সেরা ১০টি মোবাইল থিম এখুনি ফ্রী ডাউনলোড করুন। আরও আছে উইন্ডোজ মোবাইল থিম !

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

1


বরাবরের মত সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। অনেক দিন হলো মোবাইলীয় সম্পর্কে টিউন করা হয় না তাই আমি আজ কিছু চমৎকার মোবাইল থিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কম্পিউটার থিমের পাশাপাশি বর্তমানে মোবাইলের থিমও আমাদের কাছে বেশ জনপ্রীয় হয়ে উঠেছে। মোবাইলের সৈন্দর্য কে আরও বাড়িয়ে দিতে এর জুড়ি নেই। কিন্তু ভাল ও উন্নত মানের থিম না পাবার কারনে আমরা অনেকেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে টাকার বিনিময়ে এসব থিম নিচ্ছি, পরে দেখা য়ায় নাম অনুসারে এর উপযোগ মোটেই ভাল হয় না। তাই এই বিরম্বনা থেকে স্বস্তি পাবার জন্য আমার বেষ্ট ৮০টি মোবাইলের থিমের মধ্যে সেরা ১০টি মোবাইলের থিম আপনাদের মাঝে শেয়ার করলাম।

2

সেরা ১০টি মোবাইল থিমঃ

  1. Microsoft Windows Mobile-2.0
  2. Black-Spiderman-1.0
  3. Hitman-2
  4. Microsoft Glass-XP 2010
  5. The-Matrix-2.0
  6. Spiderman-3
  7. Bismallah-1.0
  8. Batman-Begins -2.0
  9. Aluminium-Apple-1.0
  10. Xpressmusic-3.0

untitled

এই থিম গুলো .nth তাই সকল জাভা সাপর্ট মোবাইল ফোন যেমনঃ নোকিয়া, স্যামসাং, মটোরোলা সহ ইত্যাদি মোবাইল ফোনের জন্য প্রযোয্য হবে।

আসা করি আমার এই সংক্ষিপ্ত টিউনটি আপনাদের কাজে লাগবে। আর কাজে লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

---  আলমাস

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks!

ধন্যবাদ ভাল টিউনস।

তোমারতো আবার অনেক বুদ্ধি চায়না সেটে ও internet কেমনে সাপোর্ট করে তা নিয়া কারবার কর।
দেখতো china সেটে থিম support করাইতে পার ক্কিনা ? ( ১০০% sure পারবা না)

    হু হা হা বস্। এইটা তো পারুম না। তবে গেম support করাইতে পারুম। 😉

    কিভাবে ? চায়না সেটে সফটওয়্যারই সাপোর্ট করে না, গেইম সাপোর্ট করাইবা কিভাবে? ( মোবাইল এর সার্কিট খুলে নতুন পার্টস লাগিয়ে ? )

    না ঠিক তা না চায়না সেট .nes গেম support করে। তা মেমরি কার্ড Games / Game নামে একটি ফোল্ডার তৈরি কে এতে .nes গেম গুলো কপি করে এবং Menu > Fun & Games > Games এ গিয়ে সেটটি রিস্টার্ট করুন। এবার Menu > Fun & Games > Games গিয়ে .nes গেম গুলো দেখতে ও খেলতে পারবেন।

ধন্যবাদ আলমাস।
আশা করি টিউনটি অনেকের কাজে লাগবে।
আপনার একটি ব্যপার আমার কাছে খুব ভাল লাগে। তাহলো, আপনি প্রতিটি টিউনের পূর্বে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” লিখেন। ছোট্ট একটি কথা, কিন্তু এর তাতপর্য অনেক। আমাদের সকল ধর্মপ্রাণ মুসলিমেরই উচিৎ, মহান আল্লাহ তা-আলার নাম নিয়ে প্রতিটি কাজ শুরু করা।
যাই হোক, আপনার একটি ব্যাপার আমি একটু সংশোধন করে দিতে চাই। সেটি হল, কথাটি “বিসমিল্লাহির রাহমানির রাহিম” হবে না, হবে “বিসমিল্লাহির রহমানির রহিম”। আরবিতে উচ্চারন বা বানান সামান্য এদিক সেদিক হলে তার অর্থ পরিবর্তন হয়ে যায় এবং গোনাহর ভাগীদার হতে হয়।
আশা করি শুদ্ধ বানানে আরও অনেক সুন্দর সুন্দর টিউন আমাদের উপহার দিবেন।
ধন্যবাদ আপনাকে।

    অসংখ্য অসংখ্য… ধন্যবাদ ভাই। আগামী টিউন গুলোতে এটি অবশ্যই খেয়াল রাখব।

সমস্যা হইল, থিম ইউস কতে হইলে দামী মোবাইল লাগবে,কিন্তু আমি দামী মোবাইল ইউস করলেতো ঠেকবাজ ধরে,আর আমার থেকে মোবাইল চুরি হয়ে যায়।কি আর করব তাই nokia 6030 ইউস করি।
(অনেকদিন পরে আসলাম, easy কাজে ছিলাম very busy, তোমার মিস কল পাইচি।)

    তাই নাকি ভাইয়া। নোকিয়া 3110c ব্যবহার করতে পারেন অনেক কম দামে সকল সুবিধা পাবেন।

    আর ভাব দেখাইতে হইবো না _______ (অনেকদিন পরে আসলাম, easy কাজে ছিলাম very busy, তোমার মিস কল পাইচি।)

এই থিমগুলো কোন কোন সেটে সাপোর্ট করবে তা উল্লেখ করুন।