এনড্রয়েড মাস্টার [পর্ব-০৩] :: হ্যাক করে মার্কেটের এপস ডাউনলোড করুন সরাসরি পিসিতে!!

এনড্রয়েডের সফটগুলোর সাইজ বেশ বড়। আর এগুলো ডাউনলোড করতে হয় সরাসরি মোবাইল দিয়ে, বিশাল ঝামেলার বিষয়। আজ আমরা হ্যাকিং করে এনড্রয়েড মার্কেট থেকে এপস সরাসরি পিসিতে ডাউনলোড করতে শিখব। এর পর ব্লটুথ, Wifi বা কেবল, মেমরীকার্ড যেভাবে খুশি মোবাইলে নিয়ে ইন্সটল করতে পারবেন .apk ফাইলের এনড্রয়েড এপস।

যা যা লাগবেঃ

1. এনড্রয়েড মোবাইল ফোন

2. জিমেইল অ্যাকাউন্ট

3. গুগল ক্রোম ব্রাউজার 17 ভার্সনের উপরের কোন ভার্সন।

4. APK ডাউনলোডার নামের একটি ক্রোম এক্সটেনশন। ক্রোম দিয়ে ডাউনলোড করুন এখান থেকে

5. মোবাইলের ডিভাইস ID জানার জন্য Device ID নামের একটি সফটওয়্যার।

যাদের মিডিয়ফায়ার প্রীতি রয়েছে তাদের জন্য ফাইলদুটো zip করে মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম। ডাউনলোড করে নিন (সাইজ 37 কিলোবাইট মাত্র)

টিউটোরিয়াল (যেভাবে করবেন)

1. প্রথমে গুগল ক্রোম দিয়ে এই লিংক থেকে APK ডাউনলোডার ডাউনলোড করুন এখান থেকে

2. ডেস্কটপে গুগলক্রোমের শর্টকাট ক্রিয়েট করুন। এবার শটকার্টে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।

3. Shortcut ট্যাব থেকে Target এর লেখা গুলো মুছে দিয়ে সেখানে পেস্ট করুন

"C:\Program Files\Google\Chrome\Application\chrome.exe" --ignore-certificate-errors --allow-running-insecure-content

(Windows 7 হলে Run As Administrator অন করে নেবেন)

(এই ধাপ SSL এনক্রিপশন এর ইরর কে বন্ধ করে দেয়। এই ধাপে সফল না হলে হ্যাক করে ডাউনলোড করতে পারবেন না)

4. এবার ডেস্কটপের শর্টকাট থেকে গুগল ক্রোম চালু করুন। বাটন থেকে Tools> Extension এ ক্লিক করুন।

APK Downloader এর Options এ ক্লিক করুন।

5. Email ( being used on Android Market ) এর ঘরে আপনার এনড্রয়েড মোবাইল যেই ইমেইল দিয়ে রেজিস্টার করা সেটি বসান।

Password এর ঘরে ইমেইলের পাসওয়ার্ড বসান

Android Device ID ( 16 characters ) এটি জানার জন্য Device ID নামের সফটওয়্যারটি মোবাইলে ওপেন করুন। 16 সংখ্যার আইডিটি পেয়ে যাবেন।

( নিরাপত্তার সুবিধার জন্য আমি রিকোমেন্ড করব নতুন কোন জিমেইল আইডি বানিয়ে ব্যবহার করুন। যদিও ডেভলপার বলেন তারা কোন পাসওয়ার্ড সংরক্ষণ করেনা কিন্তু কাউকে বিশ্বাস করার দরকার নাই। নতুন জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করুন। তবে সেটি মোবাইলে যোগ করে নেবেন।)

ফর্ম ফিলাপ করে Login এ ক্লিক করুন।

দ্রষ্টব্যঃ আপনি যদি নিচের মত ইরর পান তবে আপনি এই টিউটোরিয়ালের 3 নং ধাপ অর্থাৎ SSL ইরর বন্ধের ধাপটি সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি।পুনরায় সঠিকভাবে কপি পেস্ট করুন।

6. এবার গুগল ক্রমের ডেস্কটপে শর্টকাটে ক্লিক করে মার্কেটে ঢুকুন। পছন্দের এপসের ডাউনলোড লিংকে যান- দেখুন ব্রাউজারের এড্রেসবারে সবুজ একটি আইকন এসেছে APK ডাউনলোডারের। (সাধারণ অবস্থায় এই আইসন দেখা যায়না। শুধু ডাউনলোড পেজেই এটা আসে) এটার উপরে ক্লিক করুন।

৭. নিচের স্ক্রিণশটের মত পেজ আসবে। অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।

ভিডিও টিউটোরিয়ালের জন্য ক্লিক করুন

ভাল থাকুন, সুস্থ থাকুন।

-- নেট মাস্টার।
Developer: Zils Drug Database

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম পুস্ট।

ভাই এই “C:\Program Files\Google\Chrome\Application\chrome.exe” –ignore-certificate-errors –allow-running-insecure-content টা কাজ করে না copy করে pest করলে problem with shortcut আসে।

    @রাতের বন্ধু: উইনডোজ ৭ হলে Run As Administrator অন করে দিয়ে ক্রোম অন করুন, কাজ করবে।

      @নেট মাস্টার: ভাই এই “C:\Program Files\Google\Chrome\Application\chrome.exe” –ignore-certificate-errors –allow-running-insecure-content টা কাজ করে না copy করে pest করলে problem with shortcut আসে। Ami WINDOWS8 Chalai

ভাই কাজ হোই না??? ভাই আপনি লিঙ্ক ঠিকমত দিসেন তো???

    @রাতের বন্ধু: হুম লিংক ঠিক আছে। কমা ছাড়া আরেকটা কোড আছে, মানে

    C:\Program Files\Google\Chrome\Application\chrome.exe” –ignore-certificate-errors –allow-running-insecure-content

    এটা ট্রাই করে দেখতে পারেন।

    @রাতের বন্ধু: লিংক এবং হ্যাক যে কাজ করে তার প্রমাণ ও নির্দেশনা স্বরূপ ইউটিউবে ভিডিও আপলোড করলাম। http://youtu.be/0BxdSnjkbV8 আশা করছি ভিডিও দেখে বুঝতে পারবেন। 😀

দারুন

প্রিয় টিউনার আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

vai, paid apps ki namano jabe?

    @sazzadtanim:
    না। পেইড এপস ফ্রি তে 4shared.com এ নাম লিখে সার্চ দিন বা গুগলে সার্চ করলে ফোরামগুলোতে পাবেন।

অনেকদিন পরে মনে হয় পর্বটা কন্টিনিউ করলেন! 😀
অসাধারণ এবং অসামান্য টিউন 🙂

অফটপিক: ওয়াটার্মার্কটা বেশ লাগছে তবে Emboss ইফেক্টের Depth 566 রেখে ডিরেকশন North দিয়ে দিন।
আর স্ন্যাগিটের জন্য আমার বানানো বাংলা সংখ্যার হাই রেজুলিউশনের স্ট্যাম্প আছে (১, ২ ও ৩)। ১-৯ করার ইচ্ছা আছে তবে সময় পাচ্ছি না বলে হচ্ছে না। এই যে তিনটার ফটুক: ,,। স্ট্যাম্পগুলো ভাল না হলেও কাজ চলবে, আপনি কী বলেন?

চেইন টিউন চালিয়ে যান :mrgreen:

ধন্যবাদ ভাই কাজ হচ্ছে।

Xotil jinis disen vai.. Thankxxx

Level 0

very very nice!….ekhon thaika khali apps download kormu yahooo!!..thanks

kaj hoise. A lot of thanks. R vai keu ki bolbel TT te kivabe banglai lekha jai????/

    @faisaaal007: অভ্র ব্যবহার করে বাংলা লিখতে পারেন। বিজয় ব্যবহার করেও করতে পারেন। বিজয় ব্যবহার করে লিখতে Ctrl+Alt+V চাপতে হবে। বিজয় অভ্র দুটোই নেটে ফ্রি তে পাবেন। 😀 😀

Level 0

সবচেয়ে সহজ পদ্ধতি Blue-Stack install করে Android mobile এর সাথে Cloud Connect করে Apps transfer করা ।

    @itis2012: যেই এপসে মোবাইলে পাঠাবেন সেগুলো কি ভবিষ্যতে ব্যবহারের জন্য হার্ডডিস্কে সেভ হবে এই পদ্ধতিতে?? তাছাড়া ক্লাউন্ড জিনিষটার ধারণা তো আলাদা। প্রত্যেকবার আপনার পিসির মূল্যবান ব্যান্ডইউথ নষ্ট হবে এপস ডাউনলোড করে ডিলেট করে পুনরায় ডাউনলোড করলে। APK লোডারে এই অসুবিধা নাই।

sony ericsson walkman live upgrade korbo kivabe?? keo ki janen?? offline korte chai

    @Tanvir Sarkar: ওডিন (Odine) ফ্লাসার দিয়ে ফ্লাস দিতে হবে। কাজটা সহজ, তবে ইউটিউব থেকে দেখে আপনাকে দক্ষ হতে হবে। নয়তো ফোনকে ব্রিক করে ফেলতে পারেন। প্রথমে আপনার সেটের জন্য আপডেট রোম যেমনঃ ফ্রোয়ো 2.2, জিন্জারব্রেড 2.3 বা ICS ডাউনলোড করে পিসিতে রাখতে হবে। অনেকগুলো প্যাকেজ থাকে। কোনগুলো 1 Click প্যাকেজ আবার কোনগুলোর ফাইল আলাদা। এগুলো ওডিন দিয়ে ফ্লাস দিতে হয়। সময় লাগে 10 মিনিটের মত। তবে ফ্লাসের সময় কারেন্ট গেলে বা কেবল খুলে ফেললে, ইন্নানিল্লাহ! ইহজীবনের জন্য আপনার ফোনটি ব্রিক মানে ইটে পরিণত হইবে। এটাকে পেপার ওয়েট হিসাবে ইউজানো ছাড়া আর উপায় থাকবে না।

Level 0

ভাই আমি ৬ মাস হল android ব্যবহার করি। কিন্তু আজ পর্যন্ত ১ টা application ও android market থেকে ডাউনলোড করতে পারিনি। মোবাইল থেকে ডাউনলোড করলেও দেখায় যে “You haven’t accessed the Google Play Store app (the white shopping bag app icon) on your device with this email account. Learn More.” আজ আপনার টিউন দেখে নতুন করে আশা জাগল যে যাক ১ টা সমাধান পাওা গেল বোধয় । কিন্তু device id ta কাজ করছে না আমার মোবাইল এ । আমি এখন কি করতে পারি?? আপনার উত্তর এর অপেক্ষায় রইলাম।

    @lotus23:
    আপনার মোবাইলের মডেল, এনড্রয়েড কত ভার্সন জানান। মার্কেট থেকে ডাউনলোড করতে হলে মার্কেটে এপসটা মোবাইলে থাকতে হবে যেটার বর্তমান নাম Play. এটাকে আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিতে লগইন করতে হবে।
    আপনার সমস্যাটার আরো বিস্তারতি জানান। প্রয়োজনে স্ত্রিণশট দিয়ে বোঝান, সমাধান করে দেব। 🙂

      Level 0

      @নেট মাস্টার: model number: ZTE-U V880, android version: 2.2.2. amar mobile a market aps ta nai. kintu mobile theke download korar jonno login o korsilam. kintu sei 1 e error message dekhasse.

        @lotus23: নিচের লিংক থেকে লেটেস্ট প্লে ভার্সন পিসিতে ডাউনলোড করে ব্লুটুথ বা কেবল দিয়ে মোবাইলে নিয়ে ইন্সটল করুন। ভার্সনটা v3.5.19 সাইজ 3.5 মেগাবাইট। আশা করছি সমাধান পাবেন। 😀
        http://uploaded.to/file/wgw5ax6b

Level 0

চমৎকার । ভাই, Opera mini বাদে অন্য Application (As like Facebook, Google translator ) এনড্রয়েড এ Smooth বাংলা দেখতে চাই । এটা কি সম্ভব ?

    @babu_fu: 1. প্রথমে জানতে হবে মোবাইল কম্পেক্স স্ক্রিপ্ট সাপোর্ট করে কি না। না করলে বাংলা ভাঙ্গাচোরা আসবে। 2. রুট করতে হবে। 3. Type Fresh সফটটি মোবাইলে ইন্সটল করতে হবে। 4. Type Fresh দিয়ে মোবাইলের ডিফল্ট ফন্টকে Syam Rupali ফন্ট দিয়ে রিপ্লেস করতে হবে।

      Level 0

      আমি গ্রামীনফোন হুয়াই 8500 ব্যবহার করছি । রুট করা আছে । কম্পেক্স স্ক্রিপ্ট সাপোর্ট করে কি না বুঝব কিভাবে ।

        @babu_fu: বাংলা সাইটে ঢুকলে অক্ষর ভাঙ্গা দেখলে বুঝবেন সাপোর্ট করেনা। আপতত ফন্ট চেন্জ করে ট্রাই করুন। 😀

ভাই odine ফ্লাসার কোথায় পাবো? সম্পূর্ণ এড্রেস টা যদি দিতেন তাহলে খুব ভাল হয়,
আর techtune এ কি এর আগে কেও এন্ড্রয়েড ফ্লাস নিয়ে টিউন করেছে? যদি আপনার জানা থাকে তাহলে লিঙ্ক টা দিবেন প্লিজ
-ধন্যবাদ

    @Tanvir Sarkar:
    এনড্রয়েড ফ্লাস দিতে প্রচুর ভিডিও টিউটোরিয়াল দেখতে হয়। ঠিক বলেছেন, ওডিন মূলত স্যামসাং এর জন্য। সনির জন্য ফ্লাসিং প্রক্রিয়াটা বেশ জটিল লাগল আমার। SDK ব্যবহার করে ফ্লাস, পুরাই ক্যাচাইল্যা। ফ্লাস দেবার উপর বাংলা টিউটোরিয়াল আমার চোখে পড়েনি। আমি নিজে দিয়েছি ইউটিউবের ভিডিও দেখে আর XDA ফোরাম এর টিউটোরিয়াল পড়ে।

আর odin ফ্লাসার দিয়ে কি sony ericsson upgrade করা যাবে? এটা তো দেখছি গেলাক্সির কথাই বেশি দেয়া

Level 0

নেট মাস্টার ভাই ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট করার জন্য। এটি ভাল ভাবে কাজ করছে।আর একটা কথা আমার সনি এরিকছন live with walkman (wti9i) কবে ICS আপডেট পাবো? ম্যানুয়ালি কিভাবে করতে পারি যদি বিস্তারিত বলতেন খুব ভাল হত।। ধন্যবাদ নেট মাস্টার ভাই।

    @Saikat: আসলে সনি এরিকসনের ব্যাপারে আমি আপাতত কোন হেল্প করতে পারছিনা, কারণ এর নেট সাপোর্ট বেশ কম দেখা যাচ্ছে।
    কোম্পানী প্রদত্ত অরজিনাল আপডেট টুল ও প্রক্রিয়া পাবেন এখানে-
    http://www.sonymobile.com/gb/tools/update-service/

    @Saikat: আমিও wt19i ইউজার। আপনে কি এন্ড্রয়েড ৪ এর কথা বলছেন?

নেট মাস্টার, আবারো চরমিয়া একটা লেখা দিলেন। জটিল ভাল লাগল।

ভাই HOT একটা tune করছেন এরকম একটা tune অনেক দিন ধরে খুজতে সিলাম…। অনেক ধন্যবাদ…।।
আর আমি aps download করতে সক্ষম হয়েছি…। তাই আবারো ধন্যবাদ।।

ভাই চমৎকার । download করতেছি ধুমায়া

Many many thanks for sharing.

Level 0

@ নেট মাস্টার,অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।

Level 0

@দিহান, হ্যাঁ আমি এন্ড্রয়েড ৪ এর কথা বলছি। যদি এন্ড্রয়েড ৪ এ আপডেট করতে পারেন একটু বইলেন।

Vai,device id null bole.ki korbo?
Mobile model: Kingstar T5o(China)-android 2.2

    @কাইফ আমিন: চায়না সেটগুলোতে সাপোর্ট করে কিনা জানিনা ভাই। আপনি কি মোবাইল থেকে মার্কেট বা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন?? গুগল অনেক ফোনে মার্কেট সাপোর্ট দেয়না।

Vai owesome post .but apni ki vai htc evo 3d hboot 1.49.0011 er kemne root korte hoi
bolte paren youtubee video nai ai versioner.xda halara ki faltu pachal parse buji na.plz help koren vai

    @edindzeko2389: আপনার সেটের রুটের প্রক্রিয়া বেশ জটিল! ট্রাই না করাই বেটার। ১ ক্লিক রুটের কোন সফট পাইলাম না। নেটে খুজতে থাকেন। ভাল হয় কাস্টম কোন রোম ইন্সটল করেন, অটোরুট হয়ে যাবে। তবে দক্ষ না হলে এসব ট্রাই না করাই ভাল। সখের ফোনটাকে ব্রিক করে ফেলতে পারেন।

Vai hoy na to … Error dakhay..

amr khub help dorkar jodi , apnar skype id ta [email protected] a mail koren khub vlo hoto… Amar NEXTBOOK 3 tab . android 2.1….. Thx

Level 0

Awesom post, vai ami gremeenphone crystal use kori but setate Device ID software ta run korse na (set up niase),ami ki korte pari?

    @ronyipe: কোন ইরর কি দেখায় নাকি একেবারেই Run করেনা?
    চায়না ফোনগুলোতে সম্ভবত সফটটা কাজ করেনা, কয়েকজন চায়না ব্যবহারকারীও সেটাই জানিয়েছেন।

Level 0

vai ai messege ta dei-The application Device ID (process com.redphx.deviceid) has stopped unexpectedly.please try again.

আমার তো ৩নং ধাপটা করা লাগেনি…. কোন রকম ঝামেলা ছাড়াই প্রথম বারেই কাজ হয়ে গেল। ধন্যবাদ….অনেক ….অনেক। ডাউনলোড করতে করতে সেট গরম হয়ে যেত….এখন আর সে ঝামেলা নাই । অফিসের আনলিমিটেড ইন্টারনেট দিয়ে ডাউনলোড করব আর বাসায় ইনস্টল….ওয়াওও………………………

বস ভালো কোন ব্লু-টুথ সফটওয়্যারের নাম বলতে পারেন পিসি থেকে ফোনে ফাইল ট্রান্সফার করার জন্য ?

ধন্যবাদ…

Level 0

অসংখ্য ধন্যবাদ নেট মাস্টার ভাই! আমার কাজ হচ্ছে! যদিও প্রথম প্রথম অনেক ঝামেলা হচ্ছিল তবুও কাজ হওয়ার পর অনেক ভাল লাগছে! 😀
আপনার মেইল এড্রেস টা দিবেন? কোন সমস্যায় পড়লে আপনাকে স্মরণ করব। কিছু মনে করবেন নাতো আবার?

THNX net master.root na kore ar valo lagtese na.Synergy rom die debo vabsi.video namaya pc voira falaisi.See u around.

    @edindzeko2389: সঠিক পথেই আছেন! শেখার জন্য ভিডিও আর ইউটিউব এর বিকল্প নেই। কাস্টম রোমগুলো ব্যবহারে সতর্ক থাকবেন, অরজিনাল সাইট বা তাদের রেফারেন্স থেকে রোম নামাবেন। মিডিয়াফায়ার, রেপিডশেয়ার এগুলোতে খোজা থেকে বিরত থাকবেন। কারণ রোম যদি করাপ্ট থাকে তো আপনার সেট ব্রিক হইতে ২ মিনিটও লাগবেনা। আর ফ্লাসের কাজগুলো ল্যাপটপে করবেন যাতে বিদ্যুৎ সমস্যা না করে। হাব ব্যবহার করবেন না। ডাইরেক্ট USB দিয়ে ফ্লাস দেবেন। এন্টিভাইরাস বন্ধ রেখে কাজ করবেন। আর ফ্লাস দেয়ার আগে মেমরীকার্ড ফরম্যাট করে ফাকা করে নেবেন। ফোনকে রিস্টোর করে কেনার সময়কার মত করে নিবেন বুটলোডার থেকে ক্যাশ ক্লিয়ার করে নেবেন। কোন অবস্থাতেই রোম ফ্লাসে শেষ হবার আগে USB খুলবেন না বা তারে হাত দেবেন না। এগুলো হল বেসিক জিনিস, এগুলো না করলে ঝামেলায় পড়বেন।

    আপনার জন্য শুভকামনা থাকল। 😀

target box not valid ase keno?

vai need for speed shift full version er offline full file ta dite parben?upokar hoito

Level 0

@net master via ei way ta use korle mobile die abar dl korte kono problem hbe na toh ?? mane sorasori google play teke mobile die dl korte kono problem hbe na toh ???

Level 0

@net master via ssl error ta fix korte parsina .. link ta copy kore die apply click korlei error msg ase …..

Level 0

@net master via yes hoyece …….
thanks

Level 0

partechi na..ektu help koren

Level 0

vai Root jinista ki?

Level 0

Vai ami (Run as administrator) Khuja passi na PLZZZZ Help me. Ota on kivaba korbo aktu bola dan

Level 0

Vai 3 No Stepta kortai partasina

Level 0

amr phone HTC EXPLORER but ami device id ta passina keno?null dekasse?help korte paren ektu?

Onekdin theke try korcilam. Chrome install hoschhilona tai parsilamna. Kintu aj chrome install korlam baki kaj o complete korlam. thanks bro.

Level 0

vai extension e to APK downloader dekhay na….
ki kori bolen to….

vi crome a downlode to dalte passena address bare ki korbo aktu bola dan vi

ট্রাই করবো এখন 😉 জাস্ট ওয়েট … !

আমি এক্সটেনশান ডাউনলোড করতে পারছিনা। “App, extension and user scripts cannot be added from this website” দেখাচ্ছে। কি উপায়– ?