TTPOD এ আপনার পছন্দ মতো গানের lyrics যোগ করুন

আমরা যারা সিম্বিয়ান মোবাইল ব্যবহার করি তারা সকলে কম বেশি TTPOD মিউজিক প্লেয়ার এ গান শুনতে ভালবাসি। এটার সুবিধা হল এটাতে গানের সাথে গানের lyrics ও দেখা যাই । কিন্তু সব গানের lyrics এই player দিতে পারেনা শুধু মাত্র English গান ছাড়া। কিন্তু এখন আপনি চাইলেই TTPOD এ যোগ করতে পারবেন আপনার পছন্দের গানের lyrics ।

কাজ টি খুবই সহজ । নিচের ধাপ গুলো অনুসরণ করুন............

১। প্রথমে এই লিঙ্ক এ গিয়ে মাত্র ২ mb এর DIVXLAND MEDIA SUBTITELER নামে  সফটওয়্যারটি আপনার কম্পিউটার এ ডাউনলোড করে ইন্সটল করুন ।

২। এখন আপনার পছন্দের গানের lyrics টি GOOGLE মামার কাছে গিয়ে সার্চ করে lyric টি copy করে notepad এ paste  করুন এবং গানের নাম দিয়ে সেভ করুন ।

৩। এবার OPEN→ DivXland media subtiteler  এবং ,

File→open text (select text file )  এখানে আপনি গানের নোটপ্যাড টি সিলেক্ট করবেন।

File→open audio (select player then ok ) এখানে আপনি গানটি সিলেক্ট করবেন।

৪। এরপর নিচে captioning mode এ press and hold অপশন টি সিলেক্ট করুন।

৫। গানটি প্লে করুন এবং গানের সাথে মিলিয়ে lyrics এর লাইন গুলো সিলেক্ট করুন (APPLY তে ক্লিক করে )

৬। গান এবং lyrics এর কাজ শেষ হলে ফাইল টি সেভ করুন এখানে গিয়ে

settings→general settings →deselect all selected things→ok

File→save as → karaoke lyrics lrc নামে ফরম্যাটে সেভ করার সমই গানের নাম শেষে     .lrc দিয়ে সেভ করুন।

৭। এবার lrc ফাইল টি আপনার মোবাইল এর মেমোরি কার্ড এ গিয়ে

ttpod→lyrics→paste করুন।

৮। খেয়াল রাখতে হবে Lyricsফাইল টির নাম অবশ্যই গানের নামের সাথে মিল থাকতে হবে।   যেমন: Kolaveri Di.mp3   >>>>>>> Kolaveri Di.lrc

এবার আপনার মোবাইল এর ttpod start করুন এবং গানটি চালান দেখুন lyrics দেখা যাই কিনা ......।।

বিঃ দ্রঃ tune টি শুধু মাত্র যারা ttpod use করেন আর যারা কাজ টি করতে আগ্রহী।

Tune টি অভ্র দিয়ে করা তাই অনেক বানান ভুল হয়েছে , এবং আমার প্রথম tune তাই ক্ষমা করে দিবেন আশা করি। (tune টি লাগলে বা খারাপ লাগলে উপদেশের  মাধ্যমে জানিয়ে দিবেন।)

Level 0

আমি Diptta। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু জানতে খুব ভাল লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ ! দারুন।
আমার কাজে লাগবে। ধন্যবাদ 🙂

Level 0

ধন্যবাদ প্রথম কমেন্ট এর জন্য @সাইফুল ভাই

Diptta.thanks মামা কাজে লাগবে 😐

অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ

    Level 0

    আপনার কাজে লাগলে ধন্য হবো।

জটিল টিউন. আমার অনেক কাজে লাগবে.ধন্যবাদ

Level New

Vai TTPOD er signed version er link ki keu dite paren Nokia n97 er jonno?

    @adil647: ভাই ttpod এর signed virsion মানে চাইনিস লেখা।আপনি কি বুজবেন।এর চেয়ে ভাল হয় আপনার সেট টা হ্যাক করে ফেলেন। 🙂

Level 0

http://gallery.mobile9.com/topic/?tp=ttpod&ty=99%2C443 বা http://www.ttpod.com এ গিয়ে আপনার ভার্সন এর জন্য ttpod ডাউনলোড করতে পারেন @adil647

Level 0

কাজে লাগবে, সুন্দর টিউন।

thnx.ai tips ta khujtecilam.apnake dhoinna… 🙂

Level 0

apnekeo dhonnobad

Level 0

tnx for tune.
Vai ami mobile teke techtune e kamne tune korte pari. Janale kobi kosi hobo Diptto vai

    Level 0

    Rimon vai amar jana mte mobile teke tune kora jaina…cmnt krte parben.

Level 0

তাহলে কি আর করা !
মোবাইল থেকে আপনাদের টিউন গুলো দেখবো আর কি।

Level 0

vai amar nokia n97 er jonne jodi ekta TT pod er download link diten

Level 0

@badhan30 আপনি আপনার সেট তি হ্যাক করে ttpod চালাতে পারেন । http://www.ttpod.com একানে গিএ আপনার ভার্সন এর ttpod তি নামিএ নিন।

খুব ভাল