ডিজিটাল ব্রীজ স্কেল সফটওয়্যার 6 Auto SMS ও Usb to Rs232 ক্যাবল

স্কেল সফটওয়্যার 6.00  টি আমি আমাদের স্কেলে ব্যবহার করছি 1 এক বছর যাবৎ। এই সফটওয়্যার টি ব্যবহার করার আগে আমরা একটা বাংলা রেডিমেট সফটওয়্যার আল মিজান নামের সফটওয়্যার ব্যবহার করতাম। স্কেল সফটওয়্যার 6.00 সফটওয়্যার টা মত সফটওয়্যার আমি আর দেখেনি। স্কেল সফটওয়্যার 6.00 সুবিধা সমূহ গুলো কিছু কিছু নিচে দিলাম।

1.লগইন সুবিধা  আনলিমিটেড।

2.একজন পাওয়ার ম্যান সুবিধা।

3.ওজন সরাসরি সফটওয়্যার আসে।

4.পন্য নাম সেভ রাখতে পারবেন।

5.কাস্টমারের নাম সেভ রাখতে পারবেন।

6.ওজন সেভ করার সঙ্গে সঙ্গে কাস্টমারের কাছে Auto SMS চলে যাবে।

7.স্কেল মালিক চাইলে প্রতিটা গাড়ির ওজন নিজের নাম্বেরে SMS সেট করতে পারবেন।

8.প্রতিদিনের রির্পোট, মাসের রির্পোট, বছরের রির্পোট সহ অন্যান্য রির্পোট।

9.ল্যাপটপ দিয়ে স্কেল সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।

10.Rs232 to USB কনভাইটার ব্যবহার করতে পারবেন।

11.বাংলায় কত মণ কত কেজি দেখতে পারবেন।

12.কত বার একটা স্কেল কপি প্রিন্ট করেছেন দেখতে পারবেন।

13.নিজের ইচ্ছা মত স্কেল কপি সেট করতে পারবেন।

  সফটওয়্যার ডাউনলোড লিংকঃ-  ক্লিক করুন

 

 ইনস্টল ভিডিও লিংকঃ-  ক্লিক করুন

আমার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। ওহ আমাদের স্কেল মানে আমি এখানে স্কেল ম্যান হিসাবে  ছিলাম।

সফটওয়্যার টা আপনাদের উপকারে  আসবে।

কিভাবে সফটওয়্যার টা ব্যবহার করবেন। সেই ভিডিও টা আল্লহ যদি হায়াতে রাখে তবে খুব তাড়াতাড়ি তৈরী করে আপলোড করে দিবো।

Level 0

আমি মো:শরিফুজ্জামান ( সুমন )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস