বাজারে নতুন পণ্যঃ Samsung SGH-B200

মোবাইলের প্রতি সবারই অন্যরকম একটা আসক্তি আছে, এটা আর বলার অপেক্ষা রাখেনা। বাজারে আসা দারুণ সব হ্যান্ডসেট নিয়ে এর আগে দুইটা টিউন লিখেছিলাম। তৃতীয় টিউনে আর কোন সূচনা দেবার প্রয়োজন মনে করছি না। সরাসরি চলে যাচ্ছি বাজারে নতুন আসা স্যামসাং বি ২০০ নামের সুন্দর একটি হ্যান্ডসেটের বৈশিষ্ট্য জানতে।

সেপ্টেম্বর ২০০৮ [চলতি মাস] এ বাজারে ছাড়ার সাথে সাথেই জনপ্রিয় হয়ে পড়া স্যামসাং বি ২০০ হ্যান্ডসেটটির ডাইমেনশন 104 x 44.5 x 16 mm। স্লিম সেটটির ডিসপ্লে টাইপ হচ্ছে CSTN, 65K colors এবং স্ক্রীন 128 x 128 pixels, 1.52 inches। রিংটোনের জন্য সেটটিতে রয়েছে পলিফোনিক ৬৪ চ্যানেল ও এমপিথ্রি সাপোর্ট। এছাড়াও অতিরিক্ত রিংটোন ডাউনলোড করার সুবিধা আছে হ্যান্ডসেটটিতে।

এক নজরে

  • মেমোরিঃ বিল্ট ইন ২ মেগাবাইট মেমোরি। এক্সট্রা কার্ড স্লট নেই।
  • জিপিআরএসঃ Class 10 (4+1/3+2 slots), 32 - 48 kbps।
  • কানেক্টিভিটিঃ ইউএসবি পোর্ট আছে। ইনফ্রারেড, ব্লুটুথ নেই।
  • ম্যাসেজিং: SMS, EMS, MMS।
  • বিল্ট ইন ব্রাউজারঃ WAP 2.0/xHTML।
  • গেমসঃ সংযুক্ত আছে।
  • অন্যান্যঃ এফএম রেডিও, এফএম রেকর্ডার ও প্লেব্যাক, এমপিথ্রি প্লেয়ার, মোবাইল ট্র্যাকার, জাভা এমআইডিপি ২.০ ও লাউডস্পীকার।

পাতলা ও আকর্ষণীয় নতুন এই হ্যান্ডসেটটি ইতোমধ্যেই কেড়ে নিয়েছে ক্রেতা সাধারণের দৃষ্টি। তাই আপনিই আর পিছিয়ে থাকবেন কেন? আমার বিশ্বাস জটিল সাউন্ড কোয়ালিটি ও অসাধারণ-দর্শন স্লিম এই সেটটি আপনারও পছন্দ হবে।
ঢাকার বিভিন্ন মোবাইল বাজার ঘুরে সেটটির মূল্য জানা গেল ৪,৭০০ টাকা বা কিছু কমবেশি।

সেটটি ব্যবহার করলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন মন্তব্যের ঘরে।

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ নতুন খবরটা দেওয়ার জন্য।

সেটটা দেখতে দারুন। কিনবো নাকি?

Level 0

দামের তুলনায় , অনেক ফিচারসমৃদ্ধ।

কাতার ভাই দেশে এখন আরো অনেক সস্তায় আরো অনেকবেশী ফিচারযুক্ত সেট পাওয়া যাচ্ছে। তবে মোবাইল মোবাইল ট্র্যাকারটা সব সেটে পাওয়া যায় না।

Level 0

নীল আকাশ , কি কি সেট পাওয়া যায় তার একটি তালিকা দিয়ে একটা টপিক খুলে ফেল। [ মা খা এ ন—- আল – জুয়েল]

সেটটা দেখতে সত্যি সুন্দর । ফিচারও ভালো ।