symbian, android ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সফ্টওয়ার।

আসসালামু আলাইকুম। আজ আমি একটি সফ্টওয়ারের সাথে পরিচয় করিয়ে দেবো। এর দ্বারা আপনি যতগুলো ইচ্ছা ততগুলো নাম্বার ব্লাক লিষ্ট করে রাখতে পারবেন। মনকি Privacy Eraser, Backup Contacts-এর সুবিধাো আছে এর সাথে। সফ্টওয়ারের নাম হল netqin Mobile Manager । সাথে বোনাস netqin antivirus এর সম্পর্কে অনেকেই জানে। এর বড় সুবিধা হল এতে Anti lost এর ব্যবস্থা আছে। এর আগে যদি কেউ এটি নিয়ে টিউন করে থাকে তবে আমি ক্ষমা চাচ্ছি। ভাল লাগলে comment করবেন। আল্লাহাফেজ।

নিচেলিংক দেয়া হল:

http://www.netqin.com/en/manager/download/#symbian

http://www.netqin.com/en/manager/download/#android

আর মোবাইল এন্টিভাইরাসটির লিংক

http://www.netqin.com/en/antivirus/download/#symbian

http://www.netqin.com/en/antivirus/download/#android

বি:দ্র: দিনে অন্তত একবার আল্লাহর কথা স্বরন কর, দেখবে ফিরে আসতে পেরেছো।

Level 0

আমি Shetu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই।মনে কিছু করবেন না ভাই কি মোবাইল দিযা় টিউনটা করছেন? ভাই আরেকটা কথা আপনার জন্য একটা গিফট আছে ।ইসলামিক

Go to the link:http://www.riyadh.yn.lt/Islamic%20Zone

    Level 0

    @অবুজ শিশু: ধন্যবাদ ভাই। লিংকটা শেয়ার করার জন্য। কিন্তু কেন আপনার মনে হল যে আমি মোবাইল দিয়ে টিউন করছি। একটু বুঝিয়ে বলবেন।

আপনার টিউনটা স্কিনশট সহ আরো বিস্তারিত হওয়া দরকার ছিল,
“বি:দ্র: দিনে অন্তত একবার আল্লাহর কথা স্বরন কর, দেখবে ফিরে আসতে পেরেছো।”
আপনার কথাটা অসম্পুর্ন কোথায় ফিরে আসবে বলেন্নাই,তাছাড়া আপনার এই বানীটার সাথেও আমি দ্বিমত পোষন করছি কারন যদি মুসলিম হন তবে আপনাকে কম পক্ষে দিনে পাঁচ বার আল্লাহকে স্বরন করতে হবে নামাজের মাধ্যমে তা না হইলে আপনি মুসলিম কিনা অর্থাৎ ইমানটা সঠিক পর্যায়ে আছে কিনা তা প্রশ্নের সম্মুক্ষিন হয়ে যায়।
সবচেয়ে ভাল উপদেশ হইল আপনি যদি পরকালে বিশ্বাসি হন তবে দিনে একবার হলেও একটু চোখ বন্ধ করে ভাবুন,মরলে আপনাকে বিচারের সম্মুক্ষিন হইতে হবে ভাল কাজের জন্য পুরুষ্কার আর খারাপ কাজের জন্য শাস্তি পেতে হবে,যদি আপনার মনে একটুও ইমান অবশিষ্ঠ থাকে তাহলে আপনার একটু হলেও মনের পরিবর্তন হবে ইনশাল্লাহ।
তবে ভাই আমি এই ব্যাপারে আপনার আবেগ এবং উদ্দেশ্য কে সম্মান জানাই,ধন্যবাদ।

    Level 0

    @আতাউর রহমান: ধন্যবাদ আতাউর রহমান ভাইকে।আমার পোষ্টে কমেন্ট করার জন্য। পরবর্তী টিউন গুলিতে স্কিনশট দেয়ার চেষ্টা করবো। আর আমি আপনার সাথে সহমত পোষন করছি।ধন্যবাদ কথাটিকে বিশ্লষণ করার জন্য। আমি চাচ্ছিলাম আরো অনেকে এই বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে মত প্রকাশ করবে। কেননা ঈমানি কথোপকথনে ঈমান বৃদ্ধি পায়।

Level 0

i agree

আমি এই সফটওয়্যার টি আমার মোবাইল থেকে রেমুভ করতে চাই । সাহায্য করুন ।