China Mobile কিনতে চান !!! তাহলে দেখে,শুনে,বুঝে কিনুন।

আমরা অনেকেই দাম ও ফিচারের সমন্ময় করতে গিয়ে চায়না মোবাইল কিনে বসি।কিন্তু পরে দেখা যায় ঐ মোবাইলে দিয়ে অনেক কিছুই ঠিকমত চলছে না।তাই আমাদের উচিৎ ভালভাবে দখে শুনে এসব চায়না মোবাইল কেনা।নিম্নে যে সকল বিষয় দেখে চায়না মোবাইল কিনবেন তা দেওয়া হল :-

T-Mobile-Dash-468

১। প্রথমে দেখে নিন আপনার পছন্দের চায়না মোবাইলটি টাস্ স্কীন নাকি।যদি তা হয়ে থাকে তা কিনবেন না কারন পছন্দের চায়না মোবাইলের টাস্ স্কীন প্রযুক্তি মোটেও ভাল নয়।

২। আপনার পছন্দের চায়না মোবাইলটি দামের সাথে বেশী ফাং ফুং নাকি।মানে দাম অনুয়ায়ী ফিচারের সংখ্যা বেশী নাকি।যদি তা হয়ে থাকে তবে সেই মোবাইল আপনা হ্যাং করার সম্ভনা বেশী থাকে।

e6000b

৩।আপনার পছন্দের চায়না মোবাইলটি জাভা সাপট করে কিনা তা দেখে নিন। জাভা সাপট চায়না মোবাইল না কেনাই ভাল কারন এতে ভাইরাস দ্বারা অক্রমনের ঝুকি থাকে।

৪।অবশ্যই আপনার পছন্দের চায়না মোবাইলটির ওরান্টি আছে কিনা তা দেখে নিন। ওরান্টি না থাকলে সেটি না কেনাই ভাল।

৫।আপনার পছন্দের চায়না মোবাইলটিকে GPRS মডেম হিসাবে ব্যবহার করা যাবে কিনা তা দেখে নিন।

দেখার জন্য Menu > Setting > Phone setup > Uart Setup টি আছে কিনা তা দেখে নিন।

৬।আপনার পছন্দের চায়না মোবাইলটি রং যেন কালো থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।অধিকাংশ চায়না মোবাইলের রং সীলভার থাকে ফলে মানুষ সহজেই বুঝে নেয় এটি চায়না মোবাইল।

china-mobile-slide-tv-mobile-phone-6688

৭।আপনার পছন্দের চায়না মোবাইলটির ডাটা কেবল এবং ব্যাটারি যেন পাওয়া যায় সে দিকে খেয়াল রাখবেন।

৮।ভাল ব্রান্ডের চায়না মোবাইল কিনবেন যেমনঃ Benqe,Symphony,I-mobile,Sprint …….etc.

127337

আমি নিজই চায়না মোবাইল Symphony D65 ব্যবহার করি এবং এটাকে এখনো GPRS মডেম হিসাবে চালাই।এতে আমি প্রায় ৬/৭ kbs পাই।

ভালো লাগলে অবশ্যই Comment করবেন........

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ মাই সুইট আপু । আপনাকে “মাই সুইট আপু ” বললাম কারন আমি আপনার অনেক ছোট।তাই আসা করি মন খারাপ করবেন না। 😛

আপনার ফোনটার দাম কত নিছে। আর আপনি কত দিন আগে কিনছেন।

    Level 2

    আমি প্রায় ৫-৬ মাস অগে ফোনটা কিনছিলাম তখন দাম নিছিল ৪৫০০ টাকা।

amar nokia 1650 mobile ti “made in china” amra je intel processor & Motherboard use kori ta “made in china”

ok
thank you for mobile tune

    Level 2

    হা হা হা….. আমি কিছু বুঝলাম না। about u r Comment ” amar nokia 1650 mobile ti “made in china” amra je intel processor & Motherboard use kori ta “made in china””

    Level New

    কি ঘটলো এখানে তাতো বুঝলাম না!!!

    সব পাগলের রঙ তামাশা

    Level 0

    আমি বুঝেছি উনি বলেছেন উনার মোবাইল সেটটা তৈরি করেছে চিন বা চায়না আর উনি যে কম্পিউটারে Intel processor আর Motherboard ব্যবহার করে সেটাও তৈরি করেছে china.

    কিন্তু ভাই আমার Intel processor আর Motherboard “made in usa)”এটা আমি বিদেশ থেকে আনিয়েছি ।
    ha ha ha

    Level 2

    @ Tanvir Sarkar ভাই u r রাইট। পাগলদের টিউনে তো পাগলরাই comment করবে………. 😛

Level 0

আমি ৪৫০০ টাকা(with 2GB M) দিয়ে Symphony c30 কিনেছি প্রায় ২মাস আগে। আমি এটাকে এখন Web cam হিসেবেও ব্যবহার করতে পারি।
এতে আমার web cam কেনার খরচটা বেচে গেলো।

    Level 2

    Symphony D65 দিয়েও আপনি Web cam হিসেবে ব্যবহার করতে পারবেন । 😛

Level 0

আমি nokia 6330 China Mobile কিনে খাইছি ধরা। দুইবার speaker কেটে গেছে চার্জও থাকেনা । এবার একটা original nokia 6330 সেট কিনবো । আর আমি citycell zoom use করি।

    Level 2

    হা হা হা……….. 😛

Level 0

Mobile (Nokia E66 or Nokia 3110C) কে কিভাবে ওয়েব ক্যাম হিসাবে ব্যবহার করতে পারি কেউ কি ডিটেইল্স বলবেন প্লিজ? ধন্যবাদ।

    Level 2

    Sorry……….. 🙁

Level 2

ধন্যবাদ আলমাস।
তোমার টিউন ও লেখার মান উন্নত হয়েছে।
তবে কিছু সমস্যা এখনও রয়ে গেছে।
দাঁড়ির আগে স্পেস হবে না, তবে দাঁড়ির পরে নতুন বাক্য শুরু করার জন্য অবশ্যই স্পেস দিতে হবে।
আর বানানের ব্যাপারে আরও সতর্ক হতে হবে।
যেমন, সাপট (সাপোর্ট), ঝুকি (ঝুঁকি), ওরান্টি (ওয়্যারেন্টি) ইত্যাদি।
ভাল থাক।

    Level 2

    ধন্যবাদ Ismail ভাই। চেষ্টা করছি আরও ভাল করার। আমি এখনো অভ্র দিয়ে রেফ দিতে পারিনি। আমি Avro Mouse use করে লেখালেখি করি।

টিউনটা ভালই হইছে

    Level 2

    আজব Thxxxxxxxxxxxxxxxxxxxxxx 😛

ভাই আমি জানতাম china mobile কে modem হিসেবে ব্যবহার করা যায় না। এর pc suite পাওয়া যায় কি ?
আমার সাহায্য প্রয়োজন।

Level 0

কে বলছে যে জাভা ফোন এ ভাইরাস ধরে। আপনি এলাউ না করলে আর নিজে ভাইরাস না চালালে এটা নিজে চলবে না…………………

Amader nokia java set to virus kono khoti korte pare ki? Mone hoy na. R amar nokia 6303 ! Etai amar pc, browser sob

জাভা সম্পর্কিত তথ্যের সাথে একমত হতে পারলাম না। ভাইরাস তো জাভা সাপোর্টেট নোকিয়াতেও ধরে তাই বলে কি সেটা কেনা যাবে না?
আর ভাইরাসকে আপনি এলাউ না করলে ঢুকতে পারবে না।
ধন্যবাদ।

Symphony ft 10 কে কি webcam আর মডেম হিসেবে ব্যবহার করা যাবে?