দেখে নিন নোকিয়ার ডায়াগ্রাম লেয়াউট রিপেয়ারিংর জন্য খুব গুরুত্বপূর্ণ…।।(পর্ব-২ শিখতে থাকুন)……।

নমস্কার সবাইকে।।

আমি আজকে যে বিষয় আলোচনা তা আশাকরি শিরোনাম দেখে বুঝে গেছেন।


তো যাই হোক ফটাফট কাজের কথায় চলে আসিঃ


মোবাইল অনেক গুলো সেল নিয়ে কাজ করে বলে একে সেলফোনও বলা হয়।


তো বন্ধুরা রিপেয়ারিং করতে গেলে অনেক গুলো অংশকে চিনতে হবে আর এগুলো না চিনলে বা না জানলে


রিপেয়ারিং করা প্রায় সম্ভব হবে না।তাই এগুলো চেনা খুব জরুরি।

তাই আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ছবি জোগাড় করলাম।


আপনি শিখতে পারলে  ঠিক আপনার মত আমার আনন্দ হবে।

তো পরিচিত হয়ে নিনঃ-

nokia

এই অংশ গুলো চিনলে কাজ করবেন দ্রুত ।

শিখতে পারলে বা ভাল লাগলে কমেন্ট করে জানান।


বুঝতে না পারলে বা কোন সমস্যায় পড়লে আমাকে যোগাযোগ করুন।



আর  এরকম লেখা পেতে এই পাতায় ক্লিক করুন............।।

                                     ঃঃঃঃঃঃঃধন্যবাদ পড়ার জন্য  ;ঃঃঃঃঃঃঃ

Level 0

আমি SOUMITRA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

you great bro ei rokom tune dorkar silo chalai jan sikhar issa ase 😛