেখায় ইমেজ সেট করুন

আসসালামু আলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।

আজ আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড আর্টে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা যায়। টিউনটি এ জন্য যে অনেকে হাই প্রোফাইল ডিজাইন করে থাকেন ইলাস্ট্রেটর/ফটোশপ দিয়ে কিন্তু সে সব জানা না থাকায় আপনি আপনার মনের কাংখিত টেক্সট ইফেক্স মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে মোটামুটি দিতে পারবেন। আপনি ওয়ার্ড আর্টে লেখা যে কোন লেখার ব্যাকগ্রাউন্ডে যে কোন ইমেজ সেট করতে পারবেন।

প্রথমে মাইক্রো সফট ওয়ার্ড ওপেন করুন। ওয়ার্ড আর্টে যে কোন কিছু টাইপ করুন। এবার নিচে ড্রংয়িং বার থেকে ফিল কালারের পাশের ছোট্ট মেনু সিলেক্ট করুন তার পর ফিল ইফেক্সট সিলেক্ট কর যে কোন ছবি ব্রাউজ করুন এবং ওকে দিন। দেখবেন আপনার কাংখিত ছবিটি টেক্সট এর ব্যাক গ্রাউন্ড এ সেট হয়ে গেছে। আর এ কাজে আমরা ব্যবহার করছি মাইক্রোসফট অফিস ২০০৩। কারণ আমার কাছে এটা খুব সুন্দর লাগে।

 

 

 

 

এই পদ্ধতি আরো সহজভাবে বুঝতে পারবেন এই ভিডিওটি সুন্দরভাবে খেয়াল করলে। 

আর গুরুত্বপুর্ণ এবং প্রয়োজনীয় বিভিন্ন টিপস এন্ড ট্রিকস পাবেন আমার চ্যানেলে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

 

আজ আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড আর্টে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা যায়। টিউনটি এ জন্য যে অনেকে হাই প্রোফাইল ডিজাইন করে থাকেন ইলাস্ট্রেটর/ফটোশপ দিয়ে কিন্তু সে সব জানা না থাকায় আপনি আপনার মনের কাংখিত টেক্সট ইফেক্স মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে মোটামুটি দিতে পারবেন। আপনি ওয়ার্ড আর্টে লেখা যে কোন লেখার ব্যাকগ্রাউন্ডে যে কোন ইমেজ সেট করতে পারবেন। 

প্রথমে মাইক্রো সফট ওয়ার্ড ওপেন করুন। ওয়ার্ড আর্টে যে কোন কিছু টাইপ করুন। এবার নিচে ড্রংয়িং বার থেকে ফিল কালারের পাশের ছোট্ট মেনু সিলেক্ট করুন তার পর ফিল ইফেক্সট সিলেক্ট কর যে কোন ছবি ব্রাউজ করুন এবং ওকে দিন। দেখবেন আপনার কাংখিত ছবিটি টেক্সট এর ব্যাক গ্রাউন্ড এ সেট হয়ে গেছে। আর এ কাজে আমরা ব্যবহার করছি মাইক্রোসফট অফিস ২০০৩। কারণ আমার কাছে এটা খুব সুন্দর লাগে। 

 

 

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস