মোবাইলে বাংলা : [পর্বঃ ০২] :: মোবাইলে বাংলা লিখুন পাণিনী কিবোর্ড দিয়ে

মোবাইলে বাংলা লেখা যদিও একটু কষ্টের, তবুও লিখে সবার সাথে শেয়ার করার মজাই আলাদা। যারা এমন লেখে তারাই এটার গুরুত্ব বুঝবে। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে অপেরা দিয়ে মোবাইলে বাংলা লিখে সেটা এসএমএস করা যায় অথবা ফেসবুকে শেয়ার করা যায়। আজ আমি দেখাবো কিভাবে পাণিনী কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লিখে সেটা সবার সাথে শেয়ার করা যায় অথবা কাউকে এসএমএস করা যায়। এটা সকল জাভা এবং সিম্বিয়ান এবং এন্ড্রয়েড ফোনে কাজ করবে।

ডাউনলোডঃ

জাভা এবং সিম্বিয়ানঃ কোন কথা নয় প্রথমেই পাণিনী কিবোর্ডটা    এখান থেকে   ডাউনলোড করে নেন।

এন্ড্রয়েড ডাউনলোডঃ চিন্তার কোনো কারন নেই, এটা এন্ড্রয়েড ফোনের জন্যও আছে। আপনি এটা আপনার এন্ড্রয়েড ফোনের জন্য ডাউনলোড করেতে পারেন  এখান থেকে ।

কার্যপ্রণালীঃ

১। এবার অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইন্সটল করে নেন।

২। এটা ওপেন করলেই আপনি এটার সবকিছু বুঝতে পারবেন। যারা না বুঝতে পারবেন তাদের জন্য তো আমি আছি।

৩। লিখুন অপশনটা সিলেক্ট করুন।

৪। এবার আপনি একটা লেখার বক্স দেখতে পাবেন যার নিচে অনেকগুলা অক্ষর কিপ্যাড এর ১,২,৩......... বাটন অনুসারে সাজানো আছে।

৫। আপনি উপর-নিচ করে অথবা মাঝের বাটন চেপে বিভিন্ন অক্ষর আনতে পারবেন।

৬। আপনি যে অক্ষরটা লিখতে চান সেটা যে অক্ষর এর বক্সে থাকবে সেটা প্রেস করুন।

৭। এভাবে একের পর এক উপর-নিচ করে আপনার কাঙ্ক্ষিত লেখাটা লিখুন।

৮। লেখা শেষ হলে অপশন থেকে রক্ষন করুন।

৯। এবার অপশন থেকে ফেরত এ গিয়ে খসড়া এর ভিতর ঢুকুন ।

১০। এখানে আপনার লেখাটা দেখতে পাবেন এবং সেটা ওপেন করুন ।

১১। এবার সেটা কাউকে এসএমএস হিসেবে পাঠাতে পারবেন।

১২। আর আপনি যদি ফেসবুকে স্ট্যাটাস দিতে চান অথবা কোথাও পোস্ট করতে চান, তাহলে ওখান থেকে মার্ক করে কপি করুন। আপনার যদি কোয়ার্টি কী-প্যাড ফোন হয়, তাহলে Ctrl+A চেপে সব মার্ক করে Ctrl+C দিয়ে সব কপি করতে পারবেন। কোথাও সেটা পেস্ট করতে চাইলে Ctrl+V চাপুন।

এছাড়া আপনি এটা দিয়ে হিন্দি, তেলেগু, মারাঠি, তামিল, গুজরাঠি, কান্নাডা, মালাইলাম, অরিয়া, পাঞ্জাবী, আসামি, শিভা, ইংলিশ ভাষাতেও লিখতে পারবেন। শুধুমাত্র অপশন থেকে ভাষা নির্বাচন করলেই হবে।

প্রথম প্রথম আপনার লিখতে একটু কষ্ট হতে পারে। দুই-একদিন লেখার পরে দেখবেন খুব সহজে আর দ্রুত লিখতে পারছেন। এটার ওয়ার্ড সাজেশন আপনাকে দ্রুত লিখতে অনেক বেশি সাহায্য করবে। আর প্রবলেম হলে তো আমি আছিই, শুধু কমেন্ট করতে না ভুললে হল।

এটা সর্বপ্রথম এখানে পাবলিশ করা হয়েছিল

আমার আগের পোস্টঃ মোবাইলে বাংলা : [পর্বঃ ০১] :: এবার মোবাইল দিয়েই বাংলা লিখুন আরো সহজে

আমার ব্লগ ।। আমার ব্লগ ।। আমি ।।

 

Level 0

আমি মোস্তাফিজুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for nice tune

Level 0

ভাই আমার মোবাইলে install করলাম। কিন্তু বাংলা support করছে না। কোন বাংলা অক্ষর দেখা যাচ্ছে না। উপায় কি জানাবেন ? আমার মোবাইল নকিয়া c7-00