স্টাইলের সেরা দুই স্মার্টফোন সম্পর্কে জেনে নিন!!!

এইচটিসি ওয়ান ও লুমিয়া ৯২০শক্তিশালী ও দ্রুতগতির পাশাপাশি স্টাইলিস্ট স্মার্টফোন চাই? প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, যাঁরা একটু স্টাইল করতে পছন্দ করেন, তাঁদের জন্য সেরা দুই স্টাইল ফোন হতে পারে এইচটিসি ওয়ান ও লুমিয়া ৯২০। ‘হাফিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এইচটিসি ওয়ান

মোবাইল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও নকশার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পেয়েছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। চলতি বছরের জুন মাসে তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স মেলায় মুঠোফোন নেটওয়ার্ক সংস্থা জিএসএমএ ‘সেরা মোবাইল ডিভাইস’ হিসেবে এইচটিসি ওয়ানকে নির্বাচিত করেছিল। নকশা ও উদ্ভাবনে স্বর্ণপদক পাওয়া এইচটিসি ওয়ান ২৫৪টি পণ্যের মধ্যে সেরা নির্বাচিত হয়েছিল। পিক্সেল ঘনত্বের দিক থেকে সেরা ফোন এটি। ফেসবুকের ‘হোম’ সফটওয়্যারটি প্রথমেই এইচটিসি ওয়ান স্মার্টফোনটিতেই যুক্ত হয়েছে। ১ দশমিক ৭ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের ও এক গিগাবাইট র্যামের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডনির্ভর। এইচটিসির এ স্মার্টফোনটিকে বলছে ‘আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত স্মার্টফোন। মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেল। ৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাট অর্থাত্ হাই ডেফিনেশন মানের ভিডিও দেখা যায়। স্মার্টফোনটির দাম প্রায় ৫২ হাজার টাকা।

নকিয়া লুমিয়া ৯২০

নকিয়া কর্তৃপক্ষের ভাষ্যে, ‘লুমিয়া ৯২০ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্যের ফোন’। উইন্ডোজনির্ভর লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের বাঁকানো এইচডি প্রযুক্তির ডিসপ্লে, ডুয়াল কোরের ১ দশমিক ৫ গিগাহার্টজের প্রসেসর, এক গিগাবাইট র্যাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, আট মেগাপিক্সেল পিউরভিউ ক্যামেরা-সুবিধা। শক্ত প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে তারবিহীন চার্জিং পদ্ধতি যুক্ত হয়েছে। উইন্ডোজনির্ভর এ স্মার্টফোনটি স্টাইলিস্ট স্মার্টফোন হিসেবে অনেকের পছন্দের। স্মার্টফোনটির দাম ৪৬ হাজার ৮৫০ টাকা।

সুত্রঃ প্রথম আলো

Level 0

আমি Nafis Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক কিছু জানার ইচ্ছা ছিল, কিন্তু অনেক কম জানা হল.............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস