এলো একগাদা নতুন স্মার্টফোন ও গ্যাজেটস: স্যামসাং গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি ক্যামেরা, সনি এক্সপেরিয়া টি, ভি, জে

গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে জার্মানীর বার্লিন মেতে ছিল প্রযুক্তি উৎসবে। ৩১ তারিখ থেকে ৫ই সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে আইএফএ প্রদর্শনী যেখানে প্রযুক্তি পণ্য প্রস্তুতকারকরা তাদের আগামী দিনের পণ্যগুলো তুলে দেবেন ভোক্তাদের হাতে। কিন্তু তার আগে পণ্যগুলোকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন তো করতে হবে, তাই না? সেটাই হলো গত রাতে।

সনি এনেছে নতুন তিনটি স্মার্টফোন। এক্সপেরিয়া টি, ভি ও জে। এক্সপেরিয়া টি-তে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়েল কোর প্রসেসর। অন্যদিকে এক্সপেরিয়া জে হচ্ছে মোটামুটি নাগালের মধ্যে থাকা এন্ট্রি লেভেল স্মার্টফোন। যদিও এগুলোর দাম ঘোষণা করা হয়নি, সনি বলছে সবার হাতের নাগালেই থাকবে এক্সপেরিয়া জে।

xperia txperia jঅন্যদিকে স্যামসাং এনেছে তাদের বিপুল প্রত্যাশিত 'ফ্যাবলেট' নামে পরিচিত গ্যালাক্সি নোট-এর দ্বিতীয় সংস্করণ, গ্যালাক্সি নোট ২.। ৫.৫ ইঞ্চি আকারের এই ডিভাইসকে বলা হচ্ছে স্যামসাং-এর তৈরি সবচেয়ে বড় ও শক্তিশালী ডিভাইস।

xperia j

আর সেইসঙ্গে এনেছে স্যামসাং-এর প্রথম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্ট ক্যামেরা, গ্যালাক্সি ক্যামেরা, যাতে রয়েছে ৪.৮ ইঞ্চি স্ক্রিন, ১৬ মেগাপিক্সেল লেন্স ও অ্যান্ড্রয়েড জেলি বিন।

galaxy camera

galaxy camera

ছবি তো দেখলেন, এবার চলুন পড়ে আসা যাক বিস্তারিত।

গ্যালাক্সি নোট ২ ও গ্যালাক্সি ক্যামেরা
এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি, এক্সপেরিয়া জে

এইবার কে কোনটা কিনবেন বলেন।:P 😛

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই বাজেট ১৬০০০/- – ১৭০০০/- কোন এন্ড্রোয়েড ফোন কিনলে ভাল হয় জানাবেন। আর পোস্টটিতে দারুন ছবি দেখে ভাল লাগল।

অবশেষে সনি আমার নামে Xperia T (Xperia Tanvir) বানালো। 😛
সম্ভবত আমি এতাই কিনতে যাচ্ছি। প্রাইস জানা গেছে এখনও?

Level 0

ami sony xperia s kinci kisu din holo corom mobile akta(xperia s)

Level 0

asad bro, koto porlo?